Abm Rayan

Abm Rayan Hi, I’m Abm Rayan. The founder of this blog Blogging and many other online ventures.

Mountains teach that not everything in this world can be rationally explained.
10/09/2025

Mountains teach that not everything in this world can be rationally explained.

       আলহামদুলিল্লাহ... আলহামদুলিল্লাহ..আলহামদুলিল্লাহ.. এমন নিউজ প্রতিদিন যেন আসে, অপেক্ষায় রইলাম।
02/10/2024





আলহামদুলিল্লাহ... আলহামদুলিল্লাহ..আলহামদুলিল্লাহ..
এমন নিউজ প্রতিদিন যেন আসে, অপেক্ষায় রইলাম।

03/08/2024

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের তীব্রতা নিয়ন্ত্রণের বাহিরে। পুড়ে যাচ্ছে একের পর এক গলির পর গলি। মসজিদে মসজিদে হচ্ছে কোর...
04/04/2023

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের তীব্রতা নিয়ন্ত্রণের বাহিরে। পুড়ে যাচ্ছে একের পর এক গলির পর গলি। মসজিদে মসজিদে হচ্ছে কোরআন তেলোয়াত। প্রচুর রক্তের প্রয়োজন হতে পারে।কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় ৫০টি ইউনিট।

ছবি: কালেক্টেড

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত ৪১ হাজার ছাড়িয়েছে...মা–বাবা নিখোঁজ, কী আছে তুরস্কের ২ শতাধিক শিশুর ভাগ্যেভূমিকম্পের পর আ...
15/02/2023

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত ৪১ হাজার ছাড়িয়েছে...
মা–বাবা নিখোঁজ, কী আছে তুরস্কের ২ শতাধিক শিশুর ভাগ্যে

ভূমিকম্পের পর আদানা শহরের হাসপাতাল ঘুরে দেখেছেন বিবিসির একজন প্রতিবেদক। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চোখে পড়েছে ছয় মাস বয়সী একটি মেয়েশিশু। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর শিশুটির বাবা–মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি।

শুধু ওই শিশুটিয় নয়, তুরস্কে এমন শত শত শিশু রয়েছে ভূমিকম্পের পর যাদের বাবা–মায়ের খোঁজ পাওয়া যায়নি, অনেকের বাবা–মা আবার মারা গেছেন। ফলে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, ভূমিকম্প তাদের বাড়িঘরই শুধু কেড়ে নেয়নি, তাদের নাম–পরিচয়ও মুছে দিয়েছে।

শরীরের অর্ধেক অংশ না থাকা পারফরম্যান্সকারী তিনি আসলে কে?কাতার বিশ্বকাপের শুরু হয়েছে বেশ চমক জাগানিয়াভাবে। উদ্বোধনী অনুষ্...
21/11/2022

শরীরের অর্ধেক অংশ না থাকা পারফরম্যান্সকারী তিনি আসলে কে?
কাতার বিশ্বকাপের শুরু হয়েছে বেশ চমক জাগানিয়াভাবে। উদ্বোধনী অনুষ্ঠানে মরুভূমির ছাপ, আরব সংস্কৃতি তো ছিলই।
এর সঙ্গে ছিল হলিউড তারকা মরগ্যান ফ্রিম্যানের সঙ্গে শরীরের অর্ধেক অংশ না থাকা একজনের পারফরম্যান্স। তিনি আসলে কে?
এই ব্যক্তির নাম গানিম আল মুফতাহ।
কাতারেই জন্ম তার। মায়ের পেটে থাকতে কাউডাল রেগরেসোন সিন্ড্রোম নামের এক জটিল রোগ ধরা পড়ে তার।
তাতে শরীরের নিচের অংশ বিকলাঙ্গ হয়ে যায় ধীরে ধীরে। জন্মের আগেই তাকে অপারেশন করে ফেলে দিতে বললেও রাজি হননি মুফতাহর মা।
পরে ডাক্তাররা বলেছিলেন, তার ১৫ বছরের বেশি বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু হাল ছাড়েননি মুফতাহ ও তার পরিবার। পেয়েছেন ফলও। গারসিয়া আইসক্রিম নামের একটি নিজস্ব কোম্পানি আছে মুফতাহর। কাতারে এটির আছে ছয়টি শাখা। স্বপ্ন দেখেন একদিন প্যারা অলিম্পিকে খেলার।
২০১৮ সালে টেড এক্স কাতার বিশ্ববিদ্যালয়ের হয়ে একটি বক্তৃতার মাধ্যমে আলোচনায় আসেন মুফতাহ। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। ইনস্টাগ্রামে এক মিলিয়নেরও বেশি অনুসারী আছে মুফতাহর।
অদম্য এই তরুণ থেমে থাকেননি এখানেই। আরবের সবচেয়ে বড় পাহাড় জাবেল শামসের চূড়ায় উঠেছেন। স্কুলে থাকতে হাতে বুট লাগিয়ে খেলতেন ফুটবল, খেলেছেন আরও অনেক খেলাই। ওই সময়ই স্বপ্ন দেখতেন রাষ্ট্রবিজ্ঞান পড়ে দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি এখন একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন নিজের পছন্দের বিষয়ে।
এবারের বিশ্বকাপের অ্যাম্বেসডরও তিনি। এ নিয়ে এক বিবৃতিতে বলেন, ‘অ্যাম্বাসেডর হিসেবে আমি আমার সক্ষমতা দিয়ে আশা, সামগ্রীকতা, শান্তি ও মানবতার জন্য ঐক্যবদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে চাই....।
-bangladesh.com

21/10/2022

... #বিছনাকান্দি (Bisnakandi) #সিলেট প্রকৃতির আপন লীলাখেলায় মেতে আছে অপার সৌন্দর্যের জলপাথড়ের ভূমি বিছনাকান্দি এখানে-ওখানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পাথর আর পাথর।

 ামদুলিল্লাহ্...🕋 ামদুলিল্লাহ্...🕋 ামদুলিল্লাহ্...😍🕋🇸🇦 সৌদি আরবের পবিত্র মক্কায় ৪২তম" বাদশাহ আব্দুল আজিজ বার্ষিক আন্তর্...
23/09/2022

ামদুলিল্লাহ্...🕋
ামদুলিল্লাহ্...🕋
ামদুলিল্লাহ্...😍🕋
🇸🇦 সৌদি আরবের পবিত্র মক্কায় ৪২তম"
বাদশাহ আব্দুল আজিজ বার্ষিক আন্তর্জাতিক"
হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে,
বাংলাদেশি হাফেজ মোঃ সালেহ আহমাদ তাকরীম। প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ কোরআন তেলোয়াতে অংশ নিয়েছিলেন তার মধ্যে ৩য় স্থান বাংলাদেশের গর্ব।
তার জন্য রইল দোয়া ও শুভ কামনা।🥰🇸🇦🇧🇩

মেনে নেয়ার মতো না......বিচার ক্যামনে হবে আর কে করবে...?
16/08/2022

মেনে নেয়ার মতো না......
বিচার ক্যামনে হবে আর কে করবে...?

নামাজ না পড়া মুমিন মুসলমানের অনেক বড় ক্ষতির কারণ ...
22/07/2022

নামাজ না পড়া মুমিন মুসলমানের অনেক বড় ক্ষতির কারণ ...

02/07/2022

বিকেল কখন আসে? কখন ই বা ফুরায়ে যায়? কী করিলে বলো- সারাদিন শুধু তার ই দেখা পাই?”

30/06/2022

Address

Mahimagonj
Rangpur
5741

Alerts

Be the first to know and let us send you an email when Abm Rayan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abm Rayan:

Share