04/04/2025
_এটা আমার জীবন
আমারে না হয় তোমার জীবনে নাই বা রাখলে!
তবুও মনে রেখো, এই পৃথিবীতে কেউ একজন আছে যে তোমাকে ভালোবাসতে চেয়েছিল, তুমি অনুমতি দাও নি। তবুও মনে রেখো, কেউ একজন তোমাকে নিজের করে রাখতে চেয়েছিল, তুমি অধিকার দাও নি। আমি না হয় তোমার মনে নাই থাকলাম, তবুও মনে রেখো, আমার সবটা জুড়ে শুধু তুমি ছিলে। মনে রেখো, আমার ভালো মন্দ, হাসিখুশি সব কিছুতে শুধু তুমি জড়িয়ে ছিলে।
তুমি বরং আমাকে ভুলে যেও, তবুও মনে রেখো, আমি তোমাকে এই জীবনে ভুলতে পারবো না। তোমাকে ভুলতে না পারার অভিশাপে অভিশপ্ত আমি। তুমি না হয় আমার সব স্বপ্ন ভেঙ্গে দিলে, তবুও মনে রেখো, আমার একমাত্র স্বপ্ন ছিল তুমি, যেটা আমি যে কোন মূল্যে পূরণ করতে চেয়েছিলাম। মনে রেখো, কেউ একজন ছিল যে তোমাকে আষ্টেপিষ্টে জড়িয়ে রাখতে চেয়েছিল নিজের ভেতর, কিন্তু তুমি অগ্রাহ্য করে দূরে ঠেলে দিয়েছিলে। তুমি নেই, তবুও তুমি আছো। তুমি আছো আমার দীর্ঘশ্বাসে, আমার নির্ঘুম রাতে, আমার হাসিতে, আমার কান্নায়, আমার সবটা জুড়ে শুধু তোমার আনাগোনা। মনে রেখো, তুমি যাকে এত সহজে ভুলে যেতে পেরেছ, সে আজও তোমাকে ভেবে চোখের জল ফেলে। মনে রেখো, যাকে তুমি ভালোবাসতে চাও নি, সে তোমাকে আজও ভালোবেসে যাচ্ছে। তুমি মনে রেখো, যাকে তুমি অবহেলায় ছুঁড়ে ফেলেছ, তার প্রায়োরিটি এর শীর্ষ তালিকায় ছিলে তুমি।
তুমি সবটা মনে রেখো..!😊❤️🩹
S Rup