
02/06/2025
🌱 নতুন জীবন, নতুন আশার শুরু! 🌱
আজকে আমার বাগানের ছোট্ট সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্লাস্টিক কাপেই গজিয়ে উঠেছে অসংখ্য সবুজ চারা। একটু যত্ন আর ভালোবাসা পেলে এরাও একদিন হবে বড়ো, সবল গাছ। 💚
নিজ হাতে বীজ বপন করে চারা গজাতে দেখা – এটা এক অন্যরকম শান্তি। পৃথিবীটাকে একটু সবুজ করে তুলতে চাইলে, নিজের একটা ছোট্ট সবজি বা মাইক্রোগ্রিনস গার্ডেন শুরু করুন। শুরুটা হতে পারে এক কাপ মাটি আর কয়েকটা বীজ দিয়েই! 🌿
#সবুজস্বপ্ন