My News live

My News live সবার আগে
সত্য জানতে
চোখ রাখুন
MY NEWS LIVE

গোপালগঞ্জে বাড়লো কারফিউর সময়, শুক্রবার তিন ঘণ্টা বিরতি
17/07/2025

গোপালগঞ্জে বাড়লো কারফিউর সময়, শুক্রবার তিন ঘণ্টা বিরতি

নিকটাত্মীয় ছাড়াও ভাতিজা-ভাগনের অঙ্গ নিয়ে দেশেই প্রতিস্থাপন করা যাবে প্রতিস্থাপনের ক্ষেত্রে আগে কেবল নিকটাত্মীয়র (ভাই, বো...
17/07/2025

নিকটাত্মীয় ছাড়াও ভাতিজা-ভাগনের অঙ্গ নিয়ে দেশেই প্রতিস্থাপন করা যাবে

প্রতিস্থাপনের ক্ষেত্রে আগে কেবল নিকটাত্মীয়র (ভাই, বোন, বাবা, সন্তান) থেকে অঙ্গ নেওয়া গেলেও এখন থেকে তা ভাতিজা কিংবা ভাগনের থেকেও নেওয়া যাবে। পরিধি বাড়িয়ে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি অধ্যাদেশের খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

পরিষদের বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন সংক্রান্ত অধ্যাদেশ-২০২৫’ এর খসড়া অনুমোদন পেয়েছে। হালনাগাদ আইনে অঙ্গপ্রত্যঙ্গ দানের পরিধি যেমন বেড়েছে, তেমনি দেশের ভেতরেই বৈধভাবে অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ সৃষ্টি হয়েছে। এ ছাড়া, মৃত্যুর পর চিকিৎসার কল্যাণে দেহ দানের নিয়মনীতিতেও পরিবর্তন এসেছে।

নতুন আইনের ফলে কারা অঙ্গ দান করতে পারবেন— এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বিষয়টি আইনে বিস্তারিত দেওয়া আছে। আগে ভাতিজা-ভাগনেরা দিতে পারতেন না, এখানে তাদেরও যুক্ত করা হচ্ছে। এ ছাড়া, কিডনি প্রতিস্থাপনের জন্য অবৈধভাবে কাউকে বিদেশেও নিতে হবে না। দেশের হাসপাতালগুলো এ সেবা দিতে পারবে।

প্রেস সচিব বলেন, কিডনি প্রতিস্থাপন, কর্নিয়া সংযোজন হলে অন্ধত্ব দূর করা যায়। এ সংক্রান্ত আইন অনেক দিন ধরে হালনাগাদ হয়নি, যা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অঙ্গ প্রতিস্থাপন নিয়ে কাজ করা হাসপাতাল ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে। এ সংক্রান্ত আন্তর্জাতিক আইনও দেখা হয়েছে। সে অনুযায়ী নতুন অধ্যাদেশ হয়েছে।

প্রেস সচিব বলেন, অনেকে দেহ দান করে যাবে কেউ দেহ দান করলে অঙ্গগুলো আইনগতভাবে ব্যবহার করা যাবে। এ বিষয়গুলো আইনে আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আইনের কপি নেওয়া যাবে।

14/07/2025

ষড়যন্ত্রমূলক মি'থ্যা মা'ম'লা দিয়ে হয়রানি, ভাং চু র ও লু'ট'পা'ট এর অভিযোগ তুলে প্রতিবেশী নুরুর বিরুদ্ধে
সাংবাদিক সম্মেলন

09/07/2025

মেজর পরিচয়ে সাংবাদিক'কে গালিগালাজ - ১৫ দিন পর জানাগেলো তিনি ভূয়া মেজর;স্থানীয়দের হাতে আটক

07/07/2025

জোর করে জমি দ'খ'লে'র চেষ্টা ; র'ক্ত'ক্ষ'য়ী সং/ঘ/র্ষ

03/07/2025

পাটগ্রাম থানায় হামলা নতুন মোড় ; ঘটনার নেপথ্যে চাঁ/দা/বা/জি

30/06/2025

নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুলে ফল উৎসব উদযাপিত

29/06/2025

মি*থ্যা তথ্যা দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

📢 হারানো বিজ্ঞপ্তিআজ দুপুর আনুমানিক তিনটার দিকে ডালিয়া ব্রিজ এলাকা থেকে বড়খাতা, মিলনবাজার, হাতীবান্ধা অঞ্চলে ঘোরাফেরার...
28/06/2025

