Ruhan RX

Ruhan RX __//---\\__

ফ্রিল্যান্সিং কাজের ডলার withdraw এর ক্ষেত্রে এখন পর্যন্ত আমার দেখা হাইয়েস্ট কনভারসন রেইট ছিল এটা।
11/04/2025

ফ্রিল্যান্সিং কাজের ডলার withdraw এর ক্ষেত্রে এখন পর্যন্ত আমার দেখা হাইয়েস্ট কনভারসন রেইট ছিল এটা।

ঈদ মোবারক। সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদের আনন্দে ভরে উঠুক আপনার জীবন। পরিবার ও বন্ধু বান্ধবের সাথে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন ...
31/03/2025

ঈদ মোবারক। সকলকে ঈদের শুভেচ্ছা।
ঈদের আনন্দে ভরে উঠুক আপনার জীবন। পরিবার ও বন্ধু বান্ধবের সাথে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করুন।

কেমনে কি ?
29/03/2025

কেমনে কি ?

পুরুষ মানুষের মন খারাপের অনেক কারন থাকে। টাকা পয়সা তার একটি। এই জিনিষ টা ছাড়া পুরুষ হয়ে যায় হাঁফ লেডিস। ইন্টার্নীতে থাকা...
26/03/2025

পুরুষ মানুষের মন খারাপের অনেক কারন থাকে। টাকা পয়সা তার একটি। এই জিনিষ টা ছাড়া পুরুষ হয়ে যায় হাঁফ লেডিস।

ইন্টার্নীতে থাকার সময় যশোর থেকে এক টি বিয়ের প্রস্তাব এসেছিল। পাত্রীর ধনী বাবা আমাদের বাড়ী দেখতে এসে বাড়ির পথ থেকে পালিয়েছিল, ভিতরে আর আসে নি। এই বয়সে বিয়ের কোন আগ্রহ ছিল না আমার, সেটা চাইও নি, পাত্রীকেও চিনি না। তবুও একটা অদ্ভুত কষ্ট হয়েছিল সেদিন। কষ্টটা আমার জন্য নয়। আমাদের গোলপাতার বাড়িটার জন্য।...
এক ব্যাচ সিনিয়র এক ভাইয়ের সাথে দেখা হল সেদিন। চেহারা শুকিয়ে গেছে, চোখ কোটরে ঢুকেছে। ভালবেসে বিয়ে করেছিল, কোর্ট ম্যারেজ। পরিবার মেনেও নিয়েছিল। নবম মাসের মাথায় ডিভোর্স দিয়েছে। ডিভোর্স হয়েছে উনি নিজেও জানতেন না। খবর টা শুনেছে অন্যের কাছে। একটা বিশাল অপরাধ করেছিলেন উনি::: জুলাইতে এফসিপিএস চান্স হয় নাই, বিসিএস প্রিলি হয় নাই।
বিসিএস রিটেন দেওয়া রংপুর মেডিকেলের এক ছেলের সাথে নতুন করে শুরু করেছে মেয়েটা।

