লক্ষ্য যখন BCS

লক্ষ্য যখন BCS InshAllah
Future BCS Cadre.

⚡ ফসলের জাত মনে রাখার টেকনিক। চাইলে এভাবেও মনে রাখতে পারেন। 🔥
03/09/2025

⚡ ফসলের জাত মনে রাখার টেকনিক। চাইলে এভাবেও মনে রাখতে পারেন। 🔥

03/09/2025

অনার্স পাশ ছাড়া স্কুল কমিটির সভাপতি হওয়া যাবে না,

গেজেট জারি করেছে
শিক্ষা মন্ত্রণালয়।

নিজেকে না বদলালে কেউ আপনাকে বাঁচাতে আসবে না....এই পৃথিবীতে কেউ আপনাকে এসে সফল করে দিয়ে যাবে না।কেউ এসে আপনাকে টেনে তুলবে...
02/09/2025

নিজেকে না বদলালে
কেউ আপনাকে বাঁচাতে আসবে না....

এই পৃথিবীতে কেউ আপনাকে এসে সফল করে দিয়ে যাবে না।
কেউ এসে আপনাকে টেনে তুলবে না, যদি আপনি নিজে উঠে দাঁড়াতে না চান।
জীবনের লড়াই আপনাকেই লড়তে হবে, একদম একা।

১. কেউ আপনাকে কিছু দিতে বাধ্য না
আপনার বাবা-মা আপনাকে জন্ম দিয়েছেন, মানুষ করেছেন।
তবে আপনি জীবনে কতদূর যাবেন, কত বড় হবেন— সেটা একান্তই আপনার দায়িত্ব।
কেউই বাধ্য না আপনাকে সুযোগ করে দিতে।
আপনাকেই নিজের সুযোগ তৈরি করতে হবে।

২. পৃথিবী কঠিন, আপনি যদি দুর্বল থাকেন তো শেষ
জীবন কারও জন্য থেমে থাকবে না।
আপনি ব্যর্থ হলে, খুব বেশি মানুষ এক মিনিটও সময় দেবে না আপনার জন্য।
এই দুনিয়ায় টিকে থাকতে হলে আপনাকে মজবুত হতে হবে — মানসিকভাবে, মানসিকতায়, সিদ্ধান্তে।

নাহলে পৃথিবী আপনাকে গিলে ফেলবে, একটুও দয়া করবে না।

৩. কষ্ট হবে, কিন্তু কেউ দেখবে না
হয়তো আপনি রাত জেগে পরিশ্রম করছেন, একা লড়াই করছেন, কাঁদছেন —
কিন্তু কেউ তা দেখবে না।
মানুষ শুধু ফলাফল (result) দেখতে চায়,
আপনার পরিশ্রম (process) নয়।

তাই নীরবে লড়াই করুন, জেতার পর সবাই দেখবেই।

৪. বারবার ক্ষমা চাইলে পিছিয়ে পড়বেন
যদি আপনি সবসময় অজুহাত দেন—
যে, “সময় পাইনি”, “পরিস্থিতি খারাপ ছিল”, “ভাগ্য সহায় ছিল না”—
তাহলে আপনি কখনোই এগোতে পারবেন না।

Victim mindset মানে নিজেকে সবসময় দুর্ভাগা ভাবা — এটা আপনাকে কেবল পিছিয়ে দেবে, কিছুই দেবে না।

৫. আপনিই আপনার একমাত্র ভরসা
কেউ এসে আপনাকে ধাক্কা দিয়ে বলবে না: “উঠে দাঁড়াও!”
কেউ এসে আপনাকে অনুপ্রাণিত করবে না, যদি না আপনি নিজে চেষ্টার আগুন জ্বালান।

