Rabita's World

Rabita's World It's about my Lifestyle & Struggle. This is my platform‼️

17/07/2025

🔴 সতর্কবার্তা মা বোনদের জন্য!
AI প্রযুক্তি ব্যবহার করে কিছু কু°চক্রী মহল মেয়েদের ছবি বিকৃত করে হ-য়রানি করছে।
নিজের সম্মান ও নিরাপত্তার জন্য ছবি প্রকাশ থেকে বিরত থাকুন।

নিজে সচেতন হোন, অন্যকেও সতর্ক করুন।

কারো শারীরিক সৌন্দর্য, হাই-লেভেলের চাকুরী অথবা ধনী ঘরে জন্ম দেখে মোটেও আফসোস করবেন না।কারণ, কোনটা নিয়ামত আর কোনটা গজব আপ...
14/07/2025

কারো শারীরিক সৌন্দর্য, হাই-লেভেলের চাকুরী অথবা ধনী ঘরে জন্ম দেখে মোটেও আফসোস করবেন না।

কারণ, কোনটা নিয়ামত আর কোনটা গজব আপনি সেটা জানেন না। কত লোক সৌন্দর্যের কারণে চরিত্র হারিয়েছে, উচ্চপদের চাকরি পেয়ে সততা গেছে, ধনাঢ্য পরিবারে জন্ম হওয়াতে জীবন ধ্বংস হয়েছে তার কোনো হিসেব নেই!

সুতরাং, আল্লাহ যা দিয়েছেন তা নিয়েই শুকরিয়া আদায় করুন এবং বলুন আলহামদুলিল্লাহ..! 🩵

যাক অবশেষে মূল অ পরাধীকে আ!!ট ক করতে সক্ষম হয়েছেন তারা।🤡
13/07/2025

যাক অবশেষে মূল অ পরাধীকে আ!!ট ক করতে সক্ষম হয়েছেন তারা।🤡

🌸
12/07/2025

🌸

12/07/2025

গত জুলাই এ মানুষ ভাবতো আমি বিম্পি করি, এই জুলাই এ ভাবতেছে আমি শি'বি'র করি🙂

বাংলাদেশে “গণতন্ত্র” মানে যেন এক অভিনব লাইসেন্স—খুন করার লাইসেন্স!এই কারখানার উৎপাদন সামগ্রী একটাই: রাজনৈতিক চাঁদাবাজি ও...
11/07/2025

বাংলাদেশে “গণতন্ত্র” মানে যেন এক অভিনব লাইসেন্স—খুন করার লাইসেন্স!
এই কারখানার উৎপাদন সামগ্রী একটাই: রাজনৈতিক চাঁদাবাজি ও ক্ষমতা দখলের জন্য মানুষ হ*ত্যা। তবে চিন্তা নেই! যেহেতু এসব খুন হয় গণতন্ত্রের ব্যানারে, তাই এরা সন্ত্রাসী না, বরং শান্তশিষ্ট, অতি ভদ্র “রাজনৈতিক কর্মী”!
কিন্তু, যদি এই খুনটা হতো ইসলামের নামে, তাহলে মুহূর্তেই ট্যাগ লাগত: “সন্ত্রাসী”, “জঙ্গি”, “রাষ্ট্রবিরোধী” “উগ্রবাদী”, “গণতন্ত্রের শত্রু”!
গণতন্ত্রের নামে খুন করলেও সে দেশপ্রেমিক,
ইসলামের নামে রাস্তায় দাঁড়ালেও দাঁড়ালেই বীভৎস রকমের মববাজি ও রাষ্ট্রদ্রোহী!

মানুষের ভিড়ে হারিয়ে গেছে মানবতা।আহ কী নৃশংস দৃশ্য! কী ভিভৎস! আমরা মানুষ হবো কবে? ভিডিওটা দেখে সত্যিই ভাষা হারিয়ে ফেলেছ...
11/07/2025

মানুষের ভিড়ে হারিয়ে গেছে মানবতা।
আহ কী নৃশংস দৃশ্য! কী ভিভৎস! আমরা মানুষ হবো কবে? ভিডিওটা দেখে সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। মানুষ এত নিষ্ঠুর আর নির্দয় হতে পারে!😢😢
(Of Topic)

সামাজিক অব'ক্ষয় ও অতী আ'ধুনি'কায়'নের ফসল এই মেহরীন!নিজের বাবা-মায়ের বি'রু'দ্ধে তার বক্তব্য 'আমি মা-বাবার পালা পেট নই, আম...
11/07/2025

সামাজিক অব'ক্ষয় ও অতী আ'ধুনি'কায়'নের ফসল এই মেহরীন!

নিজের বাবা-মায়ের বি'রু'দ্ধে তার বক্তব্য 'আমি মা-বাবার পালা পেট নই, আমার সুরক্ষা চাই '

মেহরীনের বক্তব্যের সময় তার মা জান্নাতুল ফেরদৌস কাঠগড়ায় দাঁড়িয়ে মাথা নিচু করে শুনতে থাকেন। অন্যদিকে তার বাবা নাসির আহমেদ অপলক দৃষ্টিতে মেয়ের বক্তব্য শুনতে থাকেন 😥

ময়নার বাবা বিদেশ থাকায় মা পরকীয়ায় জড়িত ছিলো।ময়নার চাচার সাথে গত ৩ দিন আগে যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেলো ঐদিন দুপুর ব...
10/07/2025

ময়নার বাবা বিদেশ থাকায় মা পরকীয়ায় জড়িত ছিলো।ময়নার চাচার সাথে গত ৩ দিন আগে যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেলো ঐদিন দুপুর বেলা মা ও ময়নার চাচা উলঙ্গ অবস্থায় আকামের মধ্যে দেখতে পান ময়না।

