Mst. Shammi Akter

  • Home
  • Mst. Shammi Akter

Mst. Shammi Akter I am a professional Digital Marketor expert. I have been working successfully for 2 years.

👉সঠিকভাবে সন্তান প্রতিপালনে মনোবৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিছু নির্দেশনা:✅বাচ্চার সব চাহিদা পূরণ করবেন না।আপনার সামর্থ্য এবং...
30/05/2025

👉সঠিকভাবে সন্তান প্রতিপালনে মনোবৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিছু নির্দেশনা:

✅বাচ্চার সব চাহিদা পূরণ করবেন না।আপনার সামর্থ্য এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তাকে ধারণা দিন।বাচ্চা আপনার কাছে যা চায় সেটি তার জন্য আদতে অর্থবহ কিনা সে বিষয়টি তাকে বুঝিয়ে বলুন।

✅বাচ্চার সব কথা শুনবেন, কিন্তু সব কথা মানবেন না।
শোনা মানে গুরুত্ব দেওয়া, আর মানা মানে বাচ্চার সিদ্ধান্ত ও স্বেচ্ছাচারিতায় সায় দেওয়া।

✅ কোথায় এবং কোন পরিস্থিতিতে 'না' বলতে হয় সেটা বাচ্চাকে শেখান।মনে রাখবেন 'না' বলতে পারার ব্যপারটি ব্যক্তিত্বের দৃঢ়তা।

✅সন্তানের সামনে নিজের ভুল স্বীকার করুন, কিন্তু নিজের দুর্বলতা বা অতীত জীবনের কোন কালো অধ্যায় তুলে ধরবেন না। মা-বাবার দোষ ও দুর্বলতা জানলে সন্তানেরা সুযোগ নেয়ার উপলক্ষ পায়।

✅শিশুকে শেখান কিভাবে ভাবতে হয়। তার মধ্যে সমস্যা সমাধানের ক্ষমতা গড়ে তুলুন, মত প্রকাশের স্বাধীনতা দিন।

✅ বাচ্চার ছোট সাফল্যগুলোতেও আনন্দ প্রকাশ করুন এবং ব্যর্থতায় খোঁটা দেয়া থেকে বিরত থাকুন।এতে তার আত্মবিশ্বাস এবং ভালো কিছু করার স্পৃহা বাড়ে।

✅বাচ্চাকে স্ক্রিনটাইম নয়, কোয়ালিটি টাইম দিন।মনে রাখবেন ইলেকট্রনিক ডিভাইসে সময় কাটানো বা যেকোনো বস্তুবাদী উপহারের চেয়ে আপনার সঙ্গ শিশুর জন্য বেশি গুরুত্বপূর্ণ।

✅ শিশুকে অন্য কারো সাথে তুলনা করবেন না।
"তুমি তোমার মতো ভালো করছো" – তাকে এই বার্তাটা দিন।

✅সন্তানকে নিঃশর্তভাবে ভালোবাসুন।কোনকিছু দিয়ে পরে সেটি নিয়ে তাকে খোঁটা দিবেন না।পারফরম্যান্স দেখে বা ফিডব্যাকের আশায় সন্তানকে ভালোবাসা উচিত নয়।
✅ গতানুগতিক লেখাপড়ার বাইরেও বাচ্চাকে কোন একটা ফিল্ডে দক্ষ করে তুলুন।অনুসন্ধান করুন বাচ্চা কিসে বেশি আগ্রহী। তার আগ্রহে বাধা সৃষ্টি করবেন না।

সন্তানকে কেন্দ্র করে আপনার প্রতিটি বুদ্ধিদীপ্ত পদক্ষেপই, তার সুন্দর ও সফল ভবিষ্যত নির্মাণের রসদ।

11/04/2023

Hello, this is Mst. Shammi Akter. You all are wellcome in my new page.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mst. Shammi Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mst. Shammi Akter:

  • Want your business to be the top-listed Media Company?

Share