
15/06/2025
রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম বাংলাদেশ সহ বিশ্ববাজারে পরিচিত এবং রপ্তানি করা হচ্ছে। এটি একটি সুস্বাদু ও আশবিহীন আম,
হাঁড়িভাঙ্গা আম যেন রংপুরের অর্থনীতির জন্য আশীর্বাদ হয়ে এসেছে। ভাগ্য বদলে গেছে হাজার হাজার আমচাষি ও কৃষকের
বিষমুক্ত ও অতি সুমিষ্ট আশঁহীন হাঁড়িভাঙ্গা আমের চাহিদা বাড়ছে দিন দিন। কয়েক বছর ধরে ফলন ভালো হওয়ায় বেড়ে চলেছে আম উৎপাদনের পরিধিও। রংপুর সদর, মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলার বিস্তৃত এলাকার ফসলি জমি, বাগানসহ উঁচু-নিচু ও পরিত্যক্ত জমিতে চাষ হচ্ছে এই আম।