Hello Bangladesh

Hello Bangladesh Video content creator

Shout out to my newest followers! Excited to have you onboard! সাত রং, Shariful Islam, All Refar Id, Abiha Anha
06/08/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! সাত রং, Shariful Islam, All Refar Id, Abiha Anha

30/07/2025

সবাই আপন আপন করে কিন্তু কেউ আপন নয়

30/07/2025

30/07/2025

13/05/2025

09/05/2025

09/05/2025

09/05/2025

07/05/2025

অনেক নাটকীয়তা শেষে শুরু হলো পাক-ভারত সরাসরি যুদ্ধ। ভারত প্রথমে আক্রমণ করলেও মাত্র ৫ মিনিটের ব্যবধানে পাকিস্তান পাল্টা আঘাত হানে — যা যুদ্ধ ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত!
দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলায় ক্ষয়ক্ষতিও কম হয়নি:
১. পাকিস্তান ধ্বংস করেছে ভারতের ২টি যুদ্ধবিমান, ১ হেলিকপ্টার, ৪ নজরদারি ড্রোন। নিহত ২২ ভারতীয় সেনা। পাকিস্তান দাবি করছে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত এবং কিছু সেনা গ্রেফতার।
২. ভারত ধ্বংস করেছে একটি এফ-১৬। নিহত ৭ পাক সেনা ও এক শিশু।
৩. ভারত হামলা চালিয়েছে ৯ বার তিন জায়গায়, পাকিস্তান ১৫ বার পাঁচ জায়গায়।
৪. ভারত এক মসজিদ ধ্বংস করেছে, পাকিস্তান গুঁড়িয়ে দিয়েছে শ্রীনগরের ভারতীয় এয়ারবেইজ।
৫. মিসাইল যুদ্ধে ভারত ছুড়েছে ৯টি ব্যালিস্টিক মিসাইল, পাকিস্তান ছুড়েছে ১৫টি (ক্রুজ ও ব্যালিস্টিক)।
৬. ভারত ধ্বংস করেছে একটি বাড়ি, পাকিস্তান ধ্বংস করেছে ৪টি সেনা ছাউনি।
বর্তমান অবস্থা:
ভারতীয় সেনারা এখনো পাক সীমান্তে প্রবেশে ব্যর্থ। বিপরীতে, দেড় শতাধিক পাক সেনা ঢুকে পড়েছে জম্মুর ভিতরে এবং স্থল অভিযান চালাচ্ছে!
তথ্যসূত্র: আল-জাজিরা ও আন্তর্জাতিক গণমাধ্যম

01/09/2022

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক MP

02/08/2022

এত বছর পর্যন্ত জানতাম এই 'হাট্টিমা টিম টিম' ছড়াটা ৪ লাইন। পূ্র্বে এটি চার লাইনের ছড়াই ছিল। কিন্তু পরবর্তীতে এই ৪ লাইনের ছড়ার সঙ্গে আরও ৪৮ লাইন যুক্ত করা হয়। তাই বলা হচ্ছে এটা ৫২ লাইনের।

৫২পঙ্​ক্তির আসল লেখক, নাদিয়া জামান। ২০১২ সালে এই যুক্তরাজ্য প্রবাসী সামহোয়্যার ইন ব্লগে এটি প্রকাশ করেন। তিনি ৪৮ পঙ্​ক্তি নিজে লিখে শেষের ৪ পঙ্​ক্তিতে প্রচলিত ‘হাট্টিমা টিম্ টিম’ ছড়াটি জুড়ে দেন।
'
'টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনলো কিনে
মস্ত একটা ডিম।
বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।
সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।
উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।
সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।
উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।
চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।
বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বারি
নিজের মাথায় মারে।
শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।
গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।
মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে
গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।
হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমা টিম টিম।'

সংগৃহীত : আমার বাংলাদেশ, আমার অহংকার

17/07/2022

Fish World ’s Bazar

Address

Rangpur
5721

Telephone

+8801773040412

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hello Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hello Bangladesh:

Share