Admin mamun

Admin mamun সবার সুকে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে
(9)

“একজন বুদ্ধিমান মানুষকে খুঁজে বের করতে একজন বুদ্ধিমান মানুষ লাগে।” ― Diogenes
19/07/2025

“একজন বুদ্ধিমান মানুষকে খুঁজে বের করতে একজন বুদ্ধিমান মানুষ লাগে।” ― Diogenes

“আশা হল একটি জাগ্রত স্বপ্ন।” ― Aristotle
19/07/2025

“আশা হল একটি জাগ্রত স্বপ্ন।” ― Aristotle

19/07/2025

Life নিয়ে কোনো অভিযোগ নেই...!!😅

আল্লাহ যা করে ভালোর জন্যেই করে...!!🖤

রংপুরের এই জায়গাটিতে গেলে মানসিক শান্তি পাওয়া যায় ।বলুন দেখি কোথায়?
19/07/2025

রংপুরের এই জায়গাটিতে গেলে মানসিক শান্তি পাওয়া যায় ।
বলুন দেখি কোথায়?

18/07/2025
Hai re vai :-[ :-\ 😂🤭🤭
08/02/2025

Hai re vai :-[ :-\ 😂🤭🤭

22/02/2024

টেনশন শেষ করে দিচ্ছে 😓আমায়😓
তা না হলে আমিও
অনেক সুন্দর ছিলাম। 😜😜

11/02/2024

ছেলে: হ্যালো!😌

মেয়ে: হেলছি!😒

ছেলে: কি অবস্থা?😊

মেয়ে: কঠিন,তরল, বায়বীয়!আটার বস্তা ময়দার বস্তা সব মিলিয়ে টা'ন'টা'ন অবস্থা!😴

ছেলে: ও আচ্ছা, কিসে পড়েন?🤔

মেয়ে: টেবিল চেয়ার এ!🙂

ছেলে: কোন ক্লাসে পড়েন?🙄

মেয়ে: এক তলার ডান পাশের ক্লাস টায়!😐

ছেলে: কি করেন এখন?😊

মেয়ে: টিভিতে বসে সোফা দেখতেছি!🙂

ছেলে: ডিনার হইছে?😋

মেয়ে: আম্মু জানে!😕

ছেলে: আপনার বাসা কোথায়?😌

মেয়ে: আকাশের নিচে মাটির উপরে!😕

ছেলে: আপনার বাসায় যাবো কি করে?😴

মেয়ে: আপনার বাসা থেকে বেরিয়ে নাক বরাবর চার রাস্তার মো*ড়ে যাবেন,🤥 তারপর ডানদিকে যাবেন তারপর দেখবেন একটা দোকান,🤓 দোকানের পাশ দিয়ে ছোট একটা রাস্তা গেছে সেখান দিয়ে যাইতে থাকবেন,🧐 তারপর দেখবেন অনেক গুলো বিল্ডিং,😃 সাদা কালারের পাশে করলা কালারের পরে পিং কালারের পিছনের সবুজ কালারের বাড়িটাতে আমি থাকি!!!🙂

ছেলে: হাউ সুইট!😍

মেয়ে: খেয়ে দেখছেন কখনো?😐

ছেলে: কি বলেছেন এসব?😦

মেয়ে: বলছি না লিখছি!😏

ছেলে: আমি তো আপনার ফ্যান হয়ে গেলাম!😍

মেয়ে: ঘুরতে থাকেন!🙂

ছেলে: আচ্ছা ভালোবাসা কাকে বলে?😊

মেয়ে: যে বাসায় টিভি ফ্রিজ সহ নানান রকমের ইলেকট্রনিক এর জিনিস আছে এবং যে বাসায় দক্ষিণের বাতাস বয় তাহাকেই ভালোবাসা বলে!!🙂🙂