কারো চাই টাকা, আর কারো চাই স্ট্যাটাস। ভালবাসা এখানে শ্বান্ত্বনা ।
ভাইটাও এখন শ্বান্তনা পায়। মেয়েটির উপর তার কোন অভিযোগ নেই। " ও ভেবেছিল আমি ভাল মেডিকেলে পড়ি, অনেক ব্রিলিয়ান্ট কেউ। আমি যে গড় পড়তামানের স্টুডেন্ট পরে বুঝেছে । বোঝার পর চলে গেছে। ওর কোন দোষ নেই।" এভাবেই বলেছিলেন উনি। ....
আপনি পুরুষ মানুষ হয়েছেন, আর আপনার বিসিএস নাই, এফসিপিএস নাই আবার টাকাও নাই। ভুলেও নিজেকে পুরুষ ভাববেন না। যেদিন বউ চলে যাবে সেদিন ই বুঝবেন নিজেকে ভুল জেনেছেন। 'ভালবাসার সাথে টাকার সম্পর্ক নেই' এই কথা যে বলে তার দুই গালে কষে থা #*ড় দিন। নিকৃষ্টতম মিথ্যাটি সে আপনাকে বলেছে।...
টাকা সবারই লাগে। অথচ বেশিরভাগ ক্ষেত্রে এটি থাকে পুরুষের পকেটে। এর ওজন ও ব্যাথা প্রতিটা পুরুষকে বইতে হয়। টাকা না থাকলে কোন মেয়ে অমানুষ হয়ে যায় না, কিন্তু একটি পুরুষ মহিলা হয়ে যায়।
টাকা আসে, আবার চলে যায়। মাঝ থেকে ভালবাসাটা নিয়ে গেলে আর কষ্টের সীমা থাকে না।...
গতকাল ওয়ার্ডে দুই জন রুগী খারাপ ছিল। 27 বছরের এক মেয়ে , Sub Arachnoid haemorrhage ... ICU এর জন্য. councelling. করেছিলাম। টাকা দিয়ে হয়ত সুখ কেনা যায়, জীবন তো আর কেনা যায় না। তবুও আমাদের টাকাই সব।.
যতবার বিয়ের কথা উঠেছে, ততবার ই আমি ভয় পেয়েছি। টাকা আমাকে আজীবন তাড়িয়ে বেড়িয়েছে। তাই বিয়ে - ভালবাসার কথা শুনলে ভয় পাই। ফার্স্ট ইয়ারে কেরানীগঞ্জ এর ওপারে যখন দেড় হাজার টাকার টিউশুনি করতাম, নদী পার হওয়ার ছয় টাকা আমার থাকত না। আধা কিলোমিটার হেটে ব্রিজ পার হতাম। আর আজ হাজার হাজার টাকা আয় করেও দেখি ঈদে বাড়ি যাওয়ার টাকা থাকে না। জীবন আসলে একই থাকে, শুধু সময় আর চক্র টা বদলায়। ..
একজন বিখ্যাত প্রফেসরের সাথে কথা বলতেছিলাম। উনি যখন ইন্টার্নীতে পাঁচ হাজার টাকা বেতন পেতেন তখন দুই হাজার টাকা ঘাটতি থাকত। এখন বিশ লাখ টাকা আয় করেও দুই লাখ টাকা ঘাটতি থাকে। কাকে কি বলব??..
সতের শ টাকায় যখন মাস চলত। তখনও পকেটে একটা টি শার্ট কেনার মত টাকা থাকত না। আর আজ নিজের খরচই হয় ষোল হাজার টাকা। আজও টি শার্ট কেনার টাকা নাই। ..
আমি এই হিসেব বুঝি না।

লেখাঃ ডা: আব্দুর রব

24/03/2025

আগামী বৃহস্পতিবার শবে কদর খুশি হলে আলহামদুলিল্লাহ্।

24/03/2025

তামিম ইকবাল যখন বুকে ব্য-থা পান—দুই ঘণ্টার মধ্যে এনজিওগ্রাম, রিং—সব সেরে ফেলেন ডাক্তার! একটা দেশের মূল্যবান ক্রিকেটার, তাই তার প্রা-ণ বাঁ*চাতে দেরি নেই— হাসপাতালও তখন সেবা দেয়, দয়া করে না।

আল্লাহর রহমতে তামিম ভাই বেঁচে আছেন— কিন্তু যারা তামিম না? যারা শুধুই নাগরিক? তাদের বুক ব্য%থা মানেই— বুকের উপরে ভর্তি ফরম, সিরিয়াল, অ্যানালাইসিস ফি, প্রতীক্ষার ওয়ার্ড, আর হয়তো একটা শো*কবার্তা! এখানে সেবা পেতে হলে তুমি ধনী হতে হবে, জনপ্রিয় হতে হবে, নয়তো হতে হবে নিছক ভাগ্যবান!

