11/09/2025
তুমি কেন এভাবে হাঁটো?
তুমি একবার যে স্বপ্ন দেখো—
তা নিয়ে কেন এত রহস্য করো?
স্বপ্ন কি কেবল তোমারই?
মানুষেরও তো চোখ আছে, হৃদয় আছে—
তারাও তো স্বপ্ন দেখে—
তবু তারা রক্তে পায়ে মাটি চষে!
তুমি বারবার হাঁটো— নিজের ছায়ার মতো,
আড়াল করো নিজেকে হাজার অজুহাতে,
জীবনটাকে বানাও ভুলে ভরা ডায়েরি—
এই জীবন কি কেবল তোমার হোক?
যারা তোমাকে দেখে আগুন জ্বালায় রাত্রির শিরায়,
তাদের উদ্দেশ্য ছিলে তুমি—
তোমার চোখের হাসি হয়ে উঠেছিলো একেকটি পতাকা,
আর তুমি, ভেতরে ভেতরে কাঁদো?
দিন শেষে মুখ গোমরা করে রাখো—
যেন এ পৃথিবী কিছুই তোমার নয়!
এই মুখ, এই পথ— হাজারো শ্রমিকের শ্রান্তি ভাঙে যে!
তুমি তাদেরও পথ হারাও?
তবে বলো— স্বপ্নগুলো যাবে কোথায়?
তুমি যদি পথ হারাও, কাকে তারা খুঁজবে?
এই হাজারো পরিশ্রমের ঘাম যে তোমাকে ছুঁতে চেয়েছিল!
আর তুমি—
সেই তুমি কিনা বৃষ্টির জলে
চোখের জল লুকিয়ে রাখো?
না ভাই!
স্বপ্ন লুকিয়ে রেখে, স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা চলে না।
স্বপ্ন দেখলে— সামনে চলো,
মুখ তুলে দাঁড়াও,
এই শহর, এই মাটি—তোমারও।