AS_24 tv

AS_24 tv সংবাদ, বিনোদন, ও তথ্যবহুল ঘটনা নিয়ে সদা সত্য উদঘাটনে নিরলস প্রচেষ্টায় AS_24tv. আমাদের সাথে থাকুন।

রাজধানীতে বিক্ষোভ মিছিলে সহযোগিতা চেয়ে ডিএমপির কাছে জামায়াতের আবেদনকেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আগামী ৫ই জুন সোমবা...
28/05/2023

রাজধানীতে বিক্ষোভ মিছিলে সহযোগিতা চেয়ে ডিএমপির কাছে জামায়াতের আবেদন

কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আগামী ৫ই জুন সোমবার বিকাল ৩-০০ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে ই-মেইলে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি ড. মোবারক হোসাইন স্বাক্ষরিত আবেদন পত্রটি আজ রবিবার বিকেল ৪-৪০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর ই-মেইলে প্রেরণ করা হয়।

আবেদনে বলা হয়, দ্রব্যমূল্যের উর্ধগতিরোধ, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থাসহ জনগনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিলটি আগামী ৫ জুন ২০২৩ সোমবার বিকাল ৩.০০ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হবে। বিক্ষোভ কর্মসূচি সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

নিউজ ডেস্ক
11/02/2023

নিউজ ডেস্ক

 #তুরস্কে_থামছে_না_মৃত্যুর_মিছিল_বাড়ছে_আর্তনাদ #আন্তর্জাতিক_ডেস্ক | প্রকাশিত: ০৬ঃ৪৫ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩তুরস্কে থামছ...
11/02/2023

#তুরস্কে_থামছে_না_মৃত্যুর_মিছিল_বাড়ছে_আর্তনাদ

#আন্তর্জাতিক_ডেস্ক |
প্রকাশিত: ০৬ঃ৪৫ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্কে থামছে না মৃত্যুর মিছিল, বাড়ছে আর্তনাদ ছবি সংগৃহীত
সাত দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে তুরস্কের দক্ষিণাঞ্চল। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৮৮ জন। তাছাড়া আহত হয়েছেন ৭৭ হাজার ৭১১ জন। এমন পরিস্থিতিতে দেশটিতে বেড়েছে আর্তনাদ। খবর আল-জাজিরার।

হতাহতের সংখ্যা জানাতে গিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, সরকার ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলের মানুষদের স্থানান্তর ও ভাড়া সহায়তা দেবে।

এদিকে সিরিয়া ও তুরস্কে একত্রে মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। ঘটনার চারদিন পরও ধ্বংসস্তূপে চাপা পড়া লোকজনকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা।

ভূমিকম্পের ১০০ ঘণ্টা পর ধ্বংসস্তূপে আটকে পড়া একই পরিবারের ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কর্মীরা তুরস্কের দক্ষিণাঞ্চলের ইস্কেন্ডারানে ধসে পড়া একটি ভবন থেকে তাদের উদ্ধার করে।

জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা ধসে পড়া কাঠামোর মধ্যে ছোট এক জায়গায় একসঙ্গে আবদ্ধ ছিল। মুরাত বায়গুল নামের এক উদ্ধারকর্মী এই তথ্য নিশ্চিত করেছেন।

তাছাড়া ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে ২২ মেট্রিক টন ত্রাণ সহায়তা পাঠিয়েছে পাকিস্তান। একটি কার্গো প্লেনে এসব ত্রাণ পাঠানো হয়। এখনো তুরস্কজুড়ে পরিচালনা করা হচ্ছে উদ্ধার অভিযান। জীবিত উদ্ধার করা হচ্ছে অনেককে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ২০ মেট্রিক টন ত্রাণ সহায়তা পাঠানো হলো। আকাশ, ভূমি ও সমুদ্র তিন পথেই তুরস্কের সঙ্গে যোগাযোগ রয়েছে পাকিস্তানের।

#তুরস্ক
#ভূমিকম্প

 #মারা_গেছেন_পাকিস্তানের_সাবেক_সেনাশাসক_পারভেজ_মোশাররফঅনলাইন ডেস্ক ০৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৩৩ পাকিস্তানের সাবেক সেনাশাসক...
05/02/2023

