Asray Foundation

Asray Foundation গরিব অসহায় মানুষে কে নিয়ে কাজ করি।।।

  Sudha Devi
01/08/2025

Sudha Devi

01/08/2025

আজ পবিত্র জুম্মন দিন,,,

৷৷৷ ইয়া মুকাল্লিবাল কুলুব,,
সাব্বিত কলবি আলা দীনিক।।।।

31/07/2025
29/07/2025

মাইলস্টোন স্কুলেরএই জায়গায় বিমান ক্রাশ হয়েছিল।।।

25/07/2025
কোনটা সঠিক বানান?
25/07/2025

কোনটা সঠিক বানান?

24/07/2025

ফলো দিন,ফলো নিন

21/07/2025

# # # # # # #

Copy Post,,,প্রচলিত স্কুলের শিক্ষা ধনী হওয়ার পথে অন্তরায়। এমনকি, স্কুলে যে শিক্ষকদের সংস্পর্শে শিক্ষার্থীরা বড় হয়ে ওঠে, ...
21/07/2025

Copy Post,,,প্রচলিত স্কুলের শিক্ষা ধনী হওয়ার পথে অন্তরায়। এমনকি, স্কুলে যে শিক্ষকদের সংস্পর্শে শিক্ষার্থীরা বড় হয়ে ওঠে, তারা অনেক সময় দরিদ্র বা সংকীর্ণ মানসিকতার হয়ে থাকেন। রবার্ট কিয়োসাকি বিশ্ব বিখ্যাত বই রিচ ড্যাড পুওর ড্যাডের লেখক। তার এই মন্তব্য প্রথমে কঠিন মনে হতে পারে, তবে বাস্তবতার আলোকে এর সত্যতা আছে বৈকি।

তার মতে, স্কুলে সফলতার জন্য প্রয়োজনীয় কোনো দক্ষতা শেখানো হয় না। বরং, ভুল করলেই শাস্তি পেতে হয়। এটি শিশুদের ছোটবেলা থেকেই ঝুঁকি নিতে ভয় পাইয়ে দেয়। স্কুলের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় ঝুঁকিমুক্ত একটি চাকরি যোগাড় করা। শিক্ষকরাও প্রায়শই একই মানসিকতা পোষণ করেন—তারা নিজেরাই ঝুঁকি নেন না এবং নিরাপদ বেতনের ওপর নির্ভর করে জীবন চালান।

ফলস্বরূপ, শিক্ষার্থীরা জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় এই শিক্ষকদের অধীনে কাটিয়ে দেয় এবং অর্থ উপার্জন বা বিনিয়োগের ব্যাপারে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। উদ্যোক্তা হয়ে বড় কিছু করার বদলে, তারা নিরাপদ চাকরি খুঁজে জীবন কাটাতে চায়।

এই মানসিকতা এবং শিক্ষার সীমাবদ্ধতা আমাদের এমন এক বাস্তবতায় নিয়ে যায়, যেখানে দরিদ্রতা মেনে নিয়ে, দৈনন্দিন জীবনকে কোনোভাবে চালিয়ে নেওয়ার জন্য চাকরী করাই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়।

এটা মানব জীবনের অপমান আসলে। অসীম সম্ভাবনাকে নষ্ট করা।

Collected

একটু ফলো,,লাইক কমেন্ট শেয়ার দিন।।।
20/07/2025

একটু ফলো,,লাইক কমেন্ট শেয়ার দিন।।।

🔴 কাঠের হিসাব কিভাবে করতে হয় এবং চেরাই কাঠ ও গোল কাঠ হিসাবের সহজ পদ্ধতিঃ-✅ কাঠের হিসাব:কাঠের হিসাব করা অনেক সহজ। কাঠ মাপ...
26/11/2024

🔴 কাঠের হিসাব কিভাবে করতে হয় এবং চেরাই কাঠ ও গোল কাঠ হিসাবের সহজ পদ্ধতিঃ-
✅ কাঠের হিসাব:
কাঠের হিসাব করা অনেক সহজ। কাঠ মাপার হিসাবকে অনেকে কঠিন মনে করে। কিন্ত কাঠ মাপার হিসাব একদম সহজ। শুধু কয়েকটি কথা মনে রাখলেই চলবে।
আপনি যদি কাঠের মাপ না জানেন তাহলে কাঠ ব্যবসায়ী আপনাকে ভুলভাল হিসাব দিয়ে আপার থেকে বেশি টাকা নিয়ে নিতে পারে। অনেক কাঠ ব্যবসায়ী এরকমটা করে থাকে।

