
05/01/2025
❤️❤️
গত ২ বছরে যেন ২ যুগের ভালোবাসা এবং সুন্দর স্মৃতি দিয়েছো তুমি। তোমাকে ঘিরে থাকা ব্যস্ততায় প্রতিটি দিন এতো বেশি আনন্দময় হয়ে উঠেছে গত ২ বছর, যা ভাবতে গেলে সত্যি ২ যুগ পার করে দেওয়া যাবে।
আল্লাহর রহমতে তোমার প্রায় সকল ধরণের এক্টিভিটিই পূর্ণতা পেয়েছে ২ বছরে।
তুমি প্রায় ৫০+ বাংলা-ইংরেজি ছড়া, গান, কবিতা, বর্ণমালা, আরবি হরফ, সূরা পারো।
প্রতিটি মূহুর্ত, প্রতিটি কাজ, প্রতিটি অনুভূতির বর্ণনা করতে পারো।
দুই পরিবারের সবাইকে, নিকটাত্মীয় এবং ঘনিষ্ঠ সম্পর্কের সবাইকেই মনে রাখতে পারো এবং ঘটে যাওয়া সকল স্মৃতিই রোমন্থন করতে পারো।
যত বড় বাক্য বা কঠিন শব্দই হোক, একবার শুনেই তুমি বলতে পারো।
এরকম সকল এক্টিভিটিই আমাদের প্রতি মুহুর্তে অনেক আনন্দ ও সুখ দেয়। তোমাকে পেয়ে আমরা অনেক ধন্য। আলহামদুলিল্লাহ।
আল্লাহ তোমাকে সব সময় সুস্থ রাখুন এবং নেক-দীর্ঘ হায়াত দান করুন।
🎉 শুভ জন্মদিন 'ইনায়া মা' 🎉