
18/09/2025
খোলাহাটি ক্ষুদ্র ও কুঠির শিল্প মেলার নামে লটারি ও জুয়ার বিরুদ্ধে পার্বতীপুর প্রেসক্লাবের বিবৃতিঃ
দিনাজপুর সহ রংপুর বিভাগের ৮ জেলায় মঙ্গা মৌসুম শুরু হয়েছে। দু'বেলা দুমুঠো খাদ্য জোগার করতে এ অঞ্চলের সাধারণ মানুষ যখন নাকাল। সেই মূহুর্তে
পার্বতীপুরে লটারির নামে চলছে জুয়া। গ্রামগঞ্জে বুথ স্থাপন করে টিকিট বিক্রি হচ্ছে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাদ্দাম হোসেন প্রতিনিয়তই ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এসব লটারি ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তি প্রদান অব্যাহত রাখলেও কোন ক্রমেই ঠেকাতে পারছেন না।
পুলিশ প্রশাসনের ভূমিকা রহস্য জনক।
লটারি (জুয়া) বন্ধে এখন একমাত্র ভরসা সচেতন জনগণ।
পার্বতীপুর প্রেসক্লাবের দাবী, জরিমানার পাশাপাশি কারাদন্ড প্রদানসহ লটারির সকল সামগ্রী জব্দ করতে হবে। যে যেখানেই পাবেন অবৈধ লটারির টিকিট বিক্রয়ের বাক্স আটক করে অপরাধীকে পুলিশের নিকট অথবা পার্বতীপুর উপজেলা ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটের নিকট সোপর্দ করুন।