𝐁𝐃 𝐙𝐮𝐥𝐟𝐢𝐤𝐚𝐫

𝐁𝐃 𝐙𝐮𝐥𝐟𝐢𝐤𝐚𝐫 আসসালামু আলাইকুম
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

07/04/2025

ফি*লি*স্তিনে ইস*রায়*লের গ*নহ*ত্যার প্রতিবাদে রংপুর সদর উপজেলা পাগলাপীরে বাদ যোহর নামাজ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।🇵🇸🇧🇩🇵🇸🇧🇩
গা*জা নাম কখনোই মুছবে না ইনশাআল্লাহ কোন একদিন ঘুম থেকে উঠে দেখব ফি*লি*স্তিন স্বাধীন ইনশাআল্লাহ।
🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇧🇩🇧🇩🇧🇩🇵🇸🇵🇸🇵🇸🇵🇸

24/03/2025

রংপুর বিভাগে আলুর ফলন ভালো হয়েছে কিন্তু দাম কম থাকায় সবাই হিমাগারে আলু রাখতাছে কিন্তু হিমাগারে যায়গা নাই আলুর গাড়ি লাইন ধরে দাড়িয়ে আছে প্রায় ২ কিলোমিটার রাস্তা আলুর গাড়ি।

20/03/2025

অটোমেটিক লোড অন অফ কানেকশন।

🚦 অটোমেটিক লোড অন অফ কানেকশন: বিদ্যুৎ ব্যবস্থার নতুন যুগ! 🚦

এই ভিডিওতে আপনারা শিখবেন কিভাবে অটোমেটিক লোড অন অফ কানেকশনের মাধ্যমে ইলেকট্রিক সঞ্চালনকে সহজ ও কার্যকরী স্টইলে ব্যবহার করা যায়। প্রত্যেকটি বাড়িতে এবং শিল্পাঞ্চলে এই প্রযুক্তি ব্যবহারে কার্যকর ফলাফল পাওয়া যাবে। স্মার্ট সিস্টেম ব্যবহার করে আপনি আপনার বিদ্যুৎ ব্যয় ও গ্রিডের চাপকে কমাতে পারবেন। 🔌💡

ভিডিওতে দেখানো হচ্ছে বেসিক কনফিগারেশন থেকে শুরু করে এ প্রযুক্তির উন্নত উপায়। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি আমাদের পরবর্তী ইলেকট্রিক গাইডগুলো হাতের কাছে পান!

16/03/2025

উত্তর অঞ্চলে আলুর বাম্পার ফলন💝

12/03/2025

আল্লাহ আপনার রহমতের আশার অপেক্ষায় রইলাম❤️💝

02/03/2025

ইফতারের দোয়াঃ

بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিজের মাধ্যমে ইফতার করছি। (মুআজ ইবনে জাহরা থেকে বর্ণিত, আবু দাউদ, হাদিস : ২৩৫৮)

02/03/2025

রোজার রাখার নিয়তঃ

আরবি নিয়ত

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

বাংলা উচ্চারণ : নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

অর্থ : হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

13/02/2025

রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলা ২০২৫

07/02/2025

তার শিবিরে আশার জীবন❤️
MD Zulfikar Islam Sajeeb

Address

Rangpur Sador, Horidevpur Adorshopara
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when 𝐁𝐃 𝐙𝐮𝐥𝐟𝐢𝐤𝐚𝐫 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 𝐁𝐃 𝐙𝐮𝐥𝐟𝐢𝐤𝐚𝐫:

Share