ডা: তাছলিমা বারী

ডা: তাছলিমা বারী লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
(1)

দাদি গরুর দুধের সুজি খাওয়াতে চাইলে নবজাতকের মা বা/ধা দেওয়ায় একটা সময় ঝ/গড়া লাগে নবজাতকের বাবা রা/গে বাচ্চাকে বাইরে ছু/ড়ে...
30/12/2025

দাদি গরুর দুধের সুজি খাওয়াতে চাইলে নবজাতকের মা
বা/ধা দেওয়ায় একটা সময় ঝ/গড়া লাগে নবজাতকের বাবা রা/গে বাচ্চাকে বাইরে ছু/ড়ে ফেলে দু/র্ঘটনা বসত বাচ্চাটি ইটের উপরে পড়ে এবং ঘটনাস্থলেই মা/রা যায়.। ঘটনাটি পাবনা জেলায় ঘটে।

আমরা মানুষ হবো কবে?

 #দোষটা ফর্মুলা দুধের না,দোষটা ফর্মুলেশনের,ভুল নিয়মে দুধ বানিয়ে খাওয়ানোতেই বাচ্চারা অসুস্থ হয় ঠিক তখনই দোষ পরে ফর্মুল...
29/12/2025

#দোষটা ফর্মুলা দুধের না,দোষটা ফর্মুলেশনের,ভুল নিয়মে দুধ বানিয়ে খাওয়ানোতেই বাচ্চারা অসুস্থ হয় ঠিক তখনই দোষ পরে ফর্মুলা দুধের।বেশি পানি দিলে দুধের গুণগত মান ঠিক থাকে না,শরীরে পানি এসে যায় আর পানি কম দিলে কন্সটিপেশন হয়।দুধের প্যাকেটের গায়ে লেখা থাকে কত ml পানির জন্য কত স্ক্রুপ দুধ প্রয়োজন।লোকের কথায় বাচ্চা পাললে চলবে না বাচ্চা পালতে গেলে প্রচুর স্টাডির প্রয়োজন।

শীতকালে সবাই বা/চ্চাকে গর'''ম পানি দিয়ে গো'সল করি'য়ে দেই। তাদের জন্য এটা হতে পারে স''তর্ক বার্তা গরম পানি  রেখে ওর মা ...
25/12/2025

শীতকালে সবাই বা/চ্চাকে গর'''ম পানি দিয়ে গো'সল করি'য়ে দেই। তাদের জন্য এটা হতে পারে স''তর্ক বার্তা গরম পানি রেখে ওর মা রুমে গেছে শ্যা'ম্পু আনার জন্য, এই ফাঁ'''কে ও মাথায় গ/রম পানি ঢেলে দিয়েছে।

এখন অবস্থা খুবই খা/রাপ সবাই ওর জন্য দো/য়া করবেন। আল্লাহ্ যেন তাড়া/তাড়ি ওকে সু/স্থ করে দেন আ''মিন।

শুনেছি ৪০ জন আ'মিন বললে নাকি ক'বুল হয়ে যায়।।
আপনার দয়া করে একটু বাচ্চাটীর সু/স্থতা কাম'নার জন্য সবাই দো/য়া কর'বেন

এতো ভয়াবহ এক্সরে দেখেছেন কখনো? নিউমোনিয়া হয়ে বাচ্চাটার ফুসফুসে কি পরিমাণ পানি জমেছে আর কতটা কষ্ট পাচ্ছে!! চেষ্ট ড্রেইন দ...
24/12/2025

এতো ভয়াবহ এক্সরে দেখেছেন কখনো? নিউমোনিয়া হয়ে বাচ্চাটার ফুসফুসে কি পরিমাণ পানি জমেছে আর কতটা কষ্ট পাচ্ছে!! চেষ্ট ড্রেইন দিয়ে পানি করতে হচ্ছে।

এবারের শীতে উত্তরবঙ্গের শিশুদের মধ্যে নিউমোনিয়া নীরব ঘা*ত*কের মতো ছড়িয়ে পড়ছে। সাধারণ ঠান্ডা, কাশি দিয়ে শুরু হলেও অনেক শিশুর ক্ষেত্রে কয়েক ঘণ্টার ব্যবধানে শ্বাসকষ্ট ভয়াবহ রূপ নিচ্ছে।

তাই বাচ্চার ঠান্ডা, কাশির সমস্যা হলে একজন শিশু চিকিৎসককে দেখিয়ে নিন। নিউমোনিয়া বা এরকম কোনো রোগ আছে কিনা নিশ্চিত হয়ে নিন।

