27/11/2025
পবিত্র কুরআনে সূরা আত-তাওবা ৬৫-৬৬ আয়াতে মহান আল্লাহ বলেন,
“যদি তুমি তাদের জিজ্ঞেস কর, তারা অবশ্যই বলবে, ‘আমরা তো কেবল আলাপ-আলোচনা ও কৌতুক করছিলাম।’ বলো, ‘তোমরা কি আল্লাহ, তাঁর আয়াতসমূহ ও তাঁর রাসূলকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করছিলে? অজুহাত পেশ করো না, তোমরা ঈমান আনার পর কুফরি করেছ।"
বাউল আবুল সরকার আমার মহান রবের শানে সুস্পষ্ট বেয়াদবি করেছে। তার ঈমান আছে কি নাই সে কাফের নাকি মুশরিক তা এখন আমার কাছে বিবেচ্য নয়।
সে আমার ধর্ম আমার রবকে কটাক্ষ করেছে, এবং আজ তার পক্ষে যারাই দাঁড়াচ্ছে তারা প্রত্যেকেই আমার রবকে করা সেই কটাক্ষের পক্ষে দাঁড়িয়েছে।
এরা প্রত্যেকেই ইসলামের শত্রু, এরা ইসলামকে হেয় করার স্বাধীনতা চায়।
আবুল সরকার বাউল হোক আর প্রধানমন্ত্রী হোক, সে একজন এনার্কিস্ট। সে সকল ইমানদার মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের মাধ্যমে দেশকে অস্থিতিশীলতার মুখে ফেলেছে।
সরকার তাকে গ্রেফতারের মাধ্যমে উপযুক্ত পদক্ষেপের প্রথম ধাপ সম্পন্ন করেছে। এখন সুষ্ঠু বিচার নিশ্চিত করার মাধ্যমে বাকি ধাপ শেষ করতে হবে।
কোনভাবেই তাকে বিচারের মুখ থেকে বাঁচানোর চেষ্টার অর্থই হবে ইসলাম ও মুসলিমদের বিপক্ষে দাঁড়ানো।