06/08/2025
আজকে সবই স্মৃতি। তোমার থেকে আজ আমি অনেক দূরে, অনেক বেশি দূরে। বুকের সব যন্ত্রণাকে ভুলে থাকার জন্য আমাকে বদলে যেতে হয়েছে, যদিও সেটা ভালো থেকে খারাপে। তোমার দেওয়া অবহেলার কষ্টগুলোও বদলে গেছে, বিন্দু থেকে বৃত্ত হয়ে প্রাণঘাতী বোমার আকার ধারণ করেছে।
আচ্ছা, আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না? এখনো কি আগের মতো সবাইকে নিয়ে বিজি থাকো?
আজও প্রতিটা মুহূর্ত জানতে ইচ্ছা করে, তুমি কেমন আছো?যদি বুক চিড়ে দেখাতে পারতাম কতটা ভালোবাসি তোমাকে...?