
18/04/2024
'রাজকুমার'
ছবিতে বৃদ্ধ চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য কমেডিয়ান নাটকের প্রাণ নীলা ইসলামের ছেলে আরশ খান। তিনি মাহিয়া মাহির স্বামী এবং সুপারস্টার শাকিব খানের বাবা চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র বোদ্ধাদের মতে আরশ খান কে চলচ্চিত্র নায়ক হিসেবে সুযোগ দেওয়া উচিৎ। চেহারা ও অভিনয়ে মোটামুটি ভালো আছে।।।।