একই রিং, একই ডাক্তার, একই অপারেশন— তবু কারো জন্য পঁচিশ হাজার, আর কারো জন্য দুই লাখ! এটা কি সেবা?না ভাই, এটা স্টেন্ট নামের চুক্তিভিত্তিক ডা*কাতি। বাংলাদেশে চিকিৎসা নেই—এই মি*থ্যে বলে যারা, তারা আসলে সত্যকে আড়াল করে। চিকিৎসা আছে—সততা নেই। ডাক্তার আছে—দায়িত্ব নেই। হাসপাতাল আছে—মা*নবতা নেই।

এখানে ওটি মানে 'অপা**রেশন থিয়েটার' না, এটা একেকটা 'অফিস টেবিল', যেখানে প্রতিটি রোগী একটা টাকার ইউনিট।
বুকের ব্য**থা কেটে যাবে একদিন, কিন্তু এই ব্যবস্থার ব্য*থা কাটবে কবে? একদিন রিং পড়বে এই সি*স্টেমের বুকে—হৃদ*পিণ্ড খুলে বের করা হবে প্রতা%রণার র*ক্ত। সেইদিন চিকিৎসা হবে আবার সেবা, ব্যবসা নয়।

©

23/03/2025

বুঝলেন ভাই, আপনার জীবনে ভুল ডিসিশন এর জায়গা আসলে খুব ই কম।
জন্ম আপনার হাতে নাই , দেশ ও পরিবার আপনার হাতে নাই, আপনি দেখতে কীরকম হবে সেটাও আপনার হাতে নাই। অর্থাৎ, লাইফ এর ফান্ডামেন্টাল জিনিসগুলোই আপনার হাতে নাই। ভাগ্যে থাকলে জিতবেন, না থাকলে মারা খাবেন।
ভাগ্য সহায় না থাকলে সেট পয়েন্ট থেকে জন্মের আগেই আপনি বহুদূর সরে গেছেন।এত ড্যামেজ এর পর যদি আপনি নিজেও ভুল করেন তাহলে কেমনে হবে?
যার জন্ম ভাল ঘরে, দেখতে ভাল, আশেপাশে ভরা সাপোর্টিভ মানুষ সে অনেক এক্সপেরিমেন্ট করতে পারে, ভুল করতে পারে কারণ তার ভুল এর ইমপ্যাক্টগুলো এবসরভ করার সাপোর্ট সিস্টেম তার আছে। সে একটা বোর্ড পরীক্ষায় খারাপ করলে সেটাকে ১০ লাখ দিয়ে কমপেনসেট করে ভাল জায়গায় পড়ার সামর্থ্য তার আছে। ইউনিভার্সিটি লাইফে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ালেও কোটি টাকার সাপোর্ট থাকায় ক্যারিয়ার চয়েজ এর লিবার্টি তার আছে। সে সফল হয়ে দরিদ্র সাজতে পারে কিন্ত সেই লিবার্টি আপনার নাই।
আমার আপনার জন্য জীবন অনেক কঠিন। একটা ভুল সম্পর্ক, একটা খারাপ রেজাল্ট, একটা দূর্ঘটনা আমাদের জন্য জীবন-মরণ এর প্রশ্ন হয়ে যেতে পারে। আপনি পিছিয়ে পড়লে তুলে দেবে সেই লোক তো আপনার নেই। আপনার প্রতিটা ভুলকে অর্থ দিয়ে পেন্সিলের দাগের মত মুছে দেবে সেই সামর্থ্য ও আপনার নাই। যদি সেটাই হয় তবে এত ড্যাম কেয়ার হওয়ার স্পর্ধা কীভাবে হয় আপনার?
আপনি মুভি, সিরিজ আর বই দেখে যে জীবনের স্বপ্ন দেখেন, দুনিয়াটাকে যেভাবে দেখেন বাস্তবতা অনেক ভিন্ন ব্রাদার। এখানে বড়লোক এর মেয়ের সাথে গরীব এর ছেলের বিয়ে হয় না ; সেলাই মেশিন এর কসরতে রাতারাতি ভাগ্য ও বদলায় না। এখানে যে পায় সে পায়। কার্মা বলে যে ফেসবুকে গলা ফাটান, আশেপাশে তাকায় দেখবেন জোর যার মল্লুক তার। দিবাস্বপ্ন আর কত? আর স্বপ্নে যে দুনিয়া দেখেন তার থেকে যে আপনি আলোকবর্ষ দূরে আছেন সেটাও তো বুদ্ধি খাটাইলেই বোঝার কথা।
তাই, সময় এর ব্যাপারে মিতব্যায়ী হন। আউল ফাউল জায়গায় মনোযোগ কম দেন, গুরুত্বপূর্ণ ব্যাপারে ফোকাস দিন, কালার চশমা ফেলে দিয়ে খালি চোখে দুনিয়াটাকে দেখুন। কথা কম বলে শুনুন দেখবেন পুরো পৃথিবী তার রহস্য ধীরে ধীরে আপনার সামনে উন্মোচন করছে।
Life should be great not long!
©️

