সংবাদ ১২মাস

সংবাদ ১২মাস সংবাদ ১২মাস – ”ছুটে চলি সংবাদের প্রান্তে”
দেশ ও বিশ্বের সর্বশেষ নিউজ আপডেট দেখুন। নিরপেক্ষতা, গতিশীলতা ও পাঠকের আস্থাই আমাদের শক্তি।

জুলাই গণঅভ্যুত্থানে শ্রমজীবীদের অবদান ও মূল্যায়নের আহ্বানজুলাই গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানুষের ভূমিকা, তাদের আত্মত্যাগ এব...
07/09/2025

জুলাই গণঅভ্যুত্থানে শ্রমজীবীদের অবদান ও মূল্যায়নের আহ্বান

জুলাই গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানুষের ভূমিকা, তাদের আত্মত্যাগ এবং প্রাপ্তি-অপ্রাপ্তির সঠিক মূল্যায়ন করা অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহা মির্জা।
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ঘটনার মাধ্যমে শ্রমজীবী মানুষের অবদান, ত্যাগ ও অর্জনের সঠিক হিসাব রাখতে হবে। ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা শুধু সময়কে নয়, পুরো জাতির চেতনাকে প্রভাবিত করে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই অভ্যুত্থান ও শ্রমজীবীদের হিস্যা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শ্রমিক অধিকার আন্দোলন এ অনুষ্ঠানের আয়োজন করে।

মাহা মির্জা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান এই অঞ্চলের এক যুগান্তকারী ঘটনা। দীর্ঘ ১৫ বছরের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল এই অভ্যুত্থানে। তিনি মনে করেন, ছাত্র-জনতার আত্মত্যাগ ব্যর্থ হয় না, যদিও ফলাফল তাৎক্ষণিকভাবে সবসময় আশানুরূপ হয় না।

সভায় সভাপতিত্ব করেন শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। আলোচনায় অংশ নেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হক ও সাংবাদিক রঞ্জন দে।

আইনজীবী মানজুর আল মতিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের আত্মত্যাগ উপেক্ষা করছে এবং পুরনো শোষণমূলক ব্যবস্থা বজায় রেখে শোষণের ক্ষেত্র বাড়াচ্ছে। যদিও শ্রমিকরা রাজনৈতিক অর্জনের অংশীদার হয়েছেন, কিন্তু তাদের অর্থনৈতিক ও সামাজিক দাবি অনিশ্চিত রয়ে গেছে।

সভাপতি অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, অভ্যুত্থানের পর শ্রমিক সংগঠনগুলো সরকারের কাছে ন্যায়বিচার, ক্ষতিপূরণ, মামলা প্রত্যাহার, বকেয়া বেতন পরিশোধ, ট্রেড ইউনিয়ন অধিকার, বন্ধ কলকারখানা চালু ও গ্রামীণ রেশনিংসহ বিভিন্ন দাবি তোলে। কিন্তু সরকার দাবিগুলো বাস্তবায়নের বদলে পুরনো রীতি অনুযায়ী দমননীতি অব্যাহত রাখছে।

আলোচনায় আরও বক্তব্য রাখেন জুলাই অভ্যুত্থানে নিহত তাহির জামান প্রিয়’র বাবা মোস্তফা জামান, শহীদ মোসলেম উদ্দিন মিলনের স্ত্রী দিলরুবা আক্তার, শহীদ সাজ্জাদ হোসেনের মা ময়না বেগম, শহীদ মেরাজুল ইসলামের মা আম্বিয়া খাতুন, সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী ডলার, শ্রমিক অধিকার আন্দোলনের সদস্য সবুজ রায়, রেদোয়ান ফেরদৌস, কৃষক সংগঠক আব্দুস সাত্তার এবং শিক্ষার্থী যুগেশ ত্রিপুরা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বীথি দাস নন্দিনী এবং অনুষ্ঠান পরিচালনা করেন আহসান আহমেদ।
আলোচকরা জুলাই হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা ও শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি, শ্রমিক ও কর্মচারীদের শোষণমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
#জুলাইগণঅভ্যুত্থান #শ্রমিকআন্দোলন #রংপুরশিল্পকলা #শ্রমিকঅধিকার #সাংস্কৃতিকঐক্য