ব্যবসায়ীরা এই চিটিং সহজেই করতে পারে, কারণ বেশিরভাগ মানুষ কাঠের হিসাব করতে পারেনা। তাই কাঠ ব্যবসায়ী যত কিউবিক ফিট (কেবি) বলে, মানুষ বিশ্বাস করে তত কিউবিক ফিট (কেবি) টাকা দিয়ে আসে।

ব্যবসায়ীরা সাধারণ মানুষের এই অজ্ঞতাকে কাজে লাগিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। আপনি যদি একটু সচেতন হতেন তাহলে আপনার থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতে পারত না।

জেনে নিন কীভাবে চেরাই কাঠ ও গোল কাঠের হিসাব করতে হয়।

✅চেরাই কাঠের মাপ:
চেরাই কাঠ পরিমাপ করা একদম সহজ। আপনি দুইটি সূত্র মুখস্ত রাখতে পারলেই চেরাই কাঠ ও গোল কাঠের হিসাব করতে পারবেন।

চেরাই কাঠ পরিমাপের জন্য একটি সূত্র এবং গোল কাঠ পরিমাপ করার জন্য একটি সূত্র।

নিম্নের ১ম ছবিটি লক্ষ্য করুন এবং বুঝার চেষ্টা করুন। এখানে দৈর্ঘ্য ১০০ ফিট, প্রস্থ ১৪ ইঞ্চি এবং উচ্চতা বা পুরত্ব ২ ইঞ্চি রয়েছে। এখন সবগুলোকে গুণ করে ১৪৪ দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে এখানে কত কিউবিক ফুট বা ঘন ফুট কাঠ রয়েছে। এখন আসুন বাস্তবে হিসেব করে দেখি এখানে কতটুকু কাঠ রয়েছে।

(একটি জিনিস সব সময় মনে রাখতে হবে, দৈর্ঘ্য হবে ফুটে এবং প্রস্থ ও উচ্চতা বা পুরত্ব হবে ইঞ্চিতে, না হয় হিসেব মিলবে না।)

সূত্র: (দৈর্ঘ্য × প্রস্থ × পুরত্ব ) ÷ ১৪৪
= কিউবিক ফিট বা কেবি
সূত্রমতে (দৈর্ঘ্য ১০০ ফুট × প্রস্থ ১৪ ইঞ্চি × পুরত্ব ২ ইঞ্চি ) ÷ ১৪৪
= (১০০ × ১৪ × ২) ÷ ১৪৪
= ২৮০০ ÷ ১৪৪

২৮০০ কে ১৪৪ দিয়ে ভাগ করলে হয় ১৯.৪৪ কিউবিক ফিট বা কেবি প্রায়।
অর্থাৎ ১৯.৪৪ কিউবিক ফিট বা কেবি কাঠ রয়েছে এখানে।

✅গোল কাঠের হিসাব:
নিম্নে ২য় ছবিটি লক্ষ্য করুন এবং বুঝার চেষ্টা করুন।
এখানেও একটি জিনিসি মনে রাখতে হবে, দৈর্ঘ্য হবে ফুটে এবং গোল বেড় হবে ইঞ্চিতে।
সূত্র: ( দৈর্ঘ্য × গোলবেড়ি × গোলবেড়ি) ÷ ২৩০৪ = কিউবিক ফিট বা কেবি
সূত্রমতে: (দৈর্ঘ্য ৪০ ফুট × ২০ ইঞ্চি × ২০ ইঞ্চি) ÷ ২৩০৪
বা ( ৪০ × ২০ × ২০ ) ÷ ২৩০৪
বা ১৬,০০০ ÷ ২৩০৪
এবার ১৬,০০০ কে ২৩০৪ দিয়ে ভাগ করলে হয় ৬.৯৪ ।
অর্থাৎ ৬.৯৪ কিউবিক ফিট বা কেবি কাঠ আছে

বি:দ্র: গাছ যদি একদিকে মোটা ও অপরদিকে চিকন হয় তাহলে মাঝামাঝি গোলবেড়ির মাপ নিতে হবে বা মোটা অংশে একটি মাপ, মাঝে একটি মাপ এবং চিকন অংশে একটি মাপ নিয়ে গড় করতে হবে।

যেমন: মোটা অংশ ৪০ ইঞ্চি, মাঝে ২০ ইঞ্চি এবং চিকন অংশ ১৪ ইঞ্চি মোট ৭৪ ইঞ্চি। অর্থাৎ ৪০+২০+১৪ = ৭৪ ইঞ্চি। এই ৭৪ ইঞ্চিকে ৩ দিয়ে ভাগ করে গড় বেড় করলে হবে ২৪.৬৭ ইঞ্চি।

Collected image and Info
#

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asray Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share