টিউশনের টাকায় একের পর এক বিয়ে এমনটাই বলছেন সবাই ।আপনিও কি তাই মনে করেন ?
20/03/2025

টিউশনের টাকায় একের পর এক বিয়ে এমনটাই বলছেন সবাই ।
আপনিও কি তাই মনে করেন ?

একথার সাথে একমত যারা তাদের দেখতে চাই।💖Ten unknown Facts About  1. The first film ever made was "Roundhay Garden Scene" i...
11/03/2025

একথার সাথে একমত যারা তাদের দেখতে চাই।💖


Ten unknown Facts About

1. The first film ever made was "Roundhay Garden Scene" in 1888, directed by French inventor Louis Le Prince.

2. The first Hollywood film was "The Squaw Man" in 1911, directed by Oscar Apfel and Cecil B. DeMille.

3. The first 3D film was "The Power of Love" in 1922, directed by Nat G. Deverich and Harry K. Fairall.

4. The first film with sound was "The Jazz Singer" in 1927, directed by Alan Crosland.

5. The longest film ever made was "Ambian" in 2016, directed by Anders Weberg, with a runtime of 720 hours.

6. The highest-grossing film of all time is "Avengers: Endgame" in 2019, directed by Anthony and Joe Russo.

7. The most Academy Awards won by a single film is 11, achieved by "Ben-Hur" in 1959, "Titanic" in 1997, and "The Lord of the Rings: The Return of the King" in 2003.

8. The first film to feature a computer-generated image (CGI) was "Westworld" in 1973, directed by Michael Crichton.

9. The first film to use motion capture technology was "The Lord of the Rings: The Fellowship of the Ring" in 2001, directed by Peter Jackson.

10. The highest-paid actor of all time is Keanu Reeves, with a salary of $250 million for "The Matrix" trilogy.

হায় হায় 😀
10/03/2025

হায় হায় 😀

ইউনূসকে গালি দিচ্ছেন, দেন। জাস্ট ডিসেম্বরের ইলেকশনটা হোক। তারপরই আপনারা বুঝবেন, সরকার কাকে বলে, কত প্রকার আর কী কী।রেপ ন...
10/03/2025

ইউনূসকে গালি দিচ্ছেন, দেন। জাস্ট ডিসেম্বরের ইলেকশনটা হোক। তারপরই আপনারা বুঝবেন, সরকার কাকে বলে, কত প্রকার আর কী কী।

রেপ নিয়ে আন্দোলন হচ্ছে, অথর্ব ইউনূস সরকার কিছু করছে না। বাট ফ্যাক্ট বলি। আনপপুলার, তাও বলি। বারবার বলা হচ্ছে বিচার হচ্ছে না, ট্রু। কারণ আইন এতো সহজ না। অনেক সময় লাগে। আমাদের বিচার ব্যবস্থাই এমন। বাট সরকারের কাজ গ্রেফতার করা।

