Adiba Jannat Towha

Adiba Jannat Towha ✍️✍️

প্রকৃতি।
01/08/2025

প্রকৃতি।

29/07/2025

শুভ সকাল 🥰

28/07/2025

বৃষ্টি......

যখন সে কাঁদে, মনে হয় পুরো পৃথিবী থেমে গেছে,আর যখন হাসে, মনে হয় সব দুঃখ মুছে গেছে।একটি শিশু মানেই—আশার আলো, আগামীর প্রতিচ...
27/07/2025

যখন সে কাঁদে, মনে হয় পুরো পৃথিবী থেমে গেছে,
আর যখন হাসে, মনে হয় সব দুঃখ মুছে গেছে।

একটি শিশু মানেই—
আশার আলো, আগামীর প্রতিচ্ছবি।

25/07/2025

আলহামদুলিল্লাহ 1k followers Done ✅

সোনালী ফসল,  সোনার মানুষ।
23/07/2025

সোনালী ফসল, সোনার মানুষ।

নিজেকে বিসর্জন দিয়েছেন অন্যকে বাঁচাতে… ✈️তিনি ছিলেন বাংলাদেশের এক সত্যিকারের বীর 🇧🇩আল্লাহ তৌকির ভাইকে জান্নাতুল ফেরদৌস ...
21/07/2025

নিজেকে বিসর্জন দিয়েছেন অন্যকে বাঁচাতে… ✈️
তিনি ছিলেন বাংলাদেশের এক সত্যিকারের বীর 🇧🇩

আল্লাহ তৌকির ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন… 🤲
তিনি শুধু একজন পাইলট ছিলেন না ✈️,
ছিলেন দেশের গর্ব 🇧🇩
জাতির এক অমূল্য সম্পদ।.. 💎
#তৌকিরইসলাম #শহীদপাইলট

কনটেন্ট মনিটাইজেশনের ফলে অনেকেই ভুলে যাচ্ছে তাদের অবস্থান৷ অনেকের ব্যক্তিত্বও হচ্ছে প্রশ্নবিদ্ধ। পুরুষ শিক্ষক মেয়েদের শা...
21/07/2025

কনটেন্ট মনিটাইজেশনের ফলে অনেকেই ভুলে যাচ্ছে তাদের অবস্থান৷ অনেকের ব্যক্তিত্বও হচ্ছে প্রশ্নবিদ্ধ।

পুরুষ শিক্ষক মেয়েদের শাড়ি ব্লাউজ পরে নাচছে। নারী শিক্ষক তার সন্তানের মতো কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে উদ্ভট নাচানাচি করছে৷

স্বামী-স্ত্রী শোবার ঘরে রাতের পোশাক পরে দুজন আহ্লাদী সংলাপ দিয়ে মানুষের মনোযোগ নেয়ার চেষ্টা করছেন।

এক পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তানেরা ম্যাচিং করে পোশাক পরে রাস্তায় বেরিয়েছেন, পোশাকটা অনেকের কাছে আনস্মার্ট বা হাস্যকর লেগেছে আর ভিডিও করে ছেড়ে দিয়েছে। সেই পোস্ট ভাইরাল। কার পোস্টে কার সম্মান ভূলুন্ঠিত হচ্ছে, সেদিকে খেয়াল নেই।

প্র‍্যাঙ্ক ভিডিওর নামে আচমকা মানুষকে বিব্রত করছে অনেকে৷ সেই বিব্রতকর নিষ্পাপ চেহারা নিয়ে অনেকে হা হা রিয়্যাক্টে বন্যা বইয়ে দিচ্ছে।

কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন, ভালো কথা। কিছু অর্থ বাড়তি উপার্জন হলে তো সেটা খুবই ভালো বিষয়। কিন্তু আপনি যেটাতে বিশেষ পারদর্শী, সেটা যদি রুচির মধ্যে থেকে ঝড় তুলে ফেলেন, সেটাই তো সার্থকতা।

আমাদের অনুভূতির সীমা-পরিসীমা সম্পর্কে আমাদের যথাযথ ধারণা খুব জরুরি, খুব।

08/09/2024

ভালোবাসা মানে ব্যাথা।

31/08/2024

দিনটা শুরু হোক আল্লাহর নাম দিয়ে।

اَلَیۡسَ اللّٰهُ بِاَحۡكَمِ الۡحٰكِمِیۡنَ ﴿۸﴾الیس الله باحكم الحكمین ﴿۸﴾আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম (বিচারক) নন?...
30/08/2024

اَلَیۡسَ اللّٰهُ بِاَحۡكَمِ الۡحٰكِمِیۡنَ ﴿۸﴾الیس الله باحكم الحكمین ﴿۸﴾

আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম (বিচারক) নন?

আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ নন?

Is not Allah the most just of judges?

28/08/2024

ফলো দিলে, ফলো ব্যাক দিব ইনশাআল্লাহ। ১০০%

Address

Kurigram Sadar
Rangpur
5600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adiba Jannat Towha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share