13/04/2024
বিদেশ আসার ক্ষেত্রে বিশেষ করে ইউরোপ যারা আসবেন তাদের জন্য:
🔗 এক চান্সে ভিসার পাওয়ার সম্ভাবনা খুব ই কম।
🔗এডভান্স ছাড়া সিউর কাজ দিবে এমন এজেন্ট পাওয়া দুরুদ বিষয়।
🔗নিজের পকেটের টাকা দিয়ে কোন এজেন্ট পারমিট বের করে দিবে না।
🔗সুপার ফাস্ট কোন প্রসেস নাই যে আপনাকে ২;৪ মাসে ইউরোপে ভিসার করে দিবে।
🔗ভিসা না হলে অবশ্য ই একটা ফিনানশিয়ালি লস গুনতে হবে।
🔗 এক জনের ভিসা আরেক জনের নামে দেয়ার সুযোগ নাই।
🔗 কাজ না জেনে ইউরোপ আসলে কোম্পানিতে কাজ না পাওয়ার সম্ভবনা থাকে। কারন আমাদের নেয়া ফাইলের ৮০% ই অদক্ষ একেবারে কিছুই জানে না।
🔗 ইউরোপের নেশায় সুদে, ধার দেনা করে টাকা লাগিয়ে বিদেশ আসবেন না, কেন না আপনি কবে এই টাকা পরিশোধ করতে পারবেন তা আপ্নি নিজেও জানেন না।
🔗ইউরোপে কারো মধ্যেস্থতা ছাড়া নিজে নিজে আসা যায় যদি স্কিল্ড হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারেন।
🔗এসেই পি আর টি আর পাওয়া যায় এই মনোভাব নিয়ে আসবে না, পি আর সব দেশে পাওয়া যায় না, অনেক কিছু লাগে পি আর নিতে।
🔗মোট কথা ইউরোপ যাত্রা প্রসেস গুলোর আইডিয়া থাকা, জানা, বুঝার পর সিধান্ত নেওয়া। কারন এখানে একেকটা পারমিটের পিছনে অনেক টাকা খরচ, আপনি আবেগে, বন্ধুর ইউরোপের লাইফ স্টাইল দেখে উদ্বুদ্ধ না হয়ে মুল বিষয় গুলো জেনে ফাইল প্রসেস করুন। আপনি ভিসা না পেলেও যেন সব কিছু মেনে নিতে পারেন সেটার মানসিকতা রাখুন।
কপি