Fᴀʜᴍɪᴅ Fᴜᴀᴅ

Fᴀʜᴍɪᴅ Fᴜᴀᴅ 𝑴𝒂𝒏 𝒊𝒔 𝒎𝒐𝒓𝒕𝒂𝒍 �

আমার দেশ, আমার অহংকার 🇧🇩সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
16/12/2024

আমার দেশ, আমার অহংকার 🇧🇩
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

24/04/2024

হযরত মুসা (আ.) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মতরা তাঁর কাছে এসে বললো "হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন, এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না"।

হযরত মুসা (আ.) সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন।

দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেলো।

হযরত মুসা (আ.) অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন-

আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়াইয়া দিলা।

আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো-

- এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে, যে চল্লিশ বছর যাবত আমার নাফরমানী, আমার বিরোধীতা করছে, একটি দিনের জন্যও আমার বাধ্য হয়নি। তাঁর কারনেই বৃষ্টি আসা বন্ধ আছে।

হযরত মুসা (আ.) জমায়েতের দিকে তাকিয়ে, সেই অচেনা, অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন।

সেই লোকটি ভাবলো, এখন যদি বের হয়ে যাই, তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো। আর যদি থাকি, তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে।

নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো "আল্লাহ, চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না। ক্ষমা চাচ্ছি"।

একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙ্গে বৃষ্টি শুরু হলো।

হযরত মুসা (আ.) আবারো অবাক হয়ে জিজ্জাসা করলেন-
আল্লাহ, কেউ তো জমায়েত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিয়ে দিলা যে?

আল্লাহ জবাব দিলেন-
- যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিলো, তাঁর কারনেই বৃষ্টি শুরু হলো। আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি।

চল্লিশ বছরের পাপ, দশ সেকেন্ডে ক্ষমা...

হযরত মুসা (আ.) জিজ্জাসা করলেন-
- লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না।

আল্লাহ বললেন-
- যখন পাপে ডুবে ছিলো, তখনই জানাই নাই, এখন তওবা করেছে, এখন জানাবো? পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার।

অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন, প্রতিমুহূর্তে কারো না কারো নামে বদনাম / গীবত করতেই থাকি।

আল্লাহ আমাদের সকলের ছোট-বড় সকল পাপ মাফ করে দিন!
আমিন।

সংগৃহিত

"ফা ইন্না মা' আল উসরি ইউসরান,,- নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে।" হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল,,- আমার জন্য আমার আল্লাহ...
02/10/2023

"ফা ইন্না মা' আল উসরি ইউসরান,,
- নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে।

" হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল,,
- আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট।

" ইন্নালাহা মা' আস সবিরিন"
- নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।

আলহামদুলিল্লাহ ♥

03/08/2022
12/07/2022

রংপুরে প্রায় প্রতি পরিবারেই কেউ না কেউ জ্বর, সর্দিতে আক্রান্ত। সবাই সাবধান থাকুন

12/07/2022

একদিন শিক্ষক ক্লাসে আসলেন এবং বোর্ডে লিখলেন-
৮ x ১ = ৭
৮ x ২ = ১৬
৮ x ৩ = ২৪
৮ x ৪ = ৩২
৮ x ৫ = ৪০
৮ x ৬ = ৪৮
৮ x ৭ = ৫৬
৮ x ৮ = ৬৪
৮ x ৯ = ৭২
৮ x ১০ = ৮০
লেখা শেষ করে তিনি ছাত্রছাত্রীদের দিকে তাকালেন,
দেখলেন সবাই মিটিমিটি হাসছে।
তিনি বললেন, "আমি জানি তোমরা কেন হাসছো, আমি নামতার প্রথম লাইন ভুল লিখেছি। আমি প্রথম লাইন ভুল লিখেছি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখানোর জন্য।”

ছাত্রছাত্রীরা আগ্রহের সাথে শুনছিলো ।
শিক্ষক আবার বলা শুরু করলেন ..
“দেখো, আমি নয়টা লাইন সঠিক লিখেছি। এজন্য তোমরা আমার প্রশংসা করোনি বা ধন্যবাদও দাওনি। অথচ একটা লাইন ভুল লিখেছি বলে হাসাহাসি করছো, সমালোচনা করছো।”

এটাই পৃথিবী নিয়ম, এটাই বাস্তবতা। তুমি হাজারটা ভাল কাজ করো কেউ তোমার প্রশংসা করবে না, একটা সামান্য ভুল করে দেখো পুরো পৃথিবী মাইক নিয়ে নেমে পড়বে তোমার সমালোচনা করার জন্য।

#সংগৃহীত

12/07/2022

As salamu alaikum

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fᴀʜᴍɪᴅ Fᴜᴀᴅ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share