CCV ❤️❤️

🌱 নতুন জীবন, নতুন আশার শুরু! 🌱আজকে আমার বাগানের ছোট্ট সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্লাস্টিক কাপেই গজিয়ে উঠেছে অস...
02/06/2025

🌱 নতুন জীবন, নতুন আশার শুরু! 🌱

আজকে আমার বাগানের ছোট্ট সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্লাস্টিক কাপেই গজিয়ে উঠেছে অসংখ্য সবুজ চারা। একটু যত্ন আর ভালোবাসা পেলে এরাও একদিন হবে বড়ো, সবল গাছ। 💚

নিজ হাতে বীজ বপন করে চারা গজাতে দেখা – এটা এক অন্যরকম শান্তি। পৃথিবীটাকে একটু সবুজ করে তুলতে চাইলে, নিজের একটা ছোট্ট সবজি বা মাইক্রোগ্রিনস গার্ডেন শুরু করুন। শুরুটা হতে পারে এক কাপ মাটি আর কয়েকটা বীজ দিয়েই! 🌿

#সবুজস্বপ্ন

শীতে পিঠা পুলি খাওয়ার দারুণ এক সময়। বছরের এই সময়টাতে আমরা বাসায় পিঠার আয়োজন করে থাকি।আজকে ছিলো ভাজা নারকেল পুলি পিঠা। এই...
22/12/2024

শীতে পিঠা পুলি খাওয়ার দারুণ এক সময়। বছরের এই সময়টাতে আমরা বাসায় পিঠার আয়োজন করে থাকি।

আজকে ছিলো ভাজা নারকেল পুলি পিঠা। এই পিঠা বানানো খুবই সহজ। প্রথম এ নারকেল কুরিয়ে নিয়ে তাতে দুধ, চিনি /গুড়, এলাচ দারচিনি, তেজপাতা দিয়ে পুর বানিয়ে নিতে হবে। পুর বানানো শেষ এ রুটি পিঠা বানানোর জন্য যে আটার ডো বানাই সেভাবে বানিয়ে নিতে হবে। এর পর রুটির মতো করে একটু মোটা রুটি বানিয়ে নিজের পছন্দ মতো সেপে কেটে ভিতর এ পুর দিয়ে সুন্দর ডিজাইন বানিয়ে নিতে হবে। এরপর করাই গরম করে এতে পিঠা গুলো ভেজে নিতে হবে। রেডি আমাদের ভাজা নারকেল পুলি পিঠা। এটা চাইলে সংরক্ষণ করে খেতে পারবেন। 😋😋

#পিঠাকথন

বছরের শেষ জলপাই মাখা না খেলে কি চলে। তাই বাজার থেকে কাঁচা জলপাই কিনে দুপুরের রোদে বসে মাখিয়ে খেলাম আহ্ কি শান্তি। জলপাই ...
15/12/2024

বছরের শেষ জলপাই মাখা না খেলে কি চলে। তাই বাজার থেকে কাঁচা জলপাই কিনে দুপুরের রোদে বসে মাখিয়ে খেলাম আহ্ কি শান্তি।

জলপাই মাখার সম্পুর্ণ রেসিপি নিচে দেওয়া হলো। আশা করি সবার ভালো লাগবে

 #আর্টকথণ🌿আমি নিজের এই কাজগুলো করতে অনেক বেশি ভালোবাসি। ইচ্ছে মতো সাজিয়ে গুছিয়ে করা এই কাজ।মনের মাধুরি মিশিয়ে দিলেই হয়ে ...
13/12/2024

#আর্টকথণ🌿

আমি নিজের এই কাজগুলো করতে অনেক বেশি ভালোবাসি। ইচ্ছে মতো সাজিয়ে গুছিয়ে করা এই কাজ।মনের মাধুরি মিশিয়ে দিলেই হয়ে যায়।
আমি চেষ্টা করি আমার কাজটা যাতে অন্য কারো সাথে না মিলে। ইউনিক বলে একটা ব্যপার থাকে যেটা সবসময়ই আমার মাথায় থাকে।
সব থেকে বড়ো কথা মনোযোগ দিয়ে যে কোনো কাজ করলেই সেটা সত্যি অনেক বেশি ভালো হয়। এই যে ছবিতে কলকা আর্ট এর কাজগুলো নিজে হাতে করেছি প্রথমে মনে হয়ছিলো এই কাজ আমার দ্বারা সম্ভব না বাপু। যখন মাথায় গেঁথে নিলাম আমি পারবো। তখন সত্যি সত্যি আমি কাজটা ভালোভাবে শেষ করতে পেরেছি।আমার তখন বিশ্বাস হচ্ছিল না এই কাজ আমি করেছি। নিজেই নিজেকে বাহবা দিলাম।উই আর এ জিনিয়াস ☺️।
এরপর থেকে আমি আর কোনো কাজেই ভয় পাই না। কাজগুলো কে নিজের মাইন্ড এ সেট-আপ করে নিলেই আমার সব কাজ সহজ হয়ে যায়।

চা☕☕আমি চা প্রিয় মানুষ। এক কাপ লাল চা আমার দিনের সকল ক্লান্তি দুর করে দেয়। দুধ চা আমি কেন জানি খেতে পারি না।  মায়ের হাতে...
13/11/2024

চা☕☕

আমি চা প্রিয় মানুষ। এক কাপ লাল চা আমার দিনের সকল ক্লান্তি দুর করে দেয়। দুধ চা আমি কেন জানি খেতে পারি না। মায়ের হাতে বানানো চা আমার সব থেকে বেশি পছন্দের।
মায়ের হাতে সত্যি জাদু আছে। শশুর বাড়ি ফিরে আসার আগ মুহূর্তে মায়ের হাতের চা না খেলে কেমন ছটফট লাগে আমার। এবার ও বাড়ি ফেরার আগে এক কাপ চা খেয়ে ফেরা হয়েছে আমার। এ বাড়িতে আমাকেই চা বানাতে হয় সবার জন্য। ঠিক সেই সময় আমার মায়ের বানানো চা এর কথা বেশি মনে পরে। চা খেতে খেতে মায়ের সাথে কতো কথাই না বলা হয়।

মায়ের বানানো চা এর রেসিপি -
- ২ কাপ পানি
- আদা,দারচিনি,তেজপাতা,লেবু।

পানি ফুটিয়ে নিতে হবে এরপর আদা, দারচিনি, তেজপাত দিয়ে ভালো করে জ্বালিয়ে নিতে হবে।পছন্দ মতো লিকার দিলেই হবে। এরপর কাপে এক চামচ চিনি লেবুর রস দিয়ে মিশিয়ে নিলেই তৈরি। আমার মায়ের বানানো চা ☕

ভাপা পিঠা সমাচারশীতের অন্যতম জনপ্রিয় পিঠা,খেতে ভারি মজা😋
06/11/2024

ভাপা পিঠা সমাচার
শীতের অন্যতম জনপ্রিয় পিঠা,খেতে ভারি মজা😋

With Lepley Create – I just got recognized as one of their top fans! 🎉
08/08/2024

With Lepley Create – I just got recognized as one of their top fans! 🎉

30/06/2024
Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
23/06/2023

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

টমেটো টক সালাদ 😋😋
30/03/2023

টমেটো টক সালাদ 😋😋

😋😋
25/03/2023

😋😋

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when CCV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CCV:

Share