উত্তরের খবর

উত্তরের খবর উত্তর জনপদের যেকোন আপডেট খবর পেতে আমা?

13/05/2025

কাউনিয়ায় বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু।

08/05/2025

রংপুর জেলার কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রি কলেজ পরিক্ষা কেন্দ্রে নকলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা এবং ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। রংপুর জেলার কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রি কলেজে পরীক্ষা চলাকালীন হল রুমে শিক্ষক ও পরীক্ষার্থীদের হাতে মোবাইল, রুমে ও টয়লেটে নকলের ছড়াছড়ি।গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রে যায় সাংবাদিকেরা। এ সময় নকলের ভিডিও ধারণ করায় ৫ সাংবাদিককে মারধর ও ক্যামেরা ভাঙচুর করে কলেজ অধ্যক্ষের হুকুমে শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষকেরা।

28/02/2025

রংপুরের কাউনিয়ায় মাত্র ১৫০ টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ৪ বছরের শিশু দোলা মনিকে হত্যা। ৪১ দিন পর মরদেহ উদ্ধার। গ্রেফতার হয়েছে ৩ জন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রয়েছে আরো তিনজন।

বিস্তারিত আসছে :

31/01/2025

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলার পলাতক আসামী সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামানকে বৃহঃবার (৩০ জানুয়ারী) রাতে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ পোস্ট অফিস সংলগ্ন গলির ভিতর তার ভাগিনার বাসা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার শারীরিক পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল থেকে বের হওয়ার সময় বিক্ষুব্ধ সাধারণ জনতা ও শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে এবং বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়।

#আজকেরখবর, #সংবাদ, #বদরগন্জ, #সারাদেশ, #দেশ, #গঙ্গাচড়া, #অনলাইন, , , , , ,

28/01/2025

রংপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

রংপুরের বদরগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ সময় অপর আসামী শশুরকে খালাস প্রদান করেছেন আদালত।

মঙ্গলবার রংপুরের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির এই আদেশ দেন। এ ছাড়াও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। এ সময় আসামী পলাতক থাকায় পিতার উপস্থিতিতে পলাতক আসামী ওসমান আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানারও আদেশ দেন আদালত।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর আফতাব উদ্দিন জানান, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর বারোবিঘা গ্রামের শহিদুল হকের পুত্র ওসমান আলীর সাথে ১০ বছর পূর্বে বিয়ে হয়, পার্শ্ববর্তী গ্রামের আমজাদ হোসেনের কন্যা মন্জুয়ারা খাতুনের। পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধের একপর্যায় ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর রাতে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করে স্বামী।

এঘটনায় মনজুয়ারা খাতুনের পিতা আমজাদ আলী মামলা করলে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় দেন। পিপি আরও জানান, আদালতের এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই রায় বাস্তবায়ন চান তিনি।

#সংবাদ, #সংগঠন, #সংক্ষিপ্তツ, #খবর, #খবরআজকের, #আজকেরখবর, #সারাদেশ, #বদরগন্জ, #গঙ্গাচড়া, #অনলাইন, #দেশ, , ,

একটু খেয়াল করুন।
11/01/2025

একটু খেয়াল করুন।

04/01/2025

গভীর রাতে রংপুর নগরীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এভাবেই অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্তু কম্বল বিতরণ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ।

31/12/2024

রংপুরে থার্টিফার্স্ট নাইটকে ঘিরে গতরাত থেকে চলছে র‍্যাবের টহল। র‍্যাব-১৩'র পক্ষ থেকে আতশবাজি ফোটানো, ফানুস উৎসব ও উচ্চশব্দে লাউড স্পিকার বাজানো থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে আতশবাজি ফোটানো, ফানুস উড়ানো, উচ্চশব্দে লাউড স্পিকার বাজানো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। শব্দ দূষণে হৃদরোগসহ অনেক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, মানুষ এর পাশাপাশি পশু পাখি ও মারা যায়।

এ বিষয়ে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেছেন, থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে আতশবাজি ফোটালে জেল এবং জরিমানা দুটোই হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।
থার্টি ফার্স্ট নাইট ঘিরে পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট নামানো হচ্ছে জানিয়ে তপন কুমার বিশ্বাস বলেন, দিনে এবং রাতে অভিযান চালানো হবে। আতশবাজি ও পটকা ফোটাতে দেয়া হবে না। আতশবাজি ফোটালে এক মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।

একই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, সারা বিশ্বে আতশবাজি একটি নির্দিষ্ট স্থানে উদযাপন করা হয়। অথচ বাংলাদেশে যত্রতত্র হয়। সেই কারণেই এবার বন্ধ করা হয়েছে।

র‍্যাব-১৩ রংপুর এর অধিনায়ক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী, পিএসসি, জিডি (পি) বলেন, পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে র‍্যাব। কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য র‍্যাব-১৩'র আওতাধীন এলাকায় কঠোর নজরদারিতে রয়েছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

19/12/2024

আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণে কোন বাধা নেই বলে জানালেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি ১৯ ডিসেম্বর দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত নির্বাচন সংস্কার বিষয়ে মত বিনিময় সভা শেষে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

, , #সংবাদ, #সংগঠন, #নিউজ, #ধরলারবানী, #গঙ্গাচড়ানিউজ, #বাংলাদেশ, #খবর,

Address

Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when উত্তরের খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উত্তরের খবর:

Share