08/07/2024
চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে যারা আন্দোলন করতেছে তারা কি আসলেই দেশ প্রেমিক?
কোটার চেয়েও বড় সমস্যা হলো প্রশ্ন ফাঁস, ঘুষ, মামা খালু। আর এগুলোর চেয়েও বড় সমস্যা হলো ভোটাধিকার হরণ, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি, ব্যাংক লুট, আকাশচুম্বী দুর্নীতি, দেশের স্বার্থবিরোধী ভারতের রেল করিডোর, আইন ও বিচার বিভাগের অনিয়ম ইত্যাদি অসঙ্গতির শেষ নেই! সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিবো কোথা?
আর তথাকথিত দেশপ্রেমিক শিক্ষিত সচেতন সমাজ কোটা বাতিল নিয়ে মাতামাতি করতেছে!
যে যার ক্যারিয়ার এর চাকরি সুবিধা নিয়ে ব্যস্ত, দেশ রসাতলে যাচ্ছে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সব সমস্যার মূলে হচ্ছে এই দেশের ভোটবিহীন সরকার, তাকে উৎখাত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলেই সব সমস্যা থেকে মুক্তি পাবে দেশ ও জাতি।