11/07/2024
পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলামের বোন এবং ভগ্নিপতি উভয় বিসিএস ক্যাডার। তার ভিতর একজন পররাষ্ট্র ক্যাডারও নাকি..!!
সবচেয়ে বড় স্ক্যামটা এইখানেও হতে পারে!
বিসিএসের খাতা দেখা, ভাইবা নেওয়া, প্রশ্ন তৈরি করা এই কাজগুলো সিনিয়র টিচার আর পিএসসি’র সদস্যরা করে থাকে। কিন্তু রেজাল্ট তৈরি করা থেকে, মার্কশীটে নাম্বার বসানো, কম্পিউটাররে রেজাল্ট টাইপ করা, ওয়েবসাইটে পাবলিশ করা ইত্যাদি ফাইনাল কাজগুলো অফিসের কর্মকর্তারা করে থাকে। চক্রের হোতাদের অনেকেই যেহুতো স্বয়ং পিএসসিতে চাকরিরত তাহলে এটার কি কোন নিশ্চয়তা আছে যে, প্রিলিতে ৮০ পেয়েছেন কিন্তু কম্পিউটারের দায়িত্বে থাকা ব্যাক্তি ডিজিট পরিবর্তন করে ১২০ বসায় দেন নাই? রিটেনে সব মিলিয়ে ৪০০ পেয়েছেন কিন্তু অফিস পরিচালকরা সেটা টেম্পারিং করে ৫৮০ দিয়ে দেননাই? ভাইভাতে ১০০ পেয়েছে কিন্তু মার্কশীটে ১৫০ বসায় দেন নাই? পিএসসি’র সদস্যরা একজনকে ভাইভাতে যত মার্কস দিয়েছেন, আর অফিসে থাকা কর্মচারীরা তৈরি করা মার্কশীটে তত মার্কসই উল্লেখ রয়েছে কিনা একটা একটা করে এটার সঠিক ক্রসচ্যাক হয়েছে কিনা স্পষ্ট করা দরকার।
কারণ প্রশ্ন আউট করা ছাড়াও এই স্ক্যামে রেজাল্ট টেম্পারিং করা সহজ। তাই মনে হচ্ছে প্রশ্নফাঁস ছাড়াও সবচেয়ে বড় স্ক্যামটা এইখানেও হতে পারে। কারণ দৈনিক ইত্তেফাকের সূত্র অনুযায়ী আবেদ আলি নাকি অলরেডি অনেকের তালিকা দিয়েছেন। তার উপরে আবার পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলামের বোন এবং ভগ্নিপতি উভয় বিসিএস ক্যাডার। তার ভিতর একজন পররাষ্ট্র ক্যাডারও নাকি।
না জানি এতোদিন বিসিএস পরিক্ষার্থীদের সাথে ভেতরে ভেতরে কি হয়েছে আল্লাহ জানে। সঠিক তদন্ত হোক।
-মোহাম্মদ মিরাজ মিয়া