02/09/2023
তিনটি আমল আপনাকে নিয়ে যাবে জান্নাতে!(ইংশাআল্লাহ)
১) আয়াতুল কুরসি প্রতি ফরজ নামাজের পর (১বার)।
২) সূরা মূলক প্রতি রাতে (১বার)।
৩) সাইয়্যেদুল ইস্তেগফার (সকালে ১ বার _সন্ধ্যায় ১বার করে)।
যে আমল করলে মৃত্যুর পরে সরাসরি জান্নাত:
“যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসী পাঠ করবে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তার আর কোন বাধা নেই”!
[নাসাঈ-৯৮৪৮]
সূরা_মূলকঃ
রাসূলুল্লাহ্ (স:) বলেন:
“কুরআনের ত্রিশ আয়াত বিশিষ্ট এমন একটি সূরা আছে – যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং - শেষ অব্দি তাকে ক্ষমা করে দেয়া হবে, সেটা হচ্ছে তাবা-রাকাল্লাযী বিয়্যাদিহিল মূলক _(সূরা: মূলক)”।
(আবু দাউদ-১৪০০, তিরমিযী- ২৮৯১)
সাইয়্যেদুল-ইস্তেগফারঃ
রাসূলুল্লাহ (স:) বলেন:
“যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে সাইয়েদুল ইস্তেগফার পাঠ করবে দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতী হবে”!
[বুখারী-৬৩০৬, আবু দাউদ-১৪০০]
সবাইকে আলম করার তাওফিক দান করেন আমিন।