#মারা_গেছেন_পাকিস্তানের_সাবেক_সেনাশাসক_পারভেজ_মোশাররফ

অনলাইন ডেস্ক
০৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৩৩


পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ মারা গেছেন। ৭৯ বছর বয়সে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক উর্ধতন এক ্সেনা কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানান, শনিবার সকালে দুবাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোশাররফ।

তিনি আর আমাদের মাঝে নেই।


তার মৃত্যুর পরপরই আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের এক শোক বার্তায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

শোক জানিয়েছেন দেশটির সিনেট চেয়ারম্যান সাদিক সাঞ্জরানি। এক টুইট বার্তায় নিহতের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।


দীর্ঘদিন ধরে অ্যামিলইডসিস নামের বিরল এক রোগে ভুগছিলেন মোশাররফ। গত বছর জুনে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার মৃত্যুর খবর ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভারত ও পাকিস্তানের কয়েকটি গণমাধ্যমে। এর জেরে তার পরিবার এক টুইট বার্তায় বলেছিল, একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, পরিস্থিতি এমন যে আর সুস্থ হওয়া সম্ভব নয় কারণ তার অঙ্গপ্রত্যঙ্গ ঠিকমত কাজ করছে না। তার দৈনন্দিন জীবন যাপন যাতে সহজ হয় সেই দোয়া চাই।

বিস্তারিত আসছে....
AS_24 tv

 #আপনি_ভুল বলেছেন_ওবায়দুল_কাদেরকে_হিরো_আলম⏰০৫ ফেব্রুয়ারী ২০২৩আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওব...
05/02/2023

#আপনি_ভুল বলেছেন_ওবায়দুল_কাদেরকে_হিরো_আলম

⏰০৫ ফেব্রুয়ারী ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশে হিরো আলম বলেছেন, ‘আপনি (ওবায়দুল কাদের) বলেছেন, হিরো আলম নাকি জিরো হয়েছে। এটা ভুল বলেছেন। হিরোকে কেউ কখনো জিরো করতে পারে না। হিরো হিরোই থাকে।

আমাকে জিরো কেউ বানাতে পারেনি, পারবেও না। এটা আপনি ভুল বলেছেন। হিরোকে যাঁরা জিরো বানাতে এসেছে, তাঁরাই জিরো হয়েছে। ’
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের জবাবে এ কথা বলেন তিনি।

ফেসবুক লাইভে হিরো আলম আরও বলেন, ‘আপনারা জানেন, আমি আগে থেকেই বলেছিলাম, বগুড়া-৪ আসনে ভোট সুষ্ঠু হয়েছে। কোনো কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করেও দেওয়া হয়নি। কাহালুতে ৬৩টি কেন্দ্রে প্রায় ২ হাজার ৫০০ ভোটে এগিয়ে ছিলাম। নন্দীগ্রামে ৪৯টি কেন্দ্রের মধ্যে ১ থেকে ৩৯টি কেন্দ্রের ফল একে একে ঘোষণা করা হয়। তারপর আর ফল ঘোষণা না করে সরাসরি মশাল প্রতীককে বিজয়ী ঘোষণা করা হয়। কাহালু উপজেলায় ৬৩টি কেন্দ্রের ফল ঘোষণার দুই ঘণ্টা পর নন্দীগ্রাম উপজেলার ৪৯টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। ৮৩৪ ভোটে যে আমাকে ফেল দেখানো হয়েছে, আমাকে কীভাবে ফেল দেখানো যায়, সেই চিন্তা করতে করতেই দুই ঘণ্টা পেরিয়ে গেছে। আবার ভোট গণনা চেয়ে আপিল করার প্রস্তুতি নিচ্ছি। ’

‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য দেন ওবায়দুল কাদের। কামরাঙ্গীরচর, ঢাকা ৪ ফেব্রুয়ারি
স্বতন্ত্র এই প্রার্থী বলেন, ‘দু-তিন দিন ধরে কিছু দল আমাকে নিয়ে নানা কথা বলছে। আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যার হিরো আলমকে নিয়ে মন্তব্য করেছেন। হিরো আলমকে নাকি বিএনপি দাঁড় করিয়ে দিয়েছে। বিএনপির কোনো সাইনবোর্ড নিয়ে কি আমি ভোট করেছি? বিএনপির কেউ কি মাঠে ছিল? আমার পাশে ছিল? আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করেছি, আমাকে কিন্তু বিএনপি দাঁড় করিয়ে দেয়নি। ’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেই প্রসঙ্গে তুলে হিরো আলম বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার এখন অসহায় হয়ে গেছে। এই সরকার অসহায় হয়েছে কি না, আমি জানি না। তবে আমি হিরো আলম যে অসহায় হয়েছি, এই প্রশ্নের জবাব কে দেবে? আমার ভোটের ফলাফল যে কেড়ে নেওয়া হলো, এই প্রশ্নের জবাব কে দেবে? আমি কার কাছে বিচার দেব। আমি যাঁদের কাছে বিচার দিতেছি, তাঁরা কেউ বিচার করছে না। ’

প্রধানমন্ত্রীর উদ্দেশে হিরো আলম বলেন, ‘বাংলাদেশের সবার বিচার তো আপনি করেন। আমি আপনার কাছে বিচার দিলাম। আমার ভোট সুষ্ঠুমতো হলো, কিন্তু ভোটের ফল সুষ্ঠুমতো ঘোষণা দেওয়া হলো না কেন? এর বিচার চাই। ’

হিরো আলম এখন বিএনপির কাঁধে ভর দিয়ে চলছে—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘হিরো আলম কারও কান্দের ওপর ভর দিয়ে চলে না। আজকে এত দূর এসেছি, কেউ সহযোগিতা করেনি। নিজের পরিশ্রম, সংগ্রাম করেই আমি হিরো আলম হয়েছি। কারও ওপর ভর করিনি। ’

লাইভে হিরো আলম আরও বলেন, ‘পুরো পরিকল্পনা ও চক্রান্ত করে হিরো আলমকে হারানো হয়েছে। ভোটে যে গণজোয়ার দেখেছি, হিরো আলম হারতে পারে না, হারার প্রশ্নই আসে না। ’

ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে লাইভে হিরো আলম বলেন, ‘ওবায়দুল কাদের স্যার বলেছেন, হিরো আলম পার্লামেন্টে গেলে নাকি পার্লামেন্ট ছোট হবে। আমি যদি পার্লামেন্টে গেলে পার্লামেন্ট ছোট করা হয় তবে যখন মনোনয়ন কিনছি, তখন কিন্তু আপনাদের বলা উচিত ছিল, হিরো আলমের কাছে যেন মনোনয়ন বিক্রি করা না হয়। আপনারাই বলেছেন, গণতান্ত্রিক দেশ, সবাই নির্বাচন করতে পারবে। সবার যদি নির্বাচন করার কথা আইনে থাকে, তাহলে আমি ভোটে দাঁড়ালে সংসদ ছোট হবে কেন? তাহলে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা নিয়ে আইন করতে হবে?’

স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর নেওয়ার আইন তুলে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‌‘স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর লাগলে দলীয় প্রার্থীদের কেন লাগবে না? আইন সবার জন্য সমান হলে ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর নেওয়ার বিধান হয় তুলে দিতে হবে। না হলে সবার ক্ষেত্রেই তা নিতে হবে। ’

হিরো আলম আরও বলেন, ‘অনেকেই আমার যোগ্যতা নিয়ে কথা বলেছেন। পুলিশের সাবেক আইজিপি বলেছেন, আমাকে নিয়ে বলতে তাঁর নাকি রুচিতে বাঁধে। হিরো আলম সংসদে গেলে নাকি সংসদ অবমাননা করা হবে। সংসদে কাজ কী বলুন তো? সংসদে আমরা যাব। জনগণের সুখ–দুঃখের কথা বলব। জনগণের ন্যায্য দাবি তুলে ধরব। আপনারা আমাদের বাজেট দেবেন, সেই অনুযায়ী কাজ করব। সংসদে বিল পাস করে দেবেন, আমরা জনগণের জন্য কাজ করব। আমার যোগ্যতা দিয়ে কী করবেন, চেহারা দিয়ে কী করবেন? এসব তো দরকার নেই। জনগণ যদি এসব ভাবত, তবে এত ভোট আমাকে কেন দিল? আমার এত গণজোয়ার কেন উঠল?’

চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হিরো আলম বলেছেন, ‘হিরো আলমকে কি নরম মনে হয়? আমি হিরো আলম চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের। প্রতিটি কেন্দ্রে ব্যালটে ভোট দেন, প্রতিটি বুথে সিসিটিভি দেন। ইভিএমে ভোট হবে না, ইভিএম চোর। বাইরের দেশ ইভিএমে ভোট করে না। ইভিএমে এক প্রতীকে টিপ মারলে আরেক জায়গায় যায়। ব্যালটে ভোট দেন। ’

নিজে কোনো দলের সঙ্গে যুক্ত নন মন্তব্য করে স্বতন্ত্র এই প্রার্থী বলেন, ‘না আওয়ামী লীগ, না বিএনপি, না অন্য কোনো দল। আমি হিরো আলম—কোনো দলের সঙ্গে যুক্ত না। আমাকে নিয়ে বেশি মাখামাখি করবেন না। ’ হিরো আলম আরও বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভোটের ফলাফলের সুষ্ঠ বিচার পাই। আমি দেখিয়ে দিতে চাই, আমি সংসদে গিয়ে কথা বলতে পারি কি না। ’

 #ওয়ান_ব্যাংকে_চাকরির_সুযোগঅনলাইন ডেস্ক ⏰০৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৫১ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ওয়ান...
05/02/2023

#ওয়ান_ব্যাংকে_চাকরির_সুযোগ

অনলাইন ডেস্ক
⏰০৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৫১


সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ওয়ান ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি কয়েকটি পদে মোট ২১৫ জন নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: সেলস অফিসার/সিনিয়র সেলস অফিসার

পদসংখ্যা: ১১৩

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক।

কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

২. পদের নাম: ট্রেইনি সেলস অফিসার/সিনিয়র সেলস অফিসার

পদসংখ্যা: ৬৭

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক। কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

তবে নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

৩. পদের নাম: ব্রাঞ্চ সেলস অফিসার

পদসংখ্যা: ৩৫

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক। কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিডিজবস.কম থেকে জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩

 #চট্টগ্রামের_পাহাড়তলী_কাঁচাবাজারে_ভয়াবহ_অগ্নিকাণ্ড #চট্টগ্রাম_প্রতিনিধি ০৫ ফেব্রুয়ারী, ২০২৩...  চট্টগ্রামের পাহাড়তলী ক...
05/02/2023

#চট্টগ্রামের_পাহাড়তলী_কাঁচাবাজারে_ভয়াবহ_অগ্নিকাণ্ড

#চট্টগ্রাম_প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারী, ২০২৩...


চট্টগ্রামের পাহাড়তলী কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কাঁচাবাজারের বিভিন্ন স্থাপনা। ছোট বড় ১০টি দোকান পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিস।

শনিবার রাত ১২টা ১৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মো. আবুল কালাম আজাদ। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এই মুহূর্তে আগুন লাগার প্রকৃত কারণ জানানো যাচ্ছে না বলেও জানান তিনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে না পারলেও ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের।

AS_24_tv/

01/01/2023

সংবাদ, বিনোদন, ও তথ্যবহুল ঘটনা নিয়ে সদা সত্য উদঘাটনে নিরলস প্রচেষ্টায় AS_24tv. আমাদের সাথে থাকুন।
ধন্যবাদ

Address

Rangpur
Rangpur

Telephone

+8801797891427

Website

Alerts

Be the first to know and let us send you an email when AS_24 tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category