Masud

Masud Assistant Teacher at Govt. Primary School
Former Student of Begum Rokeya University, Rangpur 100% Selfish
BG: A+
Simple Boy

"And Allah is the best of planners.”“নিশ্চয়ই আল্লাহ তা’আলা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।”(সূরা আনফাল, আয়াত : ৩০)-------...
15/04/2025

"And Allah is the best of planners.”
“নিশ্চয়ই আল্লাহ তা’আলা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।”
(সূরা আনফাল, আয়াত : ৩০)

-----------------------------------

ভাইয়া, আমি যাকে ভালোবাসি, তার পরিবার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। আমি ওকে ছাড়া বাঁচবো না।
— ঠিক আছে। আগে বলো, কিসে পড়ো তুমি?
— এমবিএ করছি।
— তোমার ইচ্ছে কি ছিল পড়ার?
— ইঞ্জিনিয়ারিং।
— তুমি ইঞ্জিনিয়ারিং-এ পড়তে পারোনি বলে কি লেখাপড়া ছেড়ে দিয়েছিলে?
— না ভাইয়া।
— তুমি এর অল্টারনেটিভ হিসেবে বিবিএ তে ভর্তি হয়েছো। এখন এমবিএ করছো। জীবনে সবকিছুই নিজের চাওয়া মতো পাওয়া যায় না। ইঞ্জিনিয়ারিং এ ভর্তির ইচ্ছা পূরণ না হলেও তুমি ঠিকই কিন্তু লেখাপড়া করছো। ধরো, তুমি এমবিএ শেষ করলে। এরপর কি প্ল্যান?
— ভালো কর্পোরেট কোম্পানিতে জব করা।
— ধরো, তুমি ভালো কোম্পানিতে জব পেলে না? তাহলে কি বেকার বসে থাকবে? না, অন্য কোনো চাকুরী জুটে নেওয়ার চেষ্টা করবে?
— অন্য চাকুরী খোঁজার চেষ্টা করব।
— হ্যাঁ, এটাই হল জীবন। তুমি তো এখন বড় হয়েছো। ছোটবেলা থেকে তোমার মনের অনেক ইচ্ছে বা চাওয়া পাওয়া ছিল। কিন্তু সেগুলোর কি সব পূরণ হয়েছে?
— না হয়নি।
— তোমার সব ইচ্ছে চাওয়া পাওয়া পূরণ না হলেও তুমি কিন্তু ঠিকই জীবন পার করে এতোদূর এসেছো। এবার আমাকে দুটো তথ্য দাও। প্রথম তথ্য হলো, এর আগে কোনো জিনিস না পাওয়ার পর তোমার মনে হয়েছিল জীবন আর রাখবে না?
— হাইস্কুলে থাকতে সাইকেল চেয়েছিলাম। তখন আব্বা দেয়নি, উল্টা অনেক ঝাড়ি দিয়েছিল। তখন একবার ভেবেছিলাম সুইসাইড করব।
— ওকে। এবার বল, এরপর জীবনে কোন জিনিস পেয়ে তোমার সবচেয়ে ভালো লেগেছে?
— বিবিএ পড়ার সময় মোটরসাইকেল যখন কিনি তখন। আমি বাইকের অনেক স্টান্টও পারি ভাইয়া।
— তাহলে নিজেই চিন্তা করে দেখো, সাইকেলের জন্য ছোট কষ্টের কারণে যদি তখন আত্মহ*ত্যা করতে তাহলে এই মোটরসাইকেল পাওয়ার মত বড় আনন্দ থেকে আগেই বঞ্চিত হতে।
আজ যে মেয়েটিকে না পাওয়ার কষ্টে তোমার সুইসাইড করার ইচ্ছে হচ্ছে, আগামীতে এর চেয়ে বেশি আনন্দ তোমার জন্য যে অপেক্ষা করছে না, সেটা নিশ্চিত হলে কি করে?
— কিন্তু ভাইয়া মেয়েটিকে আমি ভালোবাসি।
— যদি এমন হতো, এই মেয়েকে না পেলে তোমার জীবন থেমে থাকবে, সময় আর এগুবে না, তাহলে ভিন্ন কথা ছিল। তুমি তাকে পাও বা না পাও, জীবন জীবনের মতই সামনে এগুবে... এর সাথে তোমার নিজেকেও এগিয়ে নিয়ে যেতে হবে…
আল্লাহ জীবনসঙ্গী তাকেই বানান যে তার জন্য পার্ফেক্ট হয়। সে তোমার জন্য হয়তো পার্ফেক্ট ছিল না, তাই আল্লাহ তাকে দেননি। তুমি হয়তো বর্তমান জানো, কিন্তু আল্লাহ ভবিষ্যৎ জানেন।
আল্লাহ (সুবহানাহু ওয়া তা’আলা) নিজেই বলেছেন, “হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুত আল্লাহ জানেন এবং তোমরা জানো না।” (সূরা বাকারাহ, আয়াত : ২১৬)
আজ হয়তো মেয়েটার জন্য খারাপ লাগছে, কিন্তু ভবিষ্যতে নিশ্চিত থাকো এর চেয়ে ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য...
যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি যার জন্য যেটা বেস্ট সেটাই দেন। কাউকে হয়তো একটু আগে দেন, কাউকে একটু পরে... আসলে এটা আগে-পরেও না... যার জন্য যে সময় উত্তম, তাকে সে সময়েই দেন। আমাদের কাজ চেষ্টা করা আর ধৈর্য ধরা…
“And Allah is the best of planners.”
“নিশ্চয়ই আল্লাহ তা’আলা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।”
(সূরা আনফাল, আয়াত : ৩০)
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
লেখাঃ ডা. তারাকি হাসান মেহেদী