আজ আপনি যেখানে আছেন, ১০ বছর পরও সেখানেই থাকবেন — যদি আজই বদলানো শুরু না করেন।

শেষ কথা:
এখনো ভাবছেন, কেউ এসে আপনাকে বাঁচাবে?
না, কেউ আসবে না।
আপনাকেই নিজেকে বাঁচাতে হবে।
নিজের ভিতরের আগুন জ্বালান — কারণ একমাত্র আপনিই পারেন নিজেকে বদলাতে।

#সংগৃহীত

30/08/2025

যন্ত্রের ব্যবহারঃ-
১। ল্যাক্টোমিটার - দুধের বিশুদ্ধতা নির্ণয়।
২। ব্যারোমিটার - বায়ুমন্ডলের চাপ।
৩। ফ্যাদোমিটার - সমুদ্রের গভীরতা নির্ণয়।
৪। অ্যামিটার - বিদ্যুৎ প্রবাহ নির্ণয়
৫। ভোল্টমিটার - বিভব পার্থক্য নির্ণয়।
৬। হাইড্রোমিটার - তরলের আপেক্ষিক গুরুত্ব নির্ণয়।
৭। সিসমোগ্রাফ - ভূমিকম্প নির্ণয়।
৮। রেইন গেজ - বৃষ্টি পরিমাপক যন্ত্র।
৯। ট্যাকোমিটার - উড়োজাহাজের গতি নির্ণয়।
১০। সেক্সট্যান্ট - সূর্য ও গ্রহের কৌণিক উন্নতি নির্ণয়।
১১। কার্ডিওগ্রাফ -হৃৎপিণ্ডের গতি নির্ণয়।
১২। স্ফিগমোম্যানোমিটার - উচ্চ রক্তচাপ নির্ণয়।

প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্যে বাংলা৷,ইংরেজী, গণিত,সাধারণ জ্ঞান গাইডলাইন🌱♥️এর বাইরে যদি প্রশ্ন হয় তাহলে হয়...
30/08/2025

প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্যে বাংলা৷,ইংরেজী, গণিত,সাধারণ জ্ঞান গাইডলাইন🌱♥️

এর বাইরে যদি প্রশ্ন হয় তাহলে হয়তো ১ বা ২ টা হবে। কিন্তু এর বাইরে না।সেক্ষেত্রে আমি মনে করি এই এনালাইসিসগুলো দারুন ভাবে হেল্প করবে☘♥️

✅ ৫৩ পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) নিয়োগ বিজ্ঞপ্তি👉 পদের নামঃ বিভিন্ন পদ 👉 পদ সংখ্যাঃ ৫৩টি👉 আবেদন শুরুঃ ৬ আগ...
21/08/2025

✅ ৫৩ পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) নিয়োগ বিজ্ঞপ্তি
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পদ সংখ্যাঃ ৫৩টি
👉 আবেদন শুরুঃ ৬ আগস্ট ২০২৫
👉 আবেদনের শেষ তারিখঃ ৩১ আগস্ট ২০২৫

#পল্লিউন্নয়ন #বাংলাদেশ_পল্লী_উন্নয়ন_একাডেমি_(বার্ড)_নিয়োগ_বিজ্ঞপ্তি

বিসিএস পরীক্ষায় এটুক থেকেই ২ নাম্বার কমন পড়ার ব্যাপক সম্ভাবনা রয়ছে!
03/08/2025

বিসিএস পরীক্ষায় এটুক থেকেই ২ নাম্বার কমন পড়ার ব্যাপক সম্ভাবনা রয়ছে!

29/07/2025
ঐতিহাসিক মানচিত্র।       #খাদ্য_অধিদপ্তর  #সমাধান      #বিসিএস  #মানচিত্র  #বাংলাদেশ
29/07/2025

ঐতিহাসিক মানচিত্র।

#খাদ্য_অধিদপ্তর #সমাধান #বিসিএস #মানচিত্র #বাংলাদেশ

04/11/2024

চান্স পাইলেই সফলতা... দেখতে পাচ্ছি না।

Address

Rangpur
5401

Website

Alerts

Be the first to know and let us send you an email when লক্ষ্য যখন BCS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share