📢 হারানো বিজ্ঞপ্তি

আজ দুপুর আনুমানিক তিনটার দিকে ডালিয়া ব্রিজ এলাকা থেকে বড়খাতা, মিলনবাজার, হাতীবান্ধা অঞ্চলে ঘোরাফেরার সময় মোঃ মাসুদ রানা নামক এক ব্যক্তি তার মানিব্যাগ হারিয়ে ফেলেছেন।

হারিয়ে যাওয়া মানিব্যাগের ভিতরে ছিল –
🔹 আনুমানিক ৬০০ টাকা
🔹 বাংলাদেশ জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড)
🔹 ওয়ালটন কিস্তির একটি ক্রেতা কার্ড

যেহেতু তিনি একজন প্রবাসী সে ক্ষেত্রে তার প্রেবাস যাওয়ার ক্ষেত্রে জন্য স্মার্ট কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ

যদি কেউ মানিব্যাগটি পেয়ে থাকেন বা কোন তথ্য পান, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করুন:

মোঃ মাসুদ রানা
০১৬১১-৪৬৪২৪৮

28/06/2025

বিএনপির নাম ভাঙ্গিয়ে জমি দখলের চেষ্টা; প্রতিবাদে সংবাদ সম্মেলন

28/06/2025

তিন হাজারের বেশী মানুষের শেষ বিদায়ের নিঃস্বার্থ সাথী, ‘শেষ ঠিকানার কারিগর’ নামে খ্যাত মনু মিয়া আর নেই

উপবৃত্তির নামে চাওয়া হচ্ছে পিন-ওটিপি, সতর্ক করল শিক্ষা সহায়তা ট্রাস্টউপবৃত্তির টাকা দেওয়ার নাম করে শিক্ষার্থী ও অভিভাবক...
25/06/2025

উপবৃত্তির নামে চাওয়া হচ্ছে পিন-ওটিপি, সতর্ক করল শিক্ষা সহায়তা ট্রাস্ট

উপবৃত্তির টাকা দেওয়ার নাম করে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অ্যাকাউন্ট নম্বর, পিন এবং ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) চেয়ে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। বিষয়টি সামনে আসার পর শিক্ষার্থীদের সচেতন করতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

ট্রাস্টের স্কিম পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আসাদুল হক জানান, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর ২০২৪ এবং জানুয়ারি-জুন ২০২৫ মেয়াদের উপবৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম চলছে। এর মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে ফোন করে বা মেসেজ পাঠিয়ে প্রতারকচক্র অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে পিন ও ওটিপি চাইছে। অথচ এসব তথ্য একান্তই ব্যক্তিগত এবং সেগুলো কাউকে জানানো মানেই আর্থিক ঝুঁকির মুখে পড়া।

সেজন্য, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যেন কোনো শিক্ষার্থী বা অভিভাবক অ্যাকাউন্ট নম্বর, পিন নম্বর কিংবা ওটিপি কারো সঙ্গে—বিশেষ করে অপরিচিত কারও সঙ্গে—শেয়ার না করেন। কারণ, এই তথ্য দিয়ে প্রতারকরা সহজেই অ্যাকাউন্টে থাকা উপবৃত্তির টাকা তুলে নিতে পারে।এবিষয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে৷ যেখানো বলা হয়েছে, উপবৃত্তির অর্থ সরাসরি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে প্রাপকের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। এই প্রক্রিয়ায় কোথাও কোনো ব্যক্তিগত তথ্য দেওয়ার প্রয়োজন নেই। কেউ যদি ফোন করে নিজেকে ট্রাস্টের প্রতিনিধি দাবি করে পিন বা ওটিপি জানতে চায়, তাহলে বুঝতে হবে এটি একটি প্রতারণার চেষ্টা। এ ধরনের ফোন কল বা মেসেজ এলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট নম্বর সংরক্ষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে বলা হয়েছে।

একইসঙ্গে প্রতারণা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, এ বিষয়ে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হতে বারবার আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের সন্দেহজনক বার্তা বা ফোন পেলে ট্রাস্টের হটলাইন ০২-৫৫০০২০৯৩ নম্বরে অথবা [email protected] ঠিকানায় অভিযোগ জানাতেও বলা হয়েছে।

Address

Rangpur

Telephone

+8801743300441

Website

Alerts

Be the first to know and let us send you an email when My News live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to My News live:

Share