Bipul Sarker বিপুল সরকার

Bipul Sarker বিপুল সরকার Many things in life remain hidden from people's eyes 🖤

01/03/2025

"আহলান সাহলান
খোশ আমদেদ মাহে রমজান"🌙

🤣
16/11/2024

🤣

17/10/2024

"বিপদে পড়েছি যে কতবার তবুও শান্ত থেকেছি নিজেকে এই জিজ্ঞেস করে - পিছনে কত কিছুই তো পার করে এসছি। এই সামান্য ঝড়ে নিজেকে ভেঙে ফেলতে চাই নি এই ভেবে।

নিশ্চয়ই সৃষ্টিকর্তা সেই উত্তম পরিকল্পনাকারী যে তার সৃষ্টি ছেড়ে যাইনি কখনো ;

07/10/2024

“আরব আমার ভারত আমার চীন গো আমার নহে গো পর বিশ্ব জোড়া মুসলিম আমি সারাটি জাহান বেঁধেছি ঘর।”

©আল্লামা ইকবাল।
Allama Iqbal

06/10/2024

বাংলাদেশ ক্রিকেট টিমের আত্মার মাগফেরাত কামনা করছি,

ব্রেণ লেস প্লেয়ার সব! সালারা বুদ্ধি প্রতিবন্ধী 😆

Bangladesh Cricket : The Tigers BD Cricketers & Their Wives

05/10/2024

জীবন বড়ই অদ্ভুত, কখনো কিছুতেই আটকায় না। প্রত্যেকের নিজস্বতা আছে, প্রত্যেকেই তার নিজ জীবনের সাথে একটা স্বৈরাচারী আচারণ করি। সেক্ষেত্র মানুষ মাত্রই স্বৈরাচার।

কতকিছুই তো ঘটে, কত কাজই তো হয় মানুষ কি তার মনের ভিতরের কথাটা কখনো বলতে পেরেছে। কত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে অনেকসময় নিরব ছিলাম তো আমরাই। দাসত্ব আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমরা বরং দাস হয়ে থাকতেই পছন্দ করি, কি হবে? সব বিষয়ে প্রতিবাদ জানিয়ে। প্রভুপাদ শ্রেনী তো লঙ্কার রাবণ আছেই আমাদের ভাগ্য লিখে দেয়ার জন্য। আমরা এসব মেনে নিতে অভ্যস্ত। আমাদের গায়ে লাগে না এসব জটিল বিষয়াদি, যে যেভাবে বুঝিয়ে তার স্বার্থ আদায়ে ব্যস্ত আমরা তাদের স্বার্থ আদায়ের কাঠ-খড় প্রস্তুতে তৈরি আছি।

উপমহাদেশের সবচেয়ে অবহেলিত জাতি বাঙালি মুসলমান । ব্রিটিশ শাসণের পূর্ব হতেই এ জাতি নির্যাতিত প্রাচীণ বাংলার কলকাতার উচ্চ ব্রাহ্মণ্য সমাজের মাধ্যমে। ব্রিটিশ শাসণের বিরুদ্ধে সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রাম এ অঞ্চল থেকেই সংগঠিত হলেও তিতুমীর, হাজী শরীতুল্লাহ সহ কালের মাওলানা ভাসানী, সোহরাওয়ার্দী, ফজলুল হক সহ অনেকের ত্যাগ কে উপেক্ষা করে বাঙালি মুসলমান সমাজকে শাসনের ভাড় তুলে দেয়া হয় সম্পূর্ণ বিপরীত অঞ্চলের হাতে।

মূলত তখন থেকেই আমরা পরাধীন।

03/10/2024

"জীবন হলো ধরে রাখা ও যেতে দেওয়ার মধ্যকার ভারসাম্য ;

02/10/2024

"বেদনা হলো গুপ্তধন,
কারণ তা সমবেদনা ধারণ করে।"

Address

Rangpur

Telephone

+8801755287867

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bipul Sarker বিপুল সরকার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bipul Sarker বিপুল সরকার:

Share

Category