Win Bangla Tv

Win Bangla Tv এই এই

ভোলা বাবুর দোকানের সামনের ছবি।। এই বৃষ্টির দিনে ভোলা বাবুর দোকানে কাস্টমার অনেক ভিড়।
16/09/2025

ভোলা বাবুর দোকানের সামনের ছবি।। এই বৃষ্টির দিনে ভোলা বাবুর দোকানে কাস্টমার অনেক ভিড়।

আজকে পঞ্চপুকুরবাজার মরুভূমি পরিণত হয়ে গেছে।।
15/09/2025

আজকে পঞ্চপুকুরবাজার মরুভূমি পরিণত হয়ে গেছে।।

14/09/2025

আজকে আকাশ ভিজে গেছে, মেঘের স্রোত ঝরে,
বৃষ্টির ধারা ছলছল করে, মনটা ভেসে চলে।
আমার কাছে হুজাইফা নাই, দূরে আছে সে,
নানা বাড়ির আঙিনাতে খেলছে নির্ভয়ে।

বৃষ্টির ফোঁটায় মনে পড়ে তার মিষ্টি হাসির ধ্বনি,
তার ছোট্ট ডাকে ভরে যেতো ঘরের প্রতিটি কোণাখানি।
আজ আমি একা ভিজছি শুধু স্মৃতির অশ্রুজলে,
হুজাইফা নেই পাশে আমার, কষ্টে বুক দোলে।

হে প্রিয় ছেলে, ফিরে আসিস একদিন বুকে,
বৃষ্টির সুরে মিলবে তখন ভালোবাসার সুখে।

🎆🎆

গুড মর্নিং
13/09/2025

গুড মর্নিং

So রাত অনেক গভীর হয়েছে এখনো মেঘ পালায় নাই।
12/09/2025

So রাত অনেক গভীর হয়েছে এখনো মেঘ পালায় নাই।

12/09/2025

সেপ্টেম্বরের শুক্রবার🎆🎆

সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়। আকাশে হালকা মেঘ, মাঝে মাঝে রোদ আবার বাতাসে এক ধরনের ঠাণ্ডা ভাব। সেদিনটা ছিল শুক্রবার। ভোরে মসজিদের আজানের সুর ভেসে এল পাড়াময়। মা রান্নাঘরে ভোর থেকেই ব্যস্ত, আর বাবা প্রস্তুতি নিচ্ছিলেন জুমার নামাজের জন্য।

ঘরের উঠানে হুজাইফা খেলছিল। ছোট্ট গাড়ি চালিয়ে সে হাসছিল খুশিতে। মা তাকে ডেকে বললেন,
—“বাবা, আজ তো শুক্রবার, তাই নামাজ শেষে সবাই মিলে ভাত খেতে বসব।”

বাড়ির সবাই যেন ওই শুক্রবারে অন্যরকম আনন্দ খুঁজে পেল। দুপুরে বাবা-মা, ভাই-বোন মিলে একসাথে বসে খাওয়া, তারপর বিকেলে ছাদের ওপরে বসে আকাশ দেখা— সব মিলিয়ে দিনটা ছিল শান্তি আর ভালোবাসায় ভরা।

আকাশে তখন হালকা লাল আভা, পাখিরা ঘরে ফিরছে। সবাই মনে মনে বলল—
“আজকের দিনটা যেন সারাজীবন মনে থাকে, এই সেপ্টেম্বরের শুক্রবার।”

💯💯

এই সেই টাকা। এই টাকার নাম ২০২৫।
11/09/2025

এই সেই টাকা। এই টাকার নাম ২০২৫।

11/09/2025

👇👇👇🍑🍑🍑

হুজাইফার হাসি
লাল গাল, ছোট্ট হাত,
হুজাইফা আসে চমকাত।
তিন বছর বয়স, ছোট্ট পায়,
হেসে খেলতে দিনে-রাতে যায়।

ছোট্ট পায়ের ধ্বনি, গান শোনায়,
মায়ের মুখে হাসির ঢেউ আনায়।
চোখে মিঠাস, মুখে আলো,
হুজাইফা যেন আকাশের নীল আলো।

10/09/2025

👉👉👉

হুজাইফা আমার হৃদয়ের আলো

হুজাইফা, আমার ছেলেটা। সবার কাছে হয়তো সে একটা সাধারণ ছেলে, কিন্তু আমার কাছে সে আমার আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটা। এখন সে থানায় না, নিজের বাড়িতে আছে—তবুও আমার হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা কাজ করে। আমি প্রতিদিন তাকে মিস করি, প্রতিদিন মনে পড়ে যায় তার ছোটবেলার হাঁটা শেখা, কথা শেখা আর নির্দোষ হাসির মুহূর্তগুলো।

যখন হুজাইফা ছোট ছিল, আমি তাকে কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। তার মুখের দিকে তাকালে মনে হতো, এ জীবনটা শুধুই তার জন্যই পাওয়া। একদিন সে প্রথমবার "আব্বু" বলে ডাকল—সেই ডাকের মিষ্টি সুর এখনও কানে বাজে। সময় এগিয়েছে, হুজাইফা বড় হয়েছে, কিন্তু আমার কাছে সে আজও সেই ছোট্ট, সরল, মিষ্টি বাচ্চাটাই।

কখনো সন্ধ্যায়, একা বসে থাকলে আমি হুজাইফার সঙ্গে কাটানো দিনগুলোকে সিনেমার মতো চোখের সামনে ভাসতে দেখি। মনে পড়ে—হুজাইফা বই হাতে বসে আছে, আমি পাশে বসে তাকে পড়াচ্ছি, মাঝে মাঝে সে হেসে বলছে—“আব্বু, একটু খেলব?” আমি তখন পড়াশোনার কঠোরতা ভুলে গিয়ে তার সাথেই খেলায় মেতে উঠতাম।

আজ সে বাড়িতে আছে, দূরে নয়। তবুও কেন জানি মনে হয় আমি তাকে হারিয়ে ফেলেছি। হয়তো এই হারানোটা সময়ের, হয়তো জীবনের ব্যস্ততার। কিন্তু হৃদয়ের গভীরে আমি জানি—হুজাইফা যত দূরেই যাক না কেন, সে আমার আত্মার ভেতরেই আছে।

আমি চাই, একদিন হুজাইফা সব স্বপ্ন পূরণ করুক। সে মানুষ হোক, ভালো হোক, সবার প্রিয় হোক। আমি শুধু একটাই চাই—যত দূরেই থাকি না কেন, সে যেন জানে, তার আব্বু প্রতিদিন তাকে মনে করে, প্রতিদিন তার জন্য দোয়া করে।

হুজাইফা আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প। আমি তাকে মিস করি, কিন্তু সেই মিস করার মাঝেই তাকে ভালোবাসার সবচেয়ে গভীর অনুভূতি খুঁজে পাই।

---

পাশের ফলের দোকান ভোলা বাবুর দোকান ভোলা নামে পরিচিত।
10/09/2025

পাশের ফলের দোকান ভোলা বাবুর দোকান ভোলা নামে পরিচিত।

09/09/2025

সুখে থাক তুমি,, বেশ👉👉

08/09/2025

শীতল কণ্ঠে বললো

Address

Rangpur
Rangpur
5300

Alerts

Be the first to know and let us send you an email when Win Bangla Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category