থাইরয়েড হরমোন বেশি হলে অনেক সময় চোখ এভাবে সামনে দিকে বেরিয়ে আসতে পারে, যাকে বলা হয় এক্সোফথালমোস। সময়মতো নিয়ন্ত্রণে...
23/12/2025

থাইরয়েড হরমোন বেশি হলে অনেক সময় চোখ এভাবে সামনে দিকে বেরিয়ে আসতে পারে, যাকে বলা হয় এক্সোফথালমোস।

সময়মতো নিয়ন্ত্রণে না রাখলে চোখ শুষ্ক হয়ে যাওয়া, ব্যথা, ডাবল ভিশন এমনকি দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও থাকে। তাই থাইরয়েড হরমোন বেশি ধরা পড়লে নিয়মিত ফলোআপে থাকবেন।

ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। কক্সবাজার সদর হাসপাতালে রোগী রিসিভ করছেন ডা. মিফতাহ। সামনে বসে আছে ২২ বছরের প্রথমবারের গ...
23/12/2025

ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। কক্সবাজার সদর হাসপাতালে রোগী রিসিভ করছেন ডা. মিফতাহ। সামনে বসে আছে ২২ বছরের প্রথমবারের গর্ভবতী নারী—রিফা।
প্রসবজনিত ব্যথা।মুখে একরাশ আশা, চোখে ভয় মেশানো আনন্দ।

আল্ট্রাসাউন্ড রিপোর্টে ধীরে ধীরে ভেসে উঠছে একটি ছোট্ট ভ্রূণের ছবি। হঠাৎ ডা. মিফতাহর কপালে ভাঁজ পড়ে।

তিনি চুপচাপ রিপোর্টের দিকে তাকিয়ে থাকেন।

রিফা জিজ্ঞেস করে,"স্যার, আমার বাচ্চা ঠিক আছে তো?”

ডা. মিফতাহ ধীরে বলেন, — “আমাদের একটু কথা বলতে হবে,রিফা।”

"আপনার বাচ্চার anencephaly হয়েছে।"

ডা.মিফতাহ বুঝিয়ে বলেন,
“আপনার বাচ্চার মস্তিষ্কের বড় অংশ (cerebral hemispheres) তৈরি হয়নি।
খুলির হাড় নেই বা খুব অসম্পূর্ণ।
মাথার উপরের অংশে শুধু কিছু primitive brain tissue আছে।এটি বাচ্চাদের একটি প্রাণঘাতী সমস্যা।লিথাল নিউরাল টিউব ডিফেক্ট।"

"আমার সাথেই কেন এমন হলো?"
রিফার চোখে পানি।

ডা. মিফতাহ বলেন, “এটা আপনার দোষ না।”

সম্ভাব্য কারণগুলো ছিল—

১.Folic acid deficiency (সবচেয়ে গুরুত্বপূর্ণ)

২.গর্ভের শুরুতে
ডায়াবেটিস,জ্বর,antiepileptic drug (valproate)

৩.জেনেটিক ও পরিবেশগত কারণ।

রিফা স্বীকার করে,“আমি গর্ভধারণের আগে/পরে কোনো folic acid খাইনি।কিংবা কোন চেকাপে আসিনি।"

ডা. মিফতাহ দীর্ঘশ্বাস ফেলেন।গর্ভাবস্থার একেবারে শুরুতে—৩য় থেকে ৪র্থ সপ্তাহে, যখন রিফা জানতেও পারেনি সে অন্তঃসত্ত্বা—তখন ভ্রূণের neural tube নামে একটি গঠন বন্ধ হওয়ার কথা ছিল।
এই neural tube থেকেই তৈরি হয়—

মস্তিষ্ক(Brain),খুলি (Skull),সুষুন্মাকান্ড(Spinal Cord)
কিন্তু রিফার ভ্রূণের ক্ষেত্রে cranial end of neural tube বন্ধ হয়নি।

এই ছোট্ট ব্যর্থতাই জন্ম দিয়েছে এক ভয়ংকর বাস্তবতা,যার নাম Anencephaly।
Anencephaly সাধারণত ধরা পড়ে Ultrasonography (১ম–২য় trimester) এ।চিহ্নসমূহ-
Frog-eye appearance
skull absent
Maternal serum AFP ↑↑

আজ আল্ট্রাসাউন্ডেই সব পরিষ্কার।

ডা. মিফতাহ শান্ত কণ্ঠে বলেন, “এই বাচ্চা জন্মের পর বাঁচতে পারে না।বেশিরভাগই জন্মের আগেই মারা যায়।যারা জন্মায়, তারা কয়েক ঘণ্টা কিংবা দিন মাত্র বাঁচে।”