নতুন নতুন গল্প পেতে আমার আইডিতে ফলো দিয়ে রাখুন।



01/02/2024

এক ছেলে প্রতিদিন এক কলেজের সামনে
ভিক্ষার থালা হাতে দাঁড়িয়ে
থাকতো,,,,বয়স ২৮-৩০ হবে।সে প্রতিদিন
এসে একটা মেয়েকে বলতো,,,ম্যাম দুইটা
টাকা দেন,,মেয়েটা টাকা দিয়ে
কলেজে ঢুকতো,,,,,,,এ ভাবে বেশ কয়েক
মাস চলে গেল।
একদিন ছেলেটি মেয়েটির জন্য
অপেক্ষা
করতে লাগলো,,,কিছুক্ষন পর মেয়েটি
আসলো,,,ছেলেটি মেয়েটিকে দেখে
বললো ম্যাম আপনার সাথে কিছু কথা
বলতাম,,,এই শুনে মেয়েটি বললো আচ্ছা
বলেন,,,,
ছেলেটি তখন তার কাপাকাপা গলায়
বললো আমি আপনাকে পছন্দ করি,,,আর
আপনাকে অনেক ভালবাসি,,,যদি আপনি
কিছু মনে না করেন,,,এই কথা শুনে মেয়েটি তার
উপর রেগে গিয়ে বললো তোমার তো
সাহস কম নয়,আপনি জানেন আমি
কে,আমার বাবা এই কলেজের
প্রিন্সিপাল,,যদি আপনাকে আর এই
কলেজের সামনে কোন দিন দেখি তো
বাবাকে বলে পুলিশে ধরিয়ে দেব।
ছেলেটি কিছু বললো না,,,তাই মাথা নিছু
করে চলে গেল,,ছেলেটি আর কোন দিন
সেই কলেজের সামনে আসে নি।
একদিন মেয়েটি খুব অসুস্থ্য হয়ে
হাসপাতালে ভর্তি হলো,,,পরিক্ষা করে
জানা গেল মেয়েটির পেটে টিউমার
ধরা পড়েছে,,আর এটা অপারেশন করতে
খুব রিক্স।তারপর ও অপারেশন করতে হবে।
অপারেশন করা হলো এবং মেয়েটি সুস্থ্য
হলো,,হাসপাতাল থেকে মেয়েটি
রিলিস নেওয়ার একদিন আগে এক নার্স
একটি কাগজ মেয়েটির হাতে ধরিয়ে
দিল,,,কাগজটিতে লেখা ছিল_আপনি এখন
সুস্থ্য যদি একটু কষ্ট করে তিন তলার ৭
নাম্বার ঘরে আসতেন,,,,মেয়েটি কিছু
বুঝতে পারলো না,কে দিল কেন দিল।
মেয়েটি আর কোন চিন্তা না করেই সেই
ঘরে চলে গেল।
সেই ঘরে গিয়ে দেখলো সেই ছেলে সেই
ভিক্ষার ছেড়া কাপড় পরে দাঁড়িয়ে
আছে,,মেয়েটি অবাক হয়ে বললো আপনি
আমাকে আসতে বলছেন,,ছেলেটি বললো
হ্যাঁ আমি,,,,,এই বলে ছেলেটি ভিক্ষার
কাপড়টা খুলে ফেললো,,ভিতরে ছিল
ডাক্তারের সেই সাদা পোশাক,,,তখন
ছেলেটা বলতে শুরু করলো,,তোমার
অপারেশন আমি নিজে করেছি,,
তুমি বলেছিলে না তোমার বাবা কলেজের
প্রিন্সিপাল,,আর আমি হলাম এই
হাসপাতালের একজন বড় ডক্টর।আমার
কাজ শুরু হয় বিকেলে,,,আর আমি প্রতিদিন
সকালে ভিক্ষার থালা হাতে তোমার
কলেজে সামনে দাঁড়িয়ে থাকতাম আর তুমি যখন
কলেজ থেকে চলে যেতে আমি তখন
হাসপাতালে এসে আমার কাজ
করতাম,,,,তোমায় আমি অনেক আগেই
বলতে পারতাম কিন্তু তোমার মন কেমন
মানুষ চায় সেটা বুঝতে পারতাম না,,,
তাই যখন বুঝতে পারলাম তোমার টাকা
ওয়ালা ছেলে পছন্দ তখন সরে
এলাম,,,,তোমাকে আর একটা কথা বলি
কিছু কিছু মানুষ আছে অভিনয় করত

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Admin mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Admin mamun:

Share

Category