Traveller Nur

Traveller Nur মৃত্যু,চিরন্তন সত্য অস্বাভাবিক কিছু না ।
বরং, বেঁচে আছি এটাই তো অস্বাভাবিক,,

29/11/2025

রংপুরের মাটি ইসলামের ঘাঁটি,আলোচনায় হাফেজ মাওলানা অবরারুল হক আসিফ।
📌শিমুলতলী বাজার, ডিমলা,নীলফামারী।

28/11/2025
26/11/2025

কোন আউল বা উল ফা উল গুনার টাইম আমাদের নাই, তাদের পক্ষ যারা নিবে তাদেরকেও গুনার টাইম আমাদের নাই।
কথা ক্লিয়ার

23/11/2025

দুর্যোগগুলো আসলে প্রকৃতির নীরব সতর্কবার্তা—সবই আমাদের কর্মের প্রতিফলন। আল্লাহ, আপনি আমাদের রক্ষা করুন। 😔

20/11/2025

সাঙ্গু নদী ধরে লাংলকের পথে,,রোমাঞ্চকর এ যাত্রায় গান গেয়ে শোনাচ্ছেন সিদ্দিক ভাই🥰 Traveller Nur।

18/11/2025

দুই পাশে ছোট পাহাড়, সামনে লম্বা পথ—
একাই চলার নামই তো জীবন।

নীরবতার মাঝে স্থির দাঁড়িয়ে থাকা এই অপূর্ব মসজিদ—আধুনিক স্থাপত্য আর ইসলামী জ্যামিতিক সৌন্দর্যের এক অসাধারণ মেলবন্ধন।স্থাপ...
17/11/2025

নীরবতার মাঝে স্থির দাঁড়িয়ে থাকা এই অপূর্ব মসজিদ—আধুনিক স্থাপত্য আর ইসলামী জ্যামিতিক সৌন্দর্যের এক অসাধারণ মেলবন্ধন।
স্থাপত্যের সৌন্দর্যে ঘেরা এই মসজিদে দাঁড়িয়ে মনে হলো—শান্তির পথ সবসময়ই আলোকিত।Traveller Nur

মায়ানমারের আরকান পাহাড় থেকে উৎপত্তি হয়ে বান্দরবান জেলা দিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয় এই সাঙ্গু নদী।পাহাড়ের কোলে আঁকাবাঁকা...
16/11/2025

মায়ানমারের আরকান পাহাড় থেকে উৎপত্তি হয়ে বান্দরবান জেলা দিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয় এই সাঙ্গু নদী।
পাহাড়ের কোলে আঁকাবাঁকা বয়ে চলা সাঙ্গু নদী
বান্দরবানে প্রকৃতির অসাধারণ এক শিল্পকর্ম।

উঁচু পাহাড়, ঘন সবুজ বন আর শান্ত নদীর এ মিলন
পাহাড়ি জনপদের জীবনে যোগ করে এক অতুলনীয় ছন্দ।
দেখছেন,
পাখির চোখে বাংলাদেশের অন্যতম সুন্দর এই নদীপথ।Traveller Nur

15/11/2025

প্রকৃতির রঙ কখনোই ভুল হয় না… 🌅

14/11/2025

সে যে আমার জন্মভূমি 🇧🇩 Traveller Nur
#ভ্রমণ

জীবনের মানে খুঁজতে নয়, অনুভব করতে বের হয়েছি।পথের ধুলো, পাহাড়ের হাওয়া, সমুদ্রের ঢেউ সবই যেন জীবনের নতুন অধ্যায় শেখায়।একেক...
12/11/2025

জীবনের মানে খুঁজতে নয়, অনুভব করতে বের হয়েছি।
পথের ধুলো, পাহাড়ের হাওয়া, সমুদ্রের ঢেউ সবই যেন জীবনের নতুন অধ্যায় শেখায়।
একেকটা যাত্রা শেষ হয়, কিন্তু নেশাটা কখনো শেষ হয় না। ❤️

#ভ্রমণ #ভ্রমণপ্রেমী

Address

Rangpur
Rangpur
5410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Traveller Nur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category