আর বাচ্চাকে ঠিক করে তোলার কোন ট্রিটমেন্টও নেই।
রুম নিঃশব্দ।
ডা. মিফতাহ Counselling,Psychological support,Medical termination (আইন অনুযায়ী সময়ের মধ্যে) এর সিদ্ধান্ত নিলেন।

ডা.মিফতাহ শেষে বলেন,"পরের বার কিন্তু আপনি সুস্থ বাচ্চা পেতে পারেন।”
"গর্ভধারণের পর নিয়মিত Antenatal Checkup এ আসবেন।
Folic acid 0.4–5 mg/day
গর্ভধারণের কমপক্ষে ১ মাস আগে থেকে
প্রথম trimester জুড়ে খেলে সম্ভাবনা অনেক কমে যায়।এছাড়াও পরামর্শ অনুযায়ী আয়রন,ভিটামিন,ক্যালসিয়াম নিতে হয়।"

রিফা ধীরে মাথা নাড়ায়। চোখে কান্না, তবু মনে একটুকরো আশার আলো।পরবর্তীতে হতে হবে আরো সচেতন।

লেখাঃমাহফুজ আহমেদ সিকদার

যে কবরটা আপনি দেখছেন—ওটা নতুন। ওটা তাহমিনার।আর কবরের পাশেই যে মানুষটা বিছানা পেতে শুয়ে আছে, সে তার বাবা।আজ দুপুরে বাবার...
22/12/2025

যে কবরটা আপনি দেখছেন—
ওটা নতুন। ওটা তাহমিনার।
আর কবরের পাশেই যে মানুষটা বিছানা পেতে শুয়ে আছে, সে তার বাবা।

আজ দুপুরে বাবার ছোট মেয়ে, মাত্র ১৯ বছরের তাহমিনা মারা গেছে।
বাবা কবর ছেড়ে যাননি—কারণ তার বিশ্বাস,
তাহমিনা একা একা ভয় পাবে… তাই বাবা এখানেই থাকবে।

ছোটবেলা থেকেই তাহমিনার হার্টে ছিদ্র ছিল।
২০১৮ সালে ওপেন হার্ট সার্জারি হয়েছিল।
সবাই ভেবেছিল সে ভালো আছে—কিন্তু আজ হার্ট অ্যাটাক কেড়ে নিল তাকে।

এই দৃশ্য ভাষায় বোঝানো যায় না।
এটাই বাবার ভালোবাসা—যা মৃত্যু দিয়েও শেষ হয় না।

আজ মহানগর এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকা আসার সময় এই বাচ্চাটার সাথে এক লোক আর একজন মহিলা ছিল শুরু থেকে উনারা নিজে...
22/12/2025

আজ মহানগর এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকা আসার সময় এই বাচ্চাটার সাথে এক লোক আর একজন মহিলা ছিল শুরু থেকে উনারা নিজেদেরকে বাচ্চাটির বাবা-মা হিসেবে পরিচয় দিচ্ছিল। তবে ফেনীর পর থেকে বাচ্চাটি অতিরিক্ত কান্না করে যাচ্ছিল তখন সবার সন্দেহ হয় এবং তাদেরকে জেরা করা শুরু করে তখন তারা নিজেদেরকে বাচ্চাটির চাচা চাচি পরিচয় দেয় তবে বাচ্চাটির নাম বলতে পারেনি, দুইজন ভিন্ন ভিন্ন নাম বলে। আপনারা বাচ্চাটির পরিবারকে খুঁজে পেতে সাহায্য করুন এবং পোষ্ট টি শেয়ার করুন।

বাচ্চাটি বর্তমানে রেলওয়ে পুলিশের কাছে আছে।
কপি-পেস্ট

প্রতিটা ফুসফুসের ক্যান্সারের রোগীর সাথে আমার একটা মিল পেয়েছি সবাই কোনো একসময় ধোঁয়ার সাথে বন্ধুত্ব করেছিল। একজনও বাদ যায়ন...
21/12/2025

প্রতিটা ফুসফুসের ক্যান্সারের রোগীর সাথে আমার একটা মিল পেয়েছি সবাই কোনো একসময় ধোঁয়ার সাথে বন্ধুত্ব করেছিল।
একজনও বাদ যায়নি।

যারা আজ বলে,
“আমি তো অনেক দিন চিনি, সিগারেট খেয়েও সুস্থ আছি, তাদের বলি, সময় এখনো শেষ হয়নি।

