
21/07/2025
📢 জরুরি বার্তা | রক্তদাতাদের প্রতি আহ্বান 📢
আজ উত্তরায় ভয়াবহ বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন, বিশেষ করে স্কুলের শিক্ষার্থীসহ অনেকেই গুরুতর দগ্ধ। এখনই মানবতার হাত বাড়ানোর সময়।
🩸 রক্তের তীব্র প্রয়োজন!
আহতদের বাঁচাতে শত শত ব্যাগ রক্ত প্রয়োজন। যারা রক্ত দিতে সক্ষম, দয়া করে নিকটস্থ হাসপাতালে চলে যান।
📍 রক্তদানের স্থানসমূহ:
✅ ঢাকা মেডিকেল বার্ন ইউনিট
✅ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
✅ উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
✅ কুয়েত মৈত্রী হাসপাতাল
✅ উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ
✅ মনসুর আলী মেডিকেল কলেজ
🆘 রক্তদাতারা এগিয়ে আসুন। প্রতিটি ফোঁটা রক্ত একটি প্রাণ বাঁচাতে পারে।
💔 আজ আমরা কেউ যেনো পেছনে না থাকি।
🤝 রক্ত দিন, জীবন বাঁচান।
শেয়ার করে ছড়িয়ে দিন — যাতে আরও রক্তদাতা দ্রুত এগিয়ে আসতে পারেন।