06/09/2025

রংপুরে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব শুরু

রংপুরে শুরু হয়েছে বিএফএফ-সমকাল ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব। ‘বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে রংপুর নগরীর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় হলরুমে এ উৎসব শুরু হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
প্রতিযোগিতায় রংপুর জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো হলো—রংপুর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, আরসিসিআই পাবলিক স্কুল এন্ড কলেজ, শিক্ষা অঙ্গন উচ্চ বিদ্যালয়, লায়ন্স স্কুল এন্ড কলেজ এবং ইন্টারন্যাশনাল গ্র্যামার স্কুল।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী ও যুক্তিবাদী করে তুলতে পারে বিজ্ঞানভিত্তিক বিতর্ক। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক মানবিক সমাজ গঠনে এগিয়ে নিতে সমকালের এ আয়োজন প্রশংসনীয়।”

সমকাল রংপুর অফিস প্রধান স্বপন চৌধুরীর সঞ্চালনায় উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন শহীদ সামাদ স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জিয়াউর রহমান, স্বপ্নচূড়া স্কুলের শিক্ষক শেখ ফরিদ অভি ও বড়বাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাছিমা হক। মডারেটরের দায়িত্বে রয়েছেন শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হামীম।

এসময় উপস্থিত ছিলেন সিটি প্রেসক্লাব রংপুরের সিনিয়র সহ-সভাপতি এস এম খলিল বাবু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

🔐গুগলের জরুরি সতর্কতা: এখনই জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করুন!⚠️ নিরাপদ থাকতে চালু করুন 2FA ও নিয়মিত করুন সিকিউরিটি চেকআপ...
01/09/2025

🔐গুগলের জরুরি সতর্কতা: এখনই জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করুন!
⚠️ নিরাপদ থাকতে চালু করুন 2FA ও নিয়মিত করুন সিকিউরিটি চেকআপ।
বিস্তারিত কমেন্টে...................

সংবাদ এর সংজ্ঞাসংবাদ হলো নতুন, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক কোনো তথ্য, ঘটনা বা পরিস্থিতি যা যাচাইযোগ্য উৎসের মাধ্যমে জনসাধা...
30/08/2025

সংবাদ এর সংজ্ঞা

সংবাদ হলো নতুন, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক কোনো তথ্য, ঘটনা বা পরিস্থিতি যা যাচাইযোগ্য উৎসের মাধ্যমে জনসাধারণকে অবহিত করার জন্য উপস্থাপন করা হয়। সংবাদ হল সাংবাদিকতার মূল উপাদান, যার উদ্দেশ্য সমাজকে তথ্য প্রদান, সচেতনতা সৃষ্টি এবং জনমত গঠন।

সংবাদ এর মূল বৈশিষ্ট

নতুনত্ব (Timeliness):
সংবাদ অবশ্যই সাম্প্রতিক বা সদ্যঘটিত হতে হবে।
👉 উদাহরণ: “রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৫.৩”

গুরুত্ব (Significance):
সংবাদ এমন হতে হবে যা পাঠক, দর্শক বা শ্রোতার জীবনে প্রভাব ফেলে।
👉 উদাহরণ: আগামী মাস থেকে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নতুন পদ্ধতি চালু হবে।

বিশ্বস্ততা (Accuracy):
সংবাদ যাচাইযোগ্য, সত্য ও নিরপেক্ষ হতে হবে।
👉 উদাহরণ: আজ বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে, আগামী মাস থেকে নতুন ২০০ টাকার নোট বাজারে আসবে। এখানে তথ্যের উৎস হলো বাংলাদেশ ব্যাংক ।

আগ্রহোদ্দীপক (Human Interest):
মানুষের কৌতূহল বা আগ্রহ তৈরি করে এমন বিষয়ও সংবাদ হতে পারে।
👉 উদাহরণ: পঞ্চাশ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করলেন এক গৃহবধূ।

প্রভাব (Impact):
যে সংবাদ সমাজে আলোচনার জন্ম দেয় বা মানুষের জীবনে পরিবর্তন আনে।
👉 উদাহরণ: সরকার নতুন আয়কর আইন পাস করেছে যা মধ্যবিত্তদের কর কাঠামো সহজ করবে।

অপু আলমগীর

12/08/2025

Address

VIP Road No-01, Khamar Para
Rangpur
5402

Alerts

Be the first to know and let us send you an email when সংবাদ ১২মাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সংবাদ ১২মাস:

Share