ধূমপান কোনো সাথে সাথে মারার অস্ত্র না।
এটা ধীরে কাজ করে।
২০ বছর, ৩০ বছর ধরে ফুসফুসের ভেতরে বিষ জমাতে থাকে তারপর একদিন এসে বলে,
“এবার আমার পালা।”

যদি কেউ সারাজীবন নিয়মিত ধূমপান করে
এবং বয়স পর্যন্ত পৌঁছায়,
তাহলে ফুসফুসের ক্যান্সার তার জন্য প্রায় নিশ্চিত ভবিষ্যৎ। ভাগ্য থাকলে হয়তো একটু দেরি হবে
কিন্তু ঝুঁকি এড়ানো যাবে না।

এই মানুষটাও তাই। যুবক বয়সে শুরু,
আজ বয়স ৬৫, আর এখন ক্যান্সারের সাথে লড়াই নয়, হার মানার গল্প।

সবচেয়ে ভয়ংকর ব্যাপার জানেন?
এই রোগটা শুরু হলে
পিছনে ফেরার রাস্তা খুব কম থাকে।

তাই আজ যারা ধূমপান করছেন
এটা কোনো উপদেশ না, এটা সতর্কবার্তা।

আপনি চাইলে আজই থামতে পারেন।
আপনার প্রিয় মানুষটাকেও আজই থামাতে পারেন।

আপনার আশেপাশে যে মানুষটা ধূমপান করে,
এই পোস্টে তার নাম লিখুন, ট্যাগ করুন।
হয়তো আপনার এই একটুকু জোরাজুরি
তার জীবনের সবচেয়ে বড় সুরক্ষা হয়ে দাঁড়াবে।

Dr-Abdur Rahman

21/12/2025

ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের মাঠে মৃ*ত পাওয়া গেছে একটি শিশুকে। গতকাল রাতের আধারে দেওয়ালের ওপার থেকে মাঠে ফেলে দিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ।।

আজকে হাদীর জন্য জুমায় দোয়া করায় মসজিদের ইমাম কে মেরে আহত করলো স্থানীয় আওয়ামী লীগ নেতা 😭নোয়াখালী সদর উপজেলার কাদির হান...
21/12/2025

আজকে হাদীর জন্য জুমায় দোয়া করায় মসজিদের ইমাম কে মেরে আহত করলো স্থানীয় আওয়ামী লীগ নেতা 😭

নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের জসিম চেয়ারম্যানের বাড়ির পাশে বাইতুল জামে মসজিদে আজ বাদ জুমা হাদির জন্য দোয়া করে
ইমাম সাহেব।।

ইমাম সাহেব কেন হাদির জন্য দোয়া করে এটা নিয়ে নামাজ শেষে স্থানীয় আওয়ামী লীগের লোকজন বাকবিতন্ডা করে, এতে হাদি ভাইয়ের দোয়ার পক্ষ হয়ে ইমাম সাহেবের পক্ষ নিয়ে প্রতিবাদ করায় স্থানীয় আওয়ামী ক্যাডার ফখরুল সহ কয়েকজন নোয়াখালী জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নুর নবীর উপর হা/মলা করে।

কোন দেশে আছি আমরা?

বডিবিল্ডার মি. বাংলাদেশ শাকিব নাজমুশ আত্মহত্যা করেছেন। 😢😥আমাদের সমাজে মানসিক স্বাস্থ্যের বিষয়টি এখনও অবহেলিত। ভালো শরীর ...
20/12/2025

বডিবিল্ডার মি. বাংলাদেশ শাকিব নাজমুশ আত্মহত্যা করেছেন। 😢😥

আমাদের সমাজে মানসিক স্বাস্থ্যের বিষয়টি এখনও অবহেলিত।

ভালো শরীর বা অর্থ থাকলেই সব নয়, মানসিকভাবে শক্ত না হলে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়ে।

জীবনের কোনো পর্যায়ে কষ্ট, চাপ বা হতাশা এলে দয়া করে একা লড়াই করবেন না।

বন্ধু, অভিভাবক, শিক্ষক কিংবা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।

সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের পরিচয়।

এভাবে বারবার আমাদের তরুণ, সম্ভাবনাময় প্রতিভাদের হারানোর মতো বিলাসিতা আমাদের নেই।

আসুন, শরীরের পাশাপাশি মনের শক্তিও গড়ে তুলি, যাতে জীবনের সব উত্থান-পতন মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়া যায়।

Address

CO Bazar
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when ডা: তাছলিমা বারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ডা: তাছলিমা বারী:

Share