সংবাদ ১২মাস

সংবাদ ১২মাস দৈনিক সংবাদ ১২মাস হলো আপনার নির্ভরযোগ্য সংবাদসঙ্গী। আমাদের লক্ষ্য সঠিক তথ্য দ্রুত পৌঁছে দেওয়া এবং পাঠকদের কাছে সংবাদকে সহজবোধ্য করে তোলা।

সংবাদ ১২মাস হলো আপনার নির্ভরযোগ্য সংবাদসঙ্গী। আমরা জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, খেলাধুলা, বিনোদন ও বিশেষ প্রতিবেদন প্রকাশ করে থাকি।
আমাদের লক্ষ্য সঠিক তথ্য দ্রুত পৌঁছে দেওয়া এবং পাঠকদের কাছে সংবাদকে সহজবোধ্য করে তোলা।

12/08/2025
সোমবার (৪ আগস্ট) সকালে রংপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ সাংবাদিকদের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ...............
04/08/2025

সোমবার (৪ আগস্ট) সকালে রংপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ সাংবাদিকদের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ...............

রংপুরে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের সাংবাদিক সম্মেলনরংপুর ব্যুরোঅভ্যুত্থানকে পুঁজি করে মিথ্যা ম...
26/07/2025

রংপুরে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের সাংবাদিক সম্মেলন

রংপুর ব্যুরো

অভ্যুত্থানকে পুঁজি করে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে রংপুরে সাংবাদিক সম্মেলন করেছে বাম গণতান্ত্রিক জোট।

শনিবার (২৬ জুলাই) দুপুরে রংপুর নগরীর স্থানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু।

তিনি লিখিত বক্তব্যে বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান ঘটে। সেই অভ্যুত্থানকে কেন্দ্র করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত হয়রানিমূলক মিথ্যা মামলা বন্ধের প্রতিশ্রুতি সত্ত্বেও স্বার্থান্বেষী মহল সারা দেশে শিক্ষক-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার নিরপরাধ ও সম্মানিত ব্যক্তিবর্গকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দিয়ে হয়রানি করছে।

এরই ধারাবাহিকতায় রংপুরে কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো:আব্দুল ওয়াহেদ মিঞার নামে রংপুর মহানগর তাজহাট থানায় মিথ্যা ও হয়রানিমুলক মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৪। এই মামলায় তাকে ১৯ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে। অথচ কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিঞা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি রংপুরের আহ্বায়ক ও কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রংপুর জেলার সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফ্যাসিবাদী হাসিনা সরকারের নেওয়া দুর্নীতিপূর্ণ প্রকল্প রামপাল বিদ্যুৎ কেন্দ্র, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন, রেন্টাল ও কুইকরেন্টাল প্রকল্পের মাধ্যমে হাজার কোটি টাকা লুণ্ঠন ও বিদেশে পাচারের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। রংপুর অঞ্চলের এই আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিঞা।

শুধু তাই নয় ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের পাশে ছিলেন তিনি। পরামর্শ ও সহযোগিতা দিয়েছেন। অথচ ২০২৫ সালে এসে স্বার্থান্বেষী মহলের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাকে মামলায় জড়ানো হয়েছে। যা আমাদের দৃষ্টিতে সম্পূর্ণভাবে সম্মানহানি ও হয়রানিমূলক।

লিখিত বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিঞার যেন কোনো ধরনের হয়রানি না ঘটে। তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবী জানাচ্ছি।

এই মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে আগামী ২৯ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ রংপুরের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজনের কথাও জানান উক্ত সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে বাম গণতান্ত্রিক জোট, সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#রংপুর #বামগণতান্ত্রিকজোট #সংবাদসম্মেলন #মিথ্যামামলা

জুয়েনা মিতুলের আহ্লাদের ব্যাগ এবার রফতানি হচ্ছে স্পেনেরংপুর ব্যুরোএকেকটি ব্যাগ যেন একেকটি ইতিহাস ও ঐতিহ্যের বাহক। এমন দ...
24/07/2025

জুয়েনা মিতুলের আহ্লাদের ব্যাগ এবার রফতানি হচ্ছে স্পেনে

রংপুর ব্যুরো

একেকটি ব্যাগ যেন একেকটি ইতিহাস ও ঐতিহ্যের বাহক। এমন দেশীয় ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি নিয়ে গড়ে উঠছে উদ্যোক্তা জুয়েনা ফেরদৌস মিতুলের শৈল্পিক আহ্লাদ। কারুশিল্প প্রতিষ্ঠান ‘আহ্লাদ’ এর লক্ষ ও উদ্দেশ্য পাটসহ বিভিন্ন পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে পণ্য তৈরী ও বাজারজাত করা। কারুশিল্প প্রতিষ্ঠান ‘আহ্লাদ’ এর পণ্য দেশের বাজারে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে আহ্লাদ এর ব্যাগ ইতিমধ্যে নেদারল্যান্ড, জাপান, আমেরিকা ও লন্ডনে ব্যাগ রপ্তানি করেছেন। এ বছর স্পেনে বড় পরিসরে ১০ হাজার ব্যাগ রপ্তানির চুক্তি সম্পন্ন করেছেন। এর আগে জার্মান এ্যাম্বাসি, ওয়াল্ড ব্যাংক, দৃক এর ব্যাগ সরবারহ করেন তিনি।

