Mahabur Vlogs

Mahabur Vlogs Scriptwriter

এসএসসি পরীক্ষার্থীদের সকলকে আমার পক্ষ থেকে শুভ কামনা!শুরু হচ্ছে আবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়, এসএসসি পরীক্ষা। এ...
15/02/2024

এসএসসি পরীক্ষার্থীদের সকলকে আমার পক্ষ থেকে শুভ কামনা!

শুরু হচ্ছে আবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়, এসএসসি পরীক্ষা। এই পরীক্ষার মুখ্য লক্ষ্য হলো শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেওয়া, তাদের শেখানো বিষয়গুলির মধ্যে দক্ষতা নিশ্চিত করা। তবে, এই পরীক্ষা যেভাবে একটি শিক্ষার পথ অতিক্রম করায়, তা কেবল একটি মানুষের বা তার পরিবারের জীবন নিয়ে নয়, তার সমাজের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া ছাত্র-ছাত্রীদের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা। এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঙ্গীতময়। এই মুহূর্তে আপনাদের যেসব স্বপ্ন, উদ্দেশ্য আছে, তা অর্জন করার জন্য নিজেকে প্রস্তুত করুন এবং বিশ্বাস রাখুন। যেকোনো ধরনের সমস্যা বা প্রতিকূলতা সামনে আসলে অত্যন্ত দক্ষতা, পরিশ্রম এবং নিঃসঙ্গ মনে রাখুন।

পরীক্ষায় সফল হওয়া নিশ্চিত করতে নিজের উদ্যোগ, সঠিক প্রস্তুতি এবং নিবেদিত পরিশ্রম অত্যন্ত প্রয়োজন। পরীক্ষার সময়ে নিজেকে নিয়ন্ত্রিত রাখা এবং প্রতিটি প্রশ্নে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর লিখা গুরুত্বপূর্ণ।

এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের প্রতি সমাজের প্রতিরক্ষা ও আশির্বাদ রয়েছে। তাদের সফলতায় সমাজের আশা ও আশির্বাদের অংশ হতে হবে। আমরা শুভেচ্ছা জানাচ্ছি সকল পরীক্ষার্থীদের, তাদের উদ্যোগ, প্রতিশ্রুতি এবং পরিশ্রম সাফল্যে পরিণত হোক।

এসএসসি পরীক্ষার সফলতা আপনাদের ভবিষ্যতে আরো একটি উত্তরপ্রদ দিক উন্নয়ন করবে এবং সমাজের প্রগতির মাধ্যমে সমর্থ করবে।

Mahabur Vlogs Ruhul Amln Bulu Mahabur R. Leone

বসন্ত যে এসে গেছে,  ফুলের মেলা বনে উঠেছে।  শিশিরের প্রজাপতি ফুটে,  মনের রঙিন স্বপ্ন জাগে।  মাধুরী আসে, প্রেমের বাণী,  মন...
14/02/2024

বসন্ত যে এসে গেছে,
ফুলের মেলা বনে উঠেছে।
শিশিরের প্রজাপতি ফুটে,
মনের রঙিন স্বপ্ন জাগে।
মাধুরী আসে, প্রেমের বাণী,
মন হয় যেন বনের রাণী।
পৃথিবী রঙিন হলো সব দিকে,
সুখের মেলা বসন্ত নিয়ে এসেছে।

লেখক : Mahabur Vlogs
ছবি : নাজনিন আপু

জাতীয় সংসদের অধিবেশনে তিন তারকা একসাথে।❣️  |   |   |
13/02/2024

জাতীয় সংসদের অধিবেশনে তিন তারকা একসাথে।❣️

| | |

06/01/2024

অধিক প্রত্যাশা কমিয়ে দিন,
দেখবেন, শান্তি অনায়াসেই ধরা দিবে।

লেখা: মারিয়াম চাঁদনী আপু🥰

আপনি যে ফুল প্রেমি তার প্রমাণ দেন..!! 💥🥰
05/01/2024

আপনি যে ফুল প্রেমি তার প্রমাণ দেন..!! 💥🥰

রিয়েল লাইফের IPS মনোজ কুমার শর্মা এবং ডেপুটি কালেক্টর শ্রদ্ধা..IPS মনোজ কুমারের একটি অনুপ্রেরণামূলক গল্প।তার সাফল্যের পে...
04/01/2024

রিয়েল লাইফের IPS মনোজ কুমার শর্মা এবং ডেপুটি কালেক্টর শ্রদ্ধা..

IPS মনোজ কুমারের একটি অনুপ্রেরণামূলক গল্প।তার সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম এবং কষ্ট। হতাশাগ্রস্থ না হয়ে কিভাবে সফল হওয়া যায় তার একটি দুর্দান্ত উদাহরণ হল এই IPS মনোজ কুমার।

বিক্রান্ত ম্যাসি ও মেধা শঙ্কর অভিনীত 12th Fail সিনেমাটির ডিজিটাল প্রিন্ট রিলিজ হওয়ার পরপরই সর্বত্রই প্রসংশার জোয়ারে ভাসতেছে। নিঃসন্দেহে এটি ২০২৩ সালের সেরা সিনেমা 💞

আমার রেটিং - 9.7 Out Of 10 ।

Address

Sundorgonj
Rangpur
GAIBANDHA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahabur Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share