Sweet Vai Fan

Sweet Vai Fan I am Shohel Rana Sweet. I like to travelling, Cricket, Foot Ball & Making New Friends from Different Country. If you want to join with me always Warm Welcome.

10/12/2024
ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে,কিন্তূ সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে । -শেকসপীয়ার...
10/06/2024

ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে,কিন্তূ সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে ।

-শেকসপীয়ার
ঘাগোয়া বাসিদের উন্নয়নের জন্য নিজেকে উৎস্বর্গ করলাম ইনসাআল্লা।

"আমার দেখা মতে তেমন কোন উল্লেখযোগ্য পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না এই ১০ নং ঘাগোয়া ইউনিয়নে, তাই ঘাগোয়া ইউনিয়নের সু-দিন ফিরি...
07/06/2024

"আমার দেখা মতে তেমন কোন উল্লেখযোগ্য পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না এই ১০ নং ঘাগোয়া ইউনিয়নে, তাই ঘাগোয়া ইউনিয়নের সু-দিন ফিরিয়ে আনতে দরকার যোগ্য নেতৃত্ব ও যোগ্যতা সম্পুর্ন ব্যক্তি, তাই বলি যেতে হবে বহুদুর এক সাথে এক ধারায় একটি স্মার্ট ইউনিয়ন পরিষদ গঠনে।" আশাকরি আমি আমার নেতৃত্ব ও যোগ্যতার মধ্য দিয়ে সু-দিন উপহার দিতে পারবো ইনসাআল্লা। তাই সকলের দোয়া, সমর্থন এবং সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি"

আমার নির্বাচনী অঙ্গীকার মধ্যে অন্যতম হচ্ছে,

১। তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে সচ্ছতা ও জবাবদিহিতা সুনিশ্চিত করা।

২। ফ্রি এম্বুলেন্স সার্ভিস চালু করা।

৩। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা প্রদান করা।

৪। বেকার ও যুবকদের আত্বকর্মসংস্থানের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক পদক্ষেপ গ্রহন করা।

৫। মাদক বিরোধী আভিজান অব্যহত রাখা।

৬। শিক্ষার হার ৯০%+ এ উন্নিত করা।

৭। চিকিৎসা ব্যবস্হার উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা।

বড়দের পরামর্শ এবং ছোটদের কোঠোর পরিশ্রমের মধ্যদিয়ে অংশগ্রহন মূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সবার দোয়া ও সমর্থন কা...
07/06/2024

বড়দের পরামর্শ এবং ছোটদের কোঠোর পরিশ্রমের মধ্যদিয়ে অংশগ্রহন মূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সবার দোয়া ও সমর্থন কামনা করছি, জয় হবে ইনসাআল্লা।

সকলের দোয়া ও সমর্থন কামনা করছি ❤️❤️
07/06/2024

সকলের দোয়া ও সমর্থন কামনা করছি ❤️❤️

জনসেবা ও  ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দৃর মোনবল আছে যার,  "প্রতিনিধিত্ব করার অধিকার তার"
05/06/2024

জনসেবা ও ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দৃর মোনবল আছে যার, "প্রতিনিধিত্ব করার অধিকার তার"

ভাল কোন কাজের জন্য বয়স ব্যপার না। সকলের সসমর্থ কামনা করছি। আশা করি পাশে থেকে উন্নয়ন মূলক কাজ করার সুযোগ তৈরি করে দেবেন স...
05/06/2024

ভাল কোন কাজের জন্য বয়স ব্যপার না। সকলের সসমর্থ কামনা করছি। আশা করি পাশে থেকে উন্নয়ন মূলক কাজ করার সুযোগ তৈরি করে দেবেন সবাই।

ইচ্ছা করে থাকলে উপায় হয়। ঠিক তেমনি উন্নয়ন করতে গেলে যোগ্যতা ও মেধার প্রয়োজন হয়।
04/06/2024

ইচ্ছা করে থাকলে উপায় হয়। ঠিক তেমনি উন্নয়ন করতে গেলে যোগ্যতা ও মেধার প্রয়োজন হয়।

আসছে উপজেলা নির্বাচন শুভকামনা রইলো সকল প্রার্থীদের। আমদের গাইবান্ধা সদর উপজেলা নিয়ে কিছু না বললেই নয়, আমি অনেক জেলায় ঘুর...
02/05/2024

আসছে উপজেলা নির্বাচন শুভকামনা রইলো সকল প্রার্থীদের। আমদের গাইবান্ধা সদর উপজেলা নিয়ে কিছু না বললেই নয়, আমি অনেক জেলায় ঘুরেছি বিভিন্নরকম কাজ ও ভ্রমন পিপাসু হয়ে দেখেছি সে সব এলাকার উন্নয়ন সে দিক বিবেচনা করলে আমদের উপজেলার চিএ পুরটায় উল্টো, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরেও একটি পক্ষের উন্নয়নের চিএ ছিল গুটিকয়েক তবে লক্ষণীয় বিষয় হচ্ছে ব্যক্তি স্বার্থের উন্নয়ন। তবে এবার তা সাংসদ নির্বাচনে মধ্য দিয়ে পরিবর্তন আসতে শুরু করেছে তাই উপজেলা নির্বাচন বলতে চাই, আমাদের রয়েছে ব্যালট পাওয়ার যদি আমারা যোগ্য ব্যক্তিকে নির্বাচনের মাধ্যমে আনতে পারি তাহলে আমাদের উন্নয়ন চলমান থাকবে আর যদি তা করতে না পারি তাহলে শুধু ব্যক্তি স্বার্থের উন্নয়ন হবে গতানুগতিক যা হয়ে এসেছে পূর্বে। আমরা চাই সমগ্র সদর উপজেলার গগণমানুষের উন্নয়ন। আমরা এখন একজন সুদক্ষ্য মাঝি পেয়েছি উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য যার মাধ্যমে সমগ্র পরিকল্পিত উন্নয়ন সাধন করা সম্ভব। তার একজন কর্মী হিসাবে বলতে চাই তিনি যেমন দক্ষ্য এবং পরিকল্পিত নেতৃত্ব দিচ্ছেন তেমনি ভাবে আমরাও সদর উপজেলাতে একজন সাদা মোনের মানুষ চাই তারি ধারাবাহিকতায় আমি সমথর্ন জানাচ্ছি জনাব মো: এডভোকেট ইস্তেকুর রহমান কে, আশাকরি আমাদের আস্তা ও বিশ্বাস সহ সমগ্র উপজেলার উন্নয়ন সাধন হবে এবং দুইটি পরিকল্পিত নেতৃত্ব আমাদেরকে একটি স্মার্ট উপজেলা উপহার দেবেন ইনশাআল্লাহ।

Address

Rangpur
5700

Telephone

+8801751454358

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sweet Vai Fan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share