Rukunujjaman Himu

Rukunujjaman Himu Rukunujjaman Himu is a BCS Cadre officer (Gen. Education), also worked as job related content creator

02/11/2025

আমরা মধ্যবিত্তরা স্বপ্ন দেখতে ভয় পাই! স্বপ্ন দেখার আগেই চিন্তা করি স্বপ্ন ভেংগে যাবে নাতো! সফলতার মূল মন্ত্রই হলো ভয়কে জয় করা।

31/10/2025

চিলেকোঠার প্রাক্টিসে।

অনেকেই আছে ফেসবুকে যা দেখে তাই বিশ্বাস করে। বিশেষ করে সিনিয়র সিটিজেনদের হাতে যদি ফেসবুক থাকে তাহলে তো কথাই নাই। এআই দ্বা...
29/10/2025

অনেকেই আছে ফেসবুকে যা দেখে তাই বিশ্বাস করে। বিশেষ করে সিনিয়র সিটিজেনদের হাতে যদি ফেসবুক থাকে তাহলে তো কথাই নাই। এআই দ্বারা বানানো ভিডিও ও তারা দারুনভাবে বিশ্বাস করে ফেলে। সিনিয়র সিটিজেনদের কিথা বাদই দিলাম। আমাদের দেশের স্মার্ট ফেসবুক ইউজাররাও কোন কিছু যাচাই না করে ফেসবুকে গুজব শেয়ার করতে থাকে। যেকোন বিষয় নিয়েই তাদের বিস্তর জ্ঞান। যেকোন একটা ইস্যু হলেই হলো! সেটা নিয়ে স্ট্যাটাস না দিলে নিজের স্ট্যাটাস যেন থাকেনা। তারা স্ট্যাটাস দেয়ার দুইদিন পর যখন জানতে পারে ঘটনা মিথ্যা তখন আবার আগের স্ট্যাটাস ডিলেট করে স্ট্যাটাস দিবে 'আমি আগেই জানতাম এটা হবে!' এই হলো আমাদের চরিত্র! প্রতিনিয়ত আমরা রঙ বদলাই, কারণে অকারণে বদলাই।

27/10/2025

একা পাখি বসে আছে শহুরে দেয়ালে। শিরোনামহীনের এই গানটি আমাদের ব্যান্ড #চিলেকোঠা কাভার করেছিল কোন এক কন্সার্টে।

ঘটনা ১: গতকাল রংপুর চিড়িয়াখানার শিশুপার্ক এ একটি আড়াই বছরের শিশু ট্রেনের নিচে পড়ে মৃত্যু বরণ করেছে। ঘটনা ২: আজকে একজন যু...
26/10/2025

ঘটনা ১: গতকাল রংপুর চিড়িয়াখানার শিশুপার্ক এ একটি আড়াই বছরের শিশু ট্রেনের নিচে পড়ে মৃত্যু বরণ করেছে।
ঘটনা ২: আজকে একজন যুবক ঢাকার ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং পিলার খুলে মাথায় পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
ঘটনা দুটিতে শিশুটি বা যুবকটির কি কোথাও দোষ ছিল? আপাত দৃষ্টিতে এটি একটি নিছক দুর্ঘটনা মনে হলেও এই ঘটনা দুটি চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এদেশে আমরা কতটা অনিরাপদ। এখানে শিশুরা স্কুল গিয়ে প্লেন ক্র‍্যাশে মারা যায়, রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপায় মারা যায়, ফুটপাতে হাটতে হাটতে মারা যায়। জীবনের কোন নিশ্চয়তা নেই।
রংপুর চিড়িয়াখানার শিশুপার্ক এ যে ট্রেনটি চলে সেটির লাইনের আশেপাশে কোন বেরিকেড নেই। অথচ প্রতিদিন কয়েকশ শিশু সেখানে প্রবেশ করে। অতটা অনিরাপদ ব্যবস্থাপনা৷।
মেট্রোরেলের এই পিলারের বিয়ারিং প্লেট খুলে যাওয়ার ঘটনা নাকি আগেও একবার ঘটেছিল। তারমানে এখানে প্রকৌশলগত কোন ঝামেলা থাকতে পারে। এরকম ঘটনা আসলে রোজই এদেশে কোথাও না কোথাও ঘটে চলেছে। কষ্ট একটাই দেখার কেউ নাই! এখানে সব জিনিসের দাম বেশি হলেও জীবনের দাম সব থেকে কম!

সে সময় ছবি তোলা ছিল এক আয়োজনের ব্যপার। এখনকার মতো তো আর সবার হাতে ক্যামেরা ছিলনা। ছবি তুলতে গেলে স্টুডিওতে যেতে হতো। রংপ...
24/10/2025

সে সময় ছবি তোলা ছিল এক আয়োজনের ব্যপার। এখনকার মতো তো আর সবার হাতে ক্যামেরা ছিলনা। ছবি তুলতে গেলে স্টুডিওতে যেতে হতো। রংপুরে হাতে গোনা কয়েকটা স্টুডিও ছিল সে সময়। এই ছবিটা সম্ভবত আনন্দ স্টুডিওতে তোলা। ক্যামেরাতে ৩৬ টা ফিল্ম থাকতো। তাই এক ক্লিকেই যা উঠতো সেটা নিয়েই সন্তুষ্ট থাকা লাগতো। এখন সবাই ইচ্ছা মতো ছবি তুলতে পারে কিন্তু আগের দিনের সেই প্রিন্ট করা ছবি দেখার মতো আনন্দ আর নাই।
ছবিটি আমার ছোট বেলার। তখন থেকেই আমি কিন্তু স্মার্ট! 😎🫣

22/10/2025

রংপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির নবিন বরণে আমার প্রিয় শিক্ষার্থীদের আবদার রাখতেই এই গানটি করেছিলাম। তাদের উম্মাদনা ছিল দেখার মতো!
✨কোন এক শিক্ষার্থী ভিডিওটি ধারণ করেছে।

স্নেহের দু'জন ছাত্রের সাথে আমরা দু'জন শিক্ষক।
22/10/2025

স্নেহের দু'জন ছাত্রের সাথে আমরা দু'জন শিক্ষক।

21/10/2025

রংপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির নবিন বরণে শিক্ষার্থীদের অনুরোধে সেই তুমি গানটি আবারো গাইলাম। 🙄
ভিডিওটি আমার ছাত্র সাকিব পাঠিয়েছে ইনবক্সে।

17/10/2025

কারমাইকেল কলেজে।

28/09/2025

47 BCS preliminary result has been published
Passed -10644
কে কত পেয়ে টিকেছেন কমেন্ট করুন প্লিজ

Address

Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rukunujjaman Himu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rukunujjaman Himu:

Share