ময়না তাদের আকাম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা প্রথমে একটি কান কাটেন তারপর দেওয়ালের সাথে তাকে ধাক্কা দিয়ে আঘাত করতে থাকেন। দেখা গেলো ময়না মরে না!!তাই চাচা ময়নার
লজ্জাস্হানের ভিতরে রট ঢুকিয়ে দেন তখন ময়না "মুহূর্তে" মারা যান।

তারপর তার চাচা মসজিদের হুজুরকে পাশানোর জন্য মসজিদে ময়নার লাশ রেখে আসেন।মসজিদের ছাঁদে লাশ পাওয়া যাওয়ায় প্রশাসন গ্রেফতার করেন মসজিদের ইমাম - মুয়াজ্জিন কে।ডিএনএ টেস্ট করে দেখা গেলো ইমাম - মুয়াজ্জিন দু'জনই নির্দোষ। কিন্তু আদালত স্বসম্মানে মুক্তি না দিয়ে মিথ্যা মামলা দিয়ে দু'দিনের রিমান্ড মঞ্জুর করেছে।দাঁড়ি আর টুপি থাকায় আজ সমাজ আর রাস্ট্র অবজ্ঞার নজরে দেখেছে তাদের কে।

শাহবাজপুরের এক প্রতিনিধি থেকে বিষয়গুলো জানতে পারলাম। এই এরকম মা কারো যেন না হয় !!
সংগৃহীত

অপছন্দ আর হিংসার মধ্যে অনেক বড় পার্থক্য। যারা অপছন্দ করে তারা কখনো আপনার ধারে কাছেই ঘেষবে না, কিন্তু যারা হিংসা করে তারা...
10/07/2025

অপছন্দ আর হিংসার মধ্যে অনেক বড় পার্থক্য। যারা অপছন্দ করে তারা কখনো আপনার ধারে কাছেই ঘেষবে না, কিন্তু যারা হিংসা করে তারা পাশাপাশি দাঁড়িয়েও আপনার চরম ক্ষতি চাইবে !💔

আমি জানি না বাঙালিরা নোংর|মিতে এতো পজেটিভিটি কীভাবে খুঁজে পায়! এই দুই ব্যাক্তি ভাইরাল হওয়ার মনোবাসনায় ইচ্ছাকৃত ভাবে লাইভ...
09/07/2025

আমি জানি না বাঙালিরা নোংর|মিতে এতো পজেটিভিটি কীভাবে খুঁজে পায়! এই দুই ব্যাক্তি ভাইরাল হওয়ার মনোবাসনায় ইচ্ছাকৃত ভাবে লাইভ চালু রেখে ক্যামেরার সামনে নোংর|মি করলো; আর বাঙালি সেটাতে বিনোদন খুঁজে পেলো! বিষয়টা বাঙালিদের কাছে খুব ফানি মনে হলো, আর এটা ফানলি প্রচার করতে শুরু করলো!

দেখা যাবে এক পর্যায়ে গিয়ে ছবির এই দুই ব্যাক্তিই আবার ভালো কন্টেন্ট বানানো শুরু করছে, মানুষের সিম্পেথি গেইন করা শুরু করছে; তারপর সবাই এদের অতীত ভুলে যাবে!

তবে কি বাংলাদেশে ভাইরাল হয়ে প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র পথই হচ্ছে নোংর|মি?

তারা নিজেরা যেভাবে ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে আপত্তিকর অবস্থায় শো করেছে, এটা কোনোভাবেই সুস্থ বিনোদন হতে পারে না। দয়া করে এই টাইপের বিষয়গুলোকে নরমালাইজ করবেন না। ঘৃণ|ত্বক কাজকে ঘৃণা জানাতে না পারলে এটাকে পজেটিভ জিনিসে কনভার্ট করার ট্রাই করবেন না; এতে করে সমাজে এই টাইপের জিনিসগুলো আরও বেশি প্রশ্রয় পাবে এবং বাড়বে।

পারলে কেউ এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন; নয়তো সোসাল মিডিয়ায় তাদীকে unfollow, unsubscribe করে দিন,তাদের ক্লাস/কন্টেনকট দেখা বাদ দিন!
এটা মোটেও ভুলবশত ঘটতে পারে এমন কোনো ঘটনা না। নোংর|মি ছড়ানোর জন্য এদের শা!স্তি হওয়া উচিত।

হিজাব পরার ডিসিশন টা সহজ ছিলো না। মন চাইত কিন্তু পারতাম না। এই অনুষ্ঠান, বিয়ে, ঈদ একটু অন্য রকম করে রেডি হই। কত আর বয়স...
09/07/2025

হিজাব পরার ডিসিশন টা সহজ ছিলো না। মন চাইত কিন্তু পারতাম না। এই অনুষ্ঠান, বিয়ে, ঈদ একটু অন্য রকম করে রেডি হই। কত আর বয়স এখনি হিজাব পরতে হবে! নফসের সাথে যে কত যুদ্ধ! এখন পারি। কেমন করে যে কিন্তু হিজাব না পরলে অশান্তি লাগে। তবে এই যে যারা নতুন হিজাব পরা শুরু করে ট্রাস্ট মি অনেক শক্ত কাজ। নিজের শখ আল্লাদ বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য এক ধাপ আগায় যাওয়া। অনেক সাহস লাগে। আপনার হিজাব শুরু করার গল্প টা কি?! ❤️✨

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Rabita's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category