Back-mid-front..     Once Upon a Time....!!LaLigaReal Madrid C.F.Sergio RamosCasemiroCristiano Ronaldo
19/02/2025

Back-mid-front..

Once Upon a Time....!!
LaLiga
Real Madrid C.F.
Sergio Ramos
Casemiro
Cristiano Ronaldo

21/01/2025

যে এটা পাওয়ার যোগ্য ছিল, আমি তাঁকে জিততে সাহায্য করেছি...
#আবেল_মুতাই #ইভান_ফার্নান্দেজ ❤️❣️💟

You can also follow on Instagram to see more.
21/01/2025

You can also follow on Instagram to see more.

06/11/2024

US Election 2024 | KAMALA HARRIS vs DONALD TRUMP

ইদানিং মানুষ ---আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে, সহজ থেকে ক্রমশঃ কঠিন হয়ে উঠছে। আবেগ লুকাতে গিয়ে প্রিয় মানুষ হারাচ্ছ...
29/10/2024

ইদানিং মানুষ ---
আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে,
সহজ থেকে ক্রমশঃ কঠিন হয়ে উঠছে।
আবেগ লুকাতে গিয়ে প্রিয় মানুষ হারাচ্ছে,
কষ্ট পাচ্ছে কিন্তু কাঁদতে পারছে না। কারণ সেল্ফ রেসপেক্ট নয়, ইগোতে আটকে যাচ্ছে।
ব্যাক্তিত্ব দেখাতে গিয়ে অহংকারী হচ্ছে, একটার বেশি দুটো কথা নেই তাই নিজেই নিজেকে একটা শক্ত খোলের মধ্যে বন্ধ করে ফেলছে।
স্মার্ট হতে গিয়ে অশ্লীল হচ্ছে, সহবৎ- সংস্কৃতি-রুচি-আচার-নিয়ম- শালীনতা সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে যুগেরও আগে এগিয়ে থাকার চেষ্টায় অহেতুক মরীচিকায় ফাঁসছে।
স্ট্রেইট ফরওয়ার্ড সাজতে গিয়ে অভদ্র হচ্ছে,
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিজেকে শিক্ষিত দাবী করছে। আদপে ভিত্তিহীন যুক্তিহীন অশিক্ষিত হয়ে থাকছে।
দশ টাকা রোজগারের যোগ্যতা তৈরী হওয়ার আগেই হাতে দশ হাজার টাকা এসে যাওয়ায় নিজেকে ধনকুবের ভেবে নেওয়া মানুষ আসলে ফানুসে পরিণত হচ্ছে।।
এতো কিছু হতে থাকলে কী আর মানুষ হয়ে ওঠা হয়?? মানুষের মতো দেখতেই হয়.... দিনশেষে 'মানুষ' হতেই ভুলে যায়। অন্যের সাথে বাদ-ই থাক...কাম-ক্রোধ-লোভ-ঈর্ষা-মদ-মাৎসর্যে মত্ত উন্মত্ত দু-পেয়ো প্রাণীগুলো নিজেকে নিজেই চেনে না-বোঝে না-জানে না ধরণের অপাংক্তেয় অমানুষ হয়েই প্রমাণ করে।
তাই তো এখন মানুষের ভীড়ে 'মানুষ' মেলে না সহজে।।


