31/07/2025
এক সময়ের জিম্বাবুয়ের প্রতিভাবান কিশোর হ্যামিল্টন মাসাকাদজা, যার চোখে ছিল স্বপ্ন আর হাতে ছিল ব্যাট। ২০০১ সালে যখন তিনি মাত্র ১৭ বছর বয়সে টেস্ট অভিষেক করলেন, তখনই ইতিহাসের পাতায় নাম লিখে ফেললেন। কারণ, তিনিই প্রথম আফ্রিকান ব্যক্তি যিনি টেস্ট অভিষেকে সেঞ্চুরি করলেন স্কুলে পড়া অবস্থায়!
হ্যামিল্টনের ব্যাটিং ছিল পরিণত, পরিপাটি আর ধৈর্যশীল—যা তার দেশের ব্যাটিং লাইনে এনে দিত ভরসা। রাজনৈতিক টালমাটালে জর্জরিত জিম্বাবুয়ে যখন ক্রিকেট থেকে পিছিয়ে পড়ছিল, তখনও মাসাকাদজা ছিলেন এক নির্ভরতার প্রতীক। তিনি ছিলেন এমন এক ব্যাটার, যিনি বিশ্বমানের বোলারদেরও ঠান্ডা মাথায় সামলে দিতে পারতেন।
তার ইনিংসগুলো যেন গল্প বলতো—কখনও হত সংগ্রামের, কখনও সাহসিকতার, আবার কখনও নিঃসঙ্গ লড়াইয়ের। জিম্বাবুয়ের অনেক হারানো ম্যাচেই মাসাকাদজার ব্যাটে দেখা মিলত প্রতিরোধের আগুন।
সাবেক এই অধিনায়ক খেলোয়াড় হিসেবে যেমন নিঃসঙ্গতা ও সংগ্রামের প্রতিচ্ছবি, তেমনি নেতৃত্বেও ছিলেন সাহসী ও স্থির। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছরের বেশি সময় খেলে তিনি জিম্বাবুয়েতে হয়ে উঠেছিলেন ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি।
আজও, যখন কেউ বলে হ্যামিল্টন মাসাকাদজা, তখনই মনে পড়ে যায় এক ব্যাটসম্যানের গল্প—যিনি ভাঙাচোরা দেশেও তুলে ধরেছিলেন ক্রিকেটের সম্মান আর একাকী দাঁড়িয়ে ছিলেন হাজারো ঝড়ের বিপরীতে।
জিম্বাবুয়ের সাবেক ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা কে জন্মদিনের শুভেচ্ছা। 🎂