সরকার কি গ্রেফতার করেছে? শুনে অবাক হতে পারেন, করেছে। গত কিছুদিনের বেশিরভাগ রেপ কেসের আসামী জেলে। সরকার ধরে ফেলেছে। আছিয়ার রেপিস্টদের অভিযোগ পাওয়ার সাথে সাথে গ্রেফতার করেছে ইউনূসের "অথর্ব" সরকার।

রাজনৈতিক সরকার হলে কী করতো? অমুক এমপি, তমুক নেতা, ইভেন মন্ত্রী ফোন করে বইলা দিতো, আমার লোক। ধরা যাবে না। ধরতো না।

বনশ্রীর সেই গুলি করে ডাকাতির কথা মনে আছে?
ইউনূস না থাকলে এই ডাকাত ধরা পড়তো না। তদন্ত করতে যাইয়া যখন দেখতো কোন দলের নেতা জড়িত, সাথে সাথে পুলিশ ম্যানেজ হয়ে যাইতো।

ইউনূসের অথর্ব সরকারের সবচে বড় পজিটিভ দিক হলো, ইউনূসের পোষা লোকজন নাই। যাদের সেইভ দিতে হবে। ম্যাক্সিমাম উপদেষ্টাদের সন্তানরাও থাকে দেশের বাইরে। এদের কোন ক্যাডার বাহিনী নাই। ফলে, কেউ ওসিকে ফোন দিয়ে আসামী ছাড়তে বলতেছে না।

বাট রাজনৈতিক দলের লাখ লাখ ক্যাডার বাহিনী আছে। এরা অপরাধ করলে এদের এতো সহজে ধরা যাবে ভাইবেন না। ক্ষমতা যেদিকে, পুলিশ সেদিকে।

ক্ষমতায় গেলে অমুক করবো তমুক করবো শুনে লাফায়েন না।
কাউকে ব্ল্যাংক চেক দিয়েন না। আগেওতো অসংখ্যবার আমরা এসব শুনেছি।

ইউনূস দেশ চালাতে পারছে না, অন্যরা কি দলটাই ঠিকমত চালাতে পারছে?

বাট নিশ্চিত করেই বলতে পারি, এই অথর্ব সরকারের সময় এই যে সরকারকে যা তা বলতে পারার স্বাধীনতা বা দল মত নির্বিশেষে ধর্ষক আর ডাকাতদের গ্রেফতার করতে পারার এই সময়টা আমাদের মনে পড়বে। বারবার মনে পড়বে।

একটা সরকারকে অথর্ব সরকার বলে গালি দেওয়ার পরেও নিশ্চিন্তে ঘুমাতে পারবো, পুলিশ তুলে নিয়ে যাবে না, এই স্বাধীনতাটুকু পরের কোন রাজনৈতিক সরকারই আমাদের দেবে বলে আমি বিশ্বাস করি না।

তখন স্বরাষ্ট্র মন্ত্রীকে একবার অথর্ব বলে দেইখেন, আপনার লোকাল পাতি নেতা, ক্যাডার ইভেন স্থানীয় পুলিশ প্রশাসন আপনাকে রাতে ঘুমাতে দেয় কি না।

সেইদিন আমাদের অবশ্যই এই অথর্ব ইউনূস সরকারকে মনে পড়বে। মনে পড়বে, আমাদের এক প্রধানমন্ত্রী ছিলো, যাকে অথর্ব, বুইড়া, ব্যর্থ যা তা বলে গালিগালাজ করেও নিরাপদে ঘুমানো যাইতো। যার সমালোচনা করার জন্য কাউকে কোনদিন জেল খাটতে হয়নি।

©Sadiqur Rahman Khan

❤️❤️
09/03/2025

❤️❤️

Address

Rangpur
Rangpur

Telephone

+8801939172590

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruhan RX posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category