16/10/2025
তিস্তা জ্বলছে, উত্তরবঙ্গ জেগে উঠেছে 🔥
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে “তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ”-এর উদ্যোগে বিশাল মশাল মিছিল।
উত্তরবঙ্গের পাঁচটি জেলার মানুষ একত্র হয়ে দেখিয়ে দিল—তারা ন্যায্য অধিকারের জন্য এখনও লড়তে জানে।
চোখে শেষ দেখা যায় না, শুধু মানুষ আর মশালের সাগর।
স্থানীয়দের মতে এই মিছিল প্রায় ১০০ কিলোমিটার (ভিন্ন মতে ১০ কিলোমিটার) জুড়ে চলেছে—এমন দৃশ্য বাংলাদেশে বিরল।
কিন্তু অবাক করার মতো ব্যাপার—মিডিয়া কাভারেজ প্রায় শূন্য।
যেখানে অন্ধকার জায়গাকে জোর করে আলোকিত করা হয়, সেখানে আলোকিত মানুষের সংগ্রামকে ঢেকে দেওয়া হয় অন্ধকারে।
তবুও উত্তরবঙ্গের মানুষ থেমে নেই।
তারা জানে—তিস্তা শুধু নদী না, এটা তাদের বেঁচে থাকার নাম।
#তিস্তা_মহাপরিকল্পনা #তিস্তা_বাঁচাও #উত্তরবঙ্গ_বাঁচাও