------------------------
---“ সহজ কথা যায় না বলা সহজে ”---
আমরা নিজেদের প্রয়োজনে সমাজের অনেক নিয়ম পরিবর্তন করি ।
কিছুদিন পরে সেই নিয়মের সাথে খাপ খাওয়াতে গিয়ে নিজেকে পরিবর্তন করি ।
এই পরিবর্তন বেশির ভাগ সময় নেতিবাচকভাবেই হয়ে থাকে ।
ফলে সমাজের নানা ধরনের সমস্যার কারণ হয় এই মানুষগুলো ।

এইজন্য বোধ হয়, এই সমাজে সহজ কথা যায় না বলা সহজে কিংবা সহজ কাজ যায় না করা সহজে..!!
#নব্যচিকনগুরু

বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা প্রথম এসেছিল। নিচের ২০টি প্রশ্ন পড়ে ফেলতে পারেন...১. প্রশ্ন : বাংলায় কারা বাণিজ্...
21/10/2024

বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা প্রথম এসেছিল। নিচের ২০টি প্রশ্ন পড়ে ফেলতে পারেন...

১. প্রশ্ন : বাংলায় কারা বাণিজ্য করতে আসে?
উত্তর : ইউরোপীয় বণিকরা।

২. প্রশ্ন : বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?
উত্তর : পর্তুগীজরা।

৩. প্রশ্ন : ভাস্কো - দা - গামা কে ছিলেন?
উত্তর : পর্তুগীজ নাবিক।

৪. প্রশ্ন : ভাস্কো - দা - গামা ভারতবর্ষে আসেন কত সালে?
উত্তর : ১৪৯৮ সালে।

৫. প্রশ্ন : ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর : ১৪৮৭ সালে।

৬. প্রশ্ন : পর্তুগীজরা কবে বাংলায় ব্যবসা - বাণিজ্য আরম্ভ করে?
উত্তর : ১৫৮০ সালে।

৭. প্রশ্ন : পর্তুগীজদের পর কারা বাণিজ্যের জন্য বাংলায় আসে?
উত্তর : ওলন্দাজরা।

৮. প্রশ্ন : ‘ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ কারা গঠন করে?
উত্তর : ওলন্দাজরা।

৯. প্রশ্ন : ফরাসিরা কখন বাংলায় বাণিজ্য করতে আসে?
উত্তর : ১৬৬৮ সালে।

১০. প্রশ্ন : কোন সালে ‘ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠিত হয়?
উত্তর : ১৬৬৪ সালে।

১১. প্রশ্ন : কোন সালে ‘ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠিত হয়?
উত্তর : ১৬০০ সালে।

১২. প্রশ্ন : কোন যুদ্ধের ফলে ভারতে ফরাসিদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙে যায়?
উত্তর : বন্দিবাসের যুদ্ধে।

১৩. প্রশ্ন : বন্দিবাসের যুদ্ধ কতসালে অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৭৬০ সালে।

১৪. প্রশ্ন : বন্দিবাসের যুদ্ধে কে পরাজিত হন?
উত্তর : ফরাসি গভর্নর কাউন্ট লালী।

১৫. প্রশ্ন : কাউন্ট লালী কার কাছে পরাজিত হন?
উত্তর : ইংরেজ সেনাপতি আয়ারকুটের কাছে।

১৬. প্রশ্ন : প্রথম কর্ণাটক যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর : ১৭৪৬ সালে।

১৭. প্রথম কর্ণাটক যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়?
উত্তর : ফরাসিদের সাথে ইংরেজদের মধ্যে।

১৮. প্রশ্ন : উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা কোথায় বাণিজ্য স্থাপন করে?
উত্তর : ইন্দোনেশিয়ায়।

১৯. প্রশ্ন : ‘ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ কবে গঠন করা হয়?
উত্তর : ১৬০২ সালে।

২০. প্রশ্ন : বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করে কোন পর্তুগীজ নাবিক?
উত্তর : পেড্রো আলভারেজ কাব্রালবাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা প্রথম এসেছিল। নিচের ২০টি প্রশ্ন পড়ে ফেলতে পারেন...

