19/07/2025
📢 কর্মজীবনের সকল বাধা দূর করতে মহান আল্লাহর মঙ্গলময় নামের অজিফা 📢
"যাদের কাজে-কর্মে বাধা আসে, চেষ্টা করেও সফলতা আসে না, ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় দিন কাটে— তাদের জন্য রহমতের দরজা খুলে দেওয়ার আমল!"
💫 ফজরের নামাজের পর এই পবিত্র নামগুলো **১১১ বার** পাঠ করুন:
"ইয়া ফাত্তাহ, ইয়া রাজ্জাক, ইয়া বাসিত, ইয়া ওয়াসি"
(يا فتاح يا رزاق يا باسط يا واسع)
✨ এ নামগুলোর ফজিলত:
- ইয়া ফাত্তাহ – তিনি সমস্ত বন্ধ দরজা খুলে দেন।
- ইয়া রাজ্জাক – তিনি অফুরন্ত রিজিক দাতা।
- ইয়া বাসিত– তিনি সংকীর্ণতা দূর করে প্রশস্ততা দান করেন।
- ইয়া ওয়াসি – তিনি তার রহমত ও বরকতকে প্রসারিত করেন।
🔹মহান আল্লাহ চাইলে
- কর্মক্ষেত্রে অগ্রগতি ও সফলতা।
- রিজিকে বরকত ও প্রসারতা।
- মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি।
💌 একটি আবেদন:
আল্লাহর নামের মাহাত্ম্য অসীম। যারা হতাশায় ডুবে আছেন, মনে রাখবেন— "আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না!"(সূরা ইউসুফ ১২:৮৭)। আজ থেকেই এই আমল শুরু করুন, আর দেখুন কীভাবে আল্লাহ আপনার জীবনের গল্প বদলে দেন!
🤲 অজিফা শেষে দোয়া করুন:
"হে আল্লাহ! আমাদের সকলের কাজে-কর্মে, রিজিকে-জীবনে বরকত দিন। সকল বাধা-বিপত্তি দূর করে আমাদের জন্য সহজ পথ খুলে দিন। আমিন!"
📌 শেয়ার করুন— হয়তো এই পোস্টটি কারও জীবন বদলে দেবে!
ধন্যবাদান্তে : সাদিকুর রহমান
#আল্লাহর_নাম #কর্মসফলতা #বাধা_দূর_হোক #রিজিকে_বরকত