31/05/2025
আসন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক (A World of Three Zeros বা তিন শূণ্য তত্ব)
➡️ থ্রি জিরো হলো - (i) শূণ্য দারিদ্র্য ( Zero Poverty), (ii) শূণ্য বেকারত্ব (Zero Unemployment), (iii) শূণ্য নিট কার্বন নির্গমন ( Zero Net Carbon Emission)
°° থ্রি জিরো তত্ত্বের প্রবক্তা - ড. মুহাম্মদ ইউনূস।
°° জাতিসংঘের কত তম আসনে ইউনূস থ্রি জিরো সম্পর্কে বক্তব্য দেন - ৭৯ তম (২৭ সেপ্টেম্বর, ২০২৪)।
°° কপ এর কত তম সম্মেলনে ডা. ইউনূস থ্রি জিরো তত্ত্ব তুলে ধরেন - ২৯ তম (১৩ নভেম্বর, ২০২৪)।
°° বিশ্বজুড়ে থ্রি জিরো ক্লাব রয়েছে - প্রায় ৪৬০০ টি।
এই টপিক টা এমসিকিউ, লিখিত সহ মৌখিক পরিক্ষার জন্যও অধিক গুরুত্বপূর্ণ, তাই সেইভ করে রাখতে পারেন।