Md Sojib

Md Sojib স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না।'

"কারো দরিদ্র্যতারসুযোগ নিয়ে তাকে অপমান করবেন না!😭পরিস্থিতি এক জায়গায় স্থির থাকে না..!🥺আজ আপনি যে স্থানে আছেন, কাল সেই স্...
12/12/2024

"কারো দরিদ্র্যতার
সুযোগ নিয়ে তাকে অপমান করবেন না!😭
পরিস্থিতি এক জায়গায় স্থির থাকে না..!🥺
আজ আপনি যে স্থানে আছেন, কাল সেই স্থানে নাও থাকতে পারেন🤔,"

"জীবনে কারো কাছ থেকে"ক'ষ্ট পেয়ে থাকলে তুমি তাকে ক'ষ্ট দিতে যেও না..!দেখবে একদিন সেই মানুষটাই- তোমার থেকে পাওয়া সুখের মুহ...
04/06/2024

"জীবনে কারো কাছ থেকে"
ক'ষ্ট পেয়ে থাকলে তুমি তাকে ক'ষ্ট দিতে যেও না..!
দেখবে একদিন সেই মানুষটাই- তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে..!

"পবিত্র কোরআন ও বলে নারী তুমি ছলনাময়ি"🤔🤔
03/06/2024

"পবিত্র কোরআন ও বলে নারী তুমি ছলনাময়ি"🤔🤔

"একজন জ্ঞানী পুরুষ কখনোই তার স্ত্রীর ছবি সো'সা'ল মিডিয়াতে প্র'চা'র করে না কারণ সে ভাবে আমার ঘরের রাণী'কে অন্য কেউ কেনো দ...
01/06/2024

"একজন জ্ঞানী পুরুষ কখনোই তার স্ত্রীর ছবি সো'সা'ল মিডিয়াতে প্র'চা'র করে না কারণ সে ভাবে আমার ঘরের রাণী'কে অন্য কেউ কেনো দেখবে"

- অর্ধাঙ্গিনী

15/11/2023

মানুষ সেই আ'ঘাতটা সহজে ভুলতে পারে না, যেই আ'ঘাত সে খুব কাছের মানুষের থেকে পায়।

02/11/2023

সময় আর আপনজন যখন এক সাথে আঘাত দেয়
মানুষ তখন বাহির থেকে নয়
ভিতর থেকেই পাথর হয়ে যায়

21/08/2023

তোমার শহরের কোথাও আমি নেই, অথচ আমার পুরো শহরটাই তুমি, তুমি আমার ব্যস্ততা আর আমি তোমার আবসর

20/08/2023

"একা পথ চলতে চলতে অভ্যাস হয়ে গেছে, তাই হয়ত আজ আর আমি পথ ভুল করি না … তোমাকে না দেখে থাকাও অভ্যাস হয়ে গেছে, এজন্যে হয়ত আজকাল ব্যস্ততার মাঝে আর তোমাকে মনেও পরে না … কষ্ট পেতে পেতে কষ্টগুলোকেই জীবনের সঙ্গী করে নেওয়ার অভ্যাস হয়ে গেছে, তাই হয়ত আজ আর আমি কষ্ট পাই না "

25/07/2023

ভালো আমিও বেসেছি, শুধু বোঝাতে পারিনি। ভালো আমিও বেসেছি, শুধু দেখাতে পারিনি...।
হয়তো আমি বোঝাতে পারিনা বা হয়তো বোঝানোর.....ক্ষমতা নেই আমার; আর তুমিও বুঝলে না আমায়। না বুঝে আমার ভালোবাসাকে অবহেলা মনে করলে। কিন্তু আমিও যে ভালোবেসেছি, আজও ভালোবাসি তোমায়....

16/07/2023

আমার সেই জিনিস কখনো প্রয়োজন নেই যেটায় অন্য কারো ভাগ থাকে। সেটা প্রিয় মানুষ হউক কিংবা প্রিয় জিনিস। যেটায় অন্য কারো ভাগ সেটা আমার চাই না।

02/07/2023

মানুষের পক্ষে কাউকে পুরো পুরি ভুলে যাওয়া সম্ভব না।
হয়ত কয়েক মাস, কয়েক বছর, নয়তো কয়েক যুগ তারপর হুট করে আবার মনে পড়বে।
মনে তাকে পড়বেই। হয়ত ৬০ বছর পরও হুমায়ুন ফরিদীর মতো আক্ষেপ নিয়ে বলবে- 'আমি এখনও একটা মানুষকে অসম্ভব ভালোবাসি।

26/06/2023

জীবনের পথ পাড়ি দেওয়া এত সহজ নয়। জীবনের পথে আপন মানুষ পর হয়,প্রিয় মানুষ হার মেনে নিতে হয়।
বিশ্বাসঘাতকতা করে।
আবেগে ভেসে বেড়াতে গিয়ে চরম বাস্তবতার কাছে

,,,সজীব,,

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Md Sojib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Sojib:

Share