নিখোঁজ

নিখোঁজ BacK BoY
(32)

22/04/2025

বার বার
এতো খারাপ সময়
আসার দরকার কী?
একে বারে মৃত্যু এলেই তো পারে,সব সমাধান হয়ে যায়!!

31/03/2025

সবাই যেটা চিন্তা করতে পারে
সবাই সেটা চিন্তা করতে পারেনা
ভাবছে ক'জন?

19/03/2025

জানো প্রিয়?
পৃথিবীর সব সুখ আমি তোমার কাছে জমা রেখেছিলাম,,কারন আমি ভেবেছিলাম,,পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে কষ্ট দেয়,,তুমি কখনোই আমাকে কষ্ট দিবে না....!!❤️🙂

আমি যখন সবার থেকে কষ্ট পেয়ে তোমার সাথে কথা বলতাম,,তখন আমার সম্ভব কষ্ট যেনো পানি হয়ে যেতো,,দিনশেষে আমি তোমার মাঝেই আমার মানসিক শান্তি খুঁজে পেতাম...!!🫶😌

কিন্তু তুমিও সবার মতো আমার জমিয়ে রাখা সব সুখ টুকু নিয়ে পালিয়ে গেলে,,রেখে গেলে আমাকে একা করে...!!💔😅

জানো? সবাইকে আমি গর্ভ করে বলতাম,,সারা পৃথিবী খুঁজে আমি এমন একজন মানুষ পেয়েছি,,যে কিনা তাঁর নিজের থেকেও আমাকে বেশি ভালোবাসে....!!🌸🥰

কিন্তু দিন শেষে তুমিও আমার সব বিশ্বাস টুকু ভেঙে দিলে,,আর কিছুই বাকি রইলো না,,এখন আর নিজের কষ্ট গুলো আর কাউকে বোঝাতে পারিনা,,চাইলেও আর সেভাবে হাসতে পারিনা,,যেভাবে তুমি হাসিয়েছিলে....!!😓😅

আজ তুমি সেই মুখেই কান্না মিশিয়ে চলে গেলে,,ভালো থেকো তুমি অন্যের বুকে,,আমি সব"সময় দোয়া করি তুমি যেনো থাকো অনেক সুখে...!!❤️‍🩹😅

19/03/2025

আমাকে যতটা বোরিং দেখায় আমি আসলে তারচেয়েও বেশি বোরিং

18/03/2025

মাঝে মাঝে মনে হয়, আমিই সবচেয়ে অসহায় এই গ্রহের।
সবাই পারে, আমি তো কিছুই পারি না।সবার কত গুন কত সৃজনশীলতা আমি শুধুই দর্শক😇

18/03/2025

"পৃথিবীতে সবচেয়ে বেশি রং বদলাতে পারি আমি, সবচেয়ে সূক্ষ্ম অভিনয় করতে পারি আমি,নিজেকে ভালো লুকতে ও পারি আমি'।
ফেরেশতার মতো মানুষটাও অনেক সময় ঘেন্না করার মতো অনেক কাজ করে ফেলি।অনেকের বিশ্বাস ভেঙ্গে দেই।😇

আমার কাছের মানুষ গুলো যেনো আমার দোষ ধরার জন্য প্রতিযোগিতা করে🥲
কখন আমি ভুল করবো কখন আমাকে তারা দুই-চারটা কথা শুনাইতে পারবে 😌
কখন আমার সঙ্গ তারা ত্যাগ করতে পারবে।

মানুষ সব জায়গায় ভালো না হলেও কিছু জায়গায় ভালো হয় কিন্তু আমি তো কোনো জায়গাতেও ভালো হতে পারলাম না, তবে সব জায়গায় আমার কাছে মনে হয় আমি আমার অবস্থানে ঠিক আছি ঠিক ছিলাম😶
মূলত এই ওভার কনফিডেন্সের জন্যই সবার কাছে খারাপ ব্যাক্তি নামে পরিচিত আমি 🥰
একারনেই সবার সাথে সম্পর্ক ঠিক ভালো করে জমে উঠে না🙃

সাকিব একটা ধর্ম আর সেই ধর্মের অনুসারী সাকিবিয়ানরা।সাকিব ধর্মের কোনো আইন  নিয়ম নেই,,,সাকিব যা করবে সেটাই সাকিব ধর্মের নিয়...
17/10/2024

সাকিব একটা ধর্ম আর সেই ধর্মের অনুসারী সাকিবিয়ানরা।
সাকিব ধর্মের কোনো আইন নিয়ম নেই,,,সাকিব যা করবে সেটাই সাকিব ধর্মের নিয়ম।
সাকিব যা করবে সেটাই সাকিব ধর্মে সঠিক।
আর এই সাকিব ধর্ম নিয়ে কেউ কিছু বললে তাকে আমরা সাকিবিয়ানরা কবর দিয়ে ফেলবো।
সাকিব অন্যায় করুক আর ন্যায় করুক তার জন্য সাকিব ধর্মে সব সঠিক।

ধন্যবাদ।

16/10/2024

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Mohammad Al-amin Page, Basir Jannat, Tammi Nayon, HT Tamim Iqbal, ইয়াসিন আরাফাত, Md Bipul, Afrin Neha

আমাদের ষাগিব ভাই চট্টগ্রাম এর অয়ে খেলবে।তাই আমাদের ষাগলিয়ানদের দায়িত্ব ষাগিভ ভাই টিমকে সাপোর্ট করা।তোমরা যত ষাগলিয়ান আছো...
14/10/2024

আমাদের ষাগিব ভাই চট্টগ্রাম এর অয়ে খেলবে।
তাই আমাদের ষাগলিয়ানদের দায়িত্ব ষাগিভ ভাই টিমকে সাপোর্ট করা।

তোমরা যত ষাগলিয়ান আছো সবাই ষাগিভ ভাই এর চট্টগ্রাম সাপোর্ট করো
আর যদি তোমরা ষাগলিয়ান হয়ে ষাগিব ভাই এর চট্টগ্রাম সাপোর্ট না করো তাহলে তোমরা সবাই হাউন আংকেল।

12/10/2024

আজ বিকাল ৪ টায়, লংমার্চ টু মিরপুর স্টেডিয়াম। লিস্টে যারা সাকিবিয়ান আছেন সবাই যতদ্রুত সম্ভব এই মেসেজটি ফরোয়ার্ড করে দিন। আমরা সাকিবিয়ানরা সাকিব ভাইকে একটি সুন্দরভাবে বিদায় উপহার দিতে চাই। স্টোডিয়ামের দেয়ালে বা*জে লিখাগুলো মুছে দিয়ে সাকিব ভাইকে নিয়ে কিছু সুন্দর সুন্দর উক্তি তুলে ধরবো আমরা।

এ যাত্রায় আমাদের সাথে থাকবেন বউকে বন্ধুর হেফাজতে রাখা গোলাম রাব্বানি ভাই, ঢাবির সর্বকালের সেরা আদুভাই সাদ্দাম ভাই এবং বিশিষ্ট স্লোগান কর্মী উহ্ উহ্; আহ্ আহ্; হাহ্ হাহ্ এর প্রতিষ্ঠাতা শেখ ইনান ভাই। জেনে অবাক হবেন যে, এ যাত্রায় আমার সব খরচ বহন করবেন তোমাদের কাকেমা তিলোত্তমা শিকদার ম্যাম।🌻

দেখা হচ্ছে মিরপুর।

Address

Rangpur

Telephone

+8801772330465

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিখোঁজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share