আহনাফ তিতির

আহনাফ তিতির Assalamualaikum..🌸

Sad,Funny,Nostalgic সব ধরনের কন্টেন্ট পাবেন।আশাকরি ফলো দিয়ে পাশে থাকবেন।আমাদের কোন ভিডিও বা পোষ্টের অভিযোগ থাকলে জানাতেন পারেন ধন্যবাদ❤️
(9)

28/09/2025

আমি বাদে সবাইই ট্যুরে যাচ্ছে! 🙂

কষ্ট মানুষকে বদলে দেয় চুপ করিয়ে দেয়..❤️‍🩹😊
27/09/2025

কষ্ট মানুষকে বদলে দেয় চুপ করিয়ে দেয়..❤️‍🩹😊

27/09/2025

"হে আমার পালনকর্তা, আমার হৃদয়কে আমার জন্য প্রশান্ত করুন।"

আল কুরআন [২০:২৫]

27/09/2025
মা- যত্নের ঠিকানা😌
27/09/2025

মা- যত্নের ঠিকানা😌

26/09/2025

বাড়ি কিনছেন? — মুখ বন্ধ রাখুন।
একটি নতুন গাড়ি নিচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
ছুটিতে যাচ্ছেন? — মুখ বন্ধ রাখুন।
নতুন কোর্স শুরু করছেন? — মুখ বন্ধ রাখুন।
চাকরিতে পদোন্নতি হবে? — মুখ বন্ধ রাখুন।

জীবনের বড় বড় মুহূর্তে আমাদের মনে হয়, প্রিয়জন বা বন্ধুদের জানালে খুশি হবে। মনে হয়, সুখ ভাগ করলে দ্বিগুণ হয়। কিন্তু সত্যি বলতে কী, সব সময় তা হয় না। বরং অতি তাড়াতাড়ি মুখ খোলাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় ভুল।

আমাদের স্বপ্ন আসলে একেকটা বীজ। এই বীজকে মাটিতে রোপণ করার পর যত্ন চাই, সুরক্ষা চাই। কিন্তু যদি খুব তাড়াতাড়ি সবাইকে দেখাতে ব্যস্ত হই, তখন সেটি শেকড় গজানোর আগেই শুকিয়ে যায়। বাস্তব অভিজ্ঞতা বলে—যত বেশি স্বপ্ন শেয়ার করবেন, তত বেশি হিংসা, ঈর্ষা আর বদনজরের চোখ আপনার দিকে পড়বে। আর এটাই অনেক সময় আপনার সাফল্যের পথে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়ায়।

আমরা যাদের "বন্ধু" বলে বিশ্বাস করি, তাদের সবাই আন্তরিক নয়। কেউ কেউ চায় আপনি ভালো থাকুন, কিন্তু কখনোই তাদের চেয়ে ভালো না। তাই তারা হাসিমুখে অভিনন্দন জানালেও মনে মনে আপনার ব্যর্থতা কামনা করতে পারে। এটা তিক্ত হলেও সত্যি।

আমরা ভেবে নিই, অন্তত পরিবার তো আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু বাস্তবতা হলো, পরিবারের ভেতরেও সূক্ষ্ম হিংসা থাকতে পারে। ভাই, বোন, আত্মীয় কেউ কেউ চাইতে পারে যে আপনি তাদের ছাড়িয়ে না যান। এই গোপন প্রতিযোগিতা অনেক সময় আপনার আনন্দকে নিঃশব্দে বিষিয়ে দিতে পারে।

অনেকে বলে বদনজর শুধু কুসংস্কার। কিন্তু অভিজ্ঞতা বলে অন্য কথা। মানুষ যখন আপনার উন্নতি দেখে ঈর্ষায় পুড়ে যায়, তখন সেই নেতিবাচক এনার্জি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। সনাতন হিন্দু ধর্ম , ইসলাম ধর্ম ও অন্য প্রায় সব ধর্মেই বদনজরের উল্লেখ আছে। অর্থাৎ, এটা কোনো কাল্পনিক ভয় নয়।

নীরবতা দুর্বলতা নয়, বরং শক্তি। চুপ থাকা মানে ভেতরে ভেতরে প্রস্তুত হওয়া। কৃষক যেমন বীজ রোপণের পর প্রতিদিন হাটে গিয়ে ঘোষণা করে না, তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্ন গোপন রাখে। সময় এলে ফলাফল নিজেই কথা বলে। তখন আর কাউকে বোঝানোর প্রয়োজন হয় না।

আপনার ভাগ্যে যা আছে, ঈশ্বরের লিখে রাখা পরিকল্পনা কেউ মুছে দিতে পারবে না। কিন্তু তাড়াহুড়ো করে বেশি মুখ খোলার কারণে আপনি নিজের জন্য অযথা বাধা তৈরি করতে পারেন।তাই বিশ্বাস রাখুন, ধৈর্য ধরু

26/09/2025

🥺💔

25/09/2025

প্রতিদিন সকালে আপনারা যারা মায়ের মুখ দেখেন বিশ্বাস করেন! আপনাদের মতন ভাগ্যবান কেউ নাই!❤️

25/09/2025

যেদিন নিজের সমস‍্যা অন‍্যকে বলার আগে দুইবার চিন্তা করবেন, বলতে যেয়েও থেমে যাবেন, সেদিন বুঝবেন জীবন বুঝে গেছেন ।

24/09/2025

আজকে বাংলাদেশ জিতলেঃ

- রিলেশনশিপ স্ট্যাটাস দিবো
- ৫ ঘন্টা পড়ালেখা করবো ডেইলি
- রাত ১০ টার আগে ঘুমাই যাবো
- ২৪ ঘন্টায় ৪ ঘন্টা মোবাইল ইউজ করবো
- রিলস দেখা বন্ধ করে দিবো

Address

Rangpur

Telephone

+8801305672516

Website

Alerts

Be the first to know and let us send you an email when আহনাফ তিতির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আহনাফ তিতির:

Share