১. প্রশ্ন : বাংলায় কারা বাণিজ্য করতে আসে?
উত্তর : ইউরোপীয় বণিকরা।

২. প্রশ্ন : বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?
উত্তর : পর্তুগীজরা।

৩. প্রশ্ন : ভাস্কো - দা - গামা কে ছিলেন?
উত্তর : পর্তুগীজ নাবিক।

৪. প্রশ্ন : ভাস্কো - দা - গামা ভারতবর্ষে আসেন কত সালে?
উত্তর : ১৪৯৮ সালে।

৫. প্রশ্ন : ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর : ১৪৮৭ সালে।

৬. প্রশ্ন : পর্তুগীজরা কবে বাংলায় ব্যবসা - বাণিজ্য আরম্ভ করে?
উত্তর : ১৫৮০ সালে।

৭. প্রশ্ন : পর্তুগীজদের পর কারা বাণিজ্যের জন্য বাংলায় আসে?
উত্তর : ওলন্দাজরা।

৮. প্রশ্ন : ‘ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ কারা গঠন করে?
উত্তর : ওলন্দাজরা।

৯. প্রশ্ন : ফরাসিরা কখন বাংলায় বাণিজ্য করতে আসে?
উত্তর : ১৬৬৮ সালে।

১০. প্রশ্ন : কোন সালে ‘ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠিত হয়?
উত্তর : ১৬৬৪ সালে।

১১. প্রশ্ন : কোন সালে ‘ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠিত হয়?
উত্তর : ১৬০০ সালে।

১২. প্রশ্ন : কোন যুদ্ধের ফলে ভারতে ফরাসিদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙে যায়?
উত্তর : বন্দিবাসের যুদ্ধে।

১৩. প্রশ্ন : বন্দিবাসের যুদ্ধ কতসালে অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৭৬০ সালে।

১৪. প্রশ্ন : বন্দিবাসের যুদ্ধে কে পরাজিত হন?
উত্তর : ফরাসি গভর্নর কাউন্ট লালী।

১৫. প্রশ্ন : কাউন্ট লালী কার কাছে পরাজিত হন?
উত্তর : ইংরেজ সেনাপতি আয়ারকুটের কাছে।

১৬. প্রশ্ন : প্রথম কর্ণাটক যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর : ১৭৪৬ সালে।

১৭. প্রথম কর্ণাটক যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়?
উত্তর : ফরাসিদের সাথে ইংরেজদের মধ্যে।

১৮. প্রশ্ন : উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা কোথায় বাণিজ্য স্থাপন করে?
উত্তর : ইন্দোনেশিয়ায়।

১৯. প্রশ্ন : ‘ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ কবে গঠন করা হয়?
উত্তর : ১৬০২ সালে।

২০. প্রশ্ন : বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করে কোন পর্তুগীজ নাবিক?
উত্তর : পেড্রো আলভারেজ কাব্রাল
©Kabil Mahmud

Old Memory: 2019
20/10/2024

Old Memory: 2019

18/10/2024

তাফসীরুল কোরআন মাহফিল। ১১নং বড়বালা ইউনিয়ন, মিঠাপুকুর, রংপুর।
🔴 সরাসরি... প্রধান বক্তা ।

18/10/2024

তাফসীরুল কোরআন মাহফিল। ১১নং বড়বালা ইউনিয়ন, মিঠাপুকুর, রংপুর।
🔴 সরাসরি... প্রধান বক্তা ।

18/10/2024

#একটি শোক সংবাদঃ
#পূর্ব_বড়বালা (ভোলার পাতার) নিবাসী
মোহাম্মদ আব্দুর রশীদ স্যার (সহকারী শিক্ষক-গুটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়)!
ইন্না লিল্লাহী-ওয়া-ইন্না ইলাহি রাজিউন

হে আল্লাহ, আমাদের শ্রদ্ধেয় স্যারকে,
জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন !
(আমিন)

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Masud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share