27/04/2025
নিশ্চয়ই! এখানে তোমার জন্য একটি কাব্য রচনা করলাম:
---
রাতের রূপকথা
চুপচাপ নেমে আসে নীল রাতের ছায়া,
তারা জ্বলে, জোছনারা ছড়ায় মধুর মায়া।
হাওয়ার কলতানে বাজে বিষণ্ন গান,
শূন্যতার বুকে আঁকে অদৃশ্য মানচিত্রের টান।
নিস্তব্ধ গাছে গাছে স্বপ্নেরা জড়ায়,
ঝরা পাতার মতো ক্ষণিকায় হারায়।
আকাশের বুক জুড়ে অনন্তের ডাক,
রাত বলে—"চলো হারাই নিঃশব্দে একাক।