কারুশিল্প প্রতিষ্ঠান ‘আহ্লাদ’এর পরিচালক জুয়েনা ফেরদৌস এর কর্মজীবন শুরু হয় চলচ্চিত্রের কস্টিউম অ্যাসিস্ট্যান্ট হিসেবে। চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের মুক্তির কথা, নারীর কথা, মাটির ময়না ও অন্তর্যাত্রায় কাজ করেছেন তিনি। দীর্ঘদিন যুক্ত ছিলেন ‘গাও’নামের একটি প্রডাকশন হাউজে। ২০১৭ সালে রাজধানী ঢাকা থেকে সব ছেড়ে পারিবারিক কারনে চলে আসেন জন্মভিটা রংপুরে। দুই সন্তান নিয়ে খানিকটা হোচঁট খান তিনি। ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় এরপর সফটওয়ার কোম্পানীতে চাকুরী শুরু করেন।

করোনাকালীন সময়ে সেই চাকুরীও চলে যায় তার। আবারও জীবনে ছন্দপতন । হঠাৎ একদিন সুইডেন প্রবাসী বন্ধুর ফোন। তার কিছু পরিবেশবান্ধব ব্যাগ প্রয়োজন। পরে প্রবাসী বন্ধুর ব্যবসায়িক প্রয়োজনে পরিবেশ বান্ধব ব্যাগের উপাদান খুজতে গিয়ে পাট পণ্যের প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি। প্রশিক্ষণ নেন ও বিভিন্ন কারখানা পরিদর্শন করে ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়ান ও পরবর্তী অধ্যায়ের প্রস্তুতি নেন তিনি। নিজস্ব ডিজাইনে প্রথমে অন্য কারখানায় ব্যাগ তৈরীর কাজ শুরু করেন তিনি। অন্য কারখানায় নিজের মনের মতো ও গুণগত মান নিয়ে সংশয় থাকায় একসময় প্রতিষ্ঠা করেন কারুশিল্প প্রতিষ্ঠান “আহ্লাদ”। একটি মেশিন ও একজন কর্মী নিয়ে প্রথম পথচলা শুরু তার।

রংপুর নগরীর কেরানীপাড়ায় অবস্থিত কারুশিল্প প্রতিষ্ঠান আহ্লাদ। প্রতিষ্ঠানটির পণ্য যেমন- বাহারি ব্যাগ, শোপিস, ওয়ালমেট, খেলনা, আল্পনা, পাপোশ, শিকা, দড়ি তৈরি হয়। পণ্যগুলো তৈরি করে তিনি দেশের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরারা চেষ্টা করছেন। প্রতিষ্ঠানটিতে কাজ করা কর্মীদের প্রায় ৯০ শতাংশই নারীকর্মী। বর্তমানে প্রতিষ্ঠানটিতে নিয়মিত ১২ থেকে ১৫ জন নারী কাজ করেন। এছাড়াও রংপুর নগরীর ৪টি গ্রামে নারীদের প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে গড়ে তুলেছেন তিনি। সেখানে চুক্তিভিত্তিক কাজ করনে আরও ৮০ নারী কর্মী।

কারুশিল্প প্রতিষ্ঠান ‘আহ্লাদ’ এর ব্যাগ সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মিলিনিয়াম ষ্টার স্কুল এন্ড কলেজ, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন স্কুল কলেজে সরবরাহ করেন। পরিষদের সকল অনুষ্ঠান ও সকল প্রকল্পে তিনি ব্যাগ সরবরাহ করে থাকেন। চাহিদা অনুযায়ী এই ব্যাগ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়মিত ব্যাগ সরবরাহ করছেন তিনি। সৌভাগ্যবশত কারখানা শুরুর দিকেই জার্মান কারচারাল সেন্টারের একটি অনুষ্ঠানের জন্য ১৫০০ ব্যাগের অর্ডার পান তিনি।

জুয়েনা ফেরদৌস মিতুল বলেন, একটা সৃষ্টি একটা জার্নি, এটাই আমাকে অনুপ্রাণিত করেছে। তিনি আরো জানান, এই ব্যগ তৈরীর লক্ষ উদ্দেশ্য হচ্ছে আমরা যখন একটা ব্যাগ বহন করি, সেই ব্যাগের সাথে যেন আমরা বহন করি আমাদের ইতিহাস ও ঐতিহ্য। সেই চিন্তা থেকেই ব্যাগের ডিজাইন করা। ডিজাইনগুলো বেশ সাড়াও ফেলছে ইতিমধ্যে।

মিতুল জানান, সময়ের সাথে মানুষের চিন্তার প্রসার যেমন ঘটেছে, তেমনি আমাদের ব্যবহৃত পণ্য বহণকারী ব্যাগেও রুচিশীল চিন্তা এক নতুন মাত্রা এনে দিয়েছে। মানুষের হাতে হাতে পণ্য বহণকারী ব্যাগের মধ্যে দেশের ইতিহাস ঐহিত্য ফুটে উঠলে মন্দ লাগে না বরং ভালোই লাগে।

আহ্লাদ নিয়ে তিনি জানান, অল্প সময়ে আহ্লাদের ব্যাগ মানুষের মনে জায়গা করে নিয়েছে। ধীরে ধীরে বানিজ্য ভিত্তিক পরিসর বাড়ছে। দেশের বাইরে ব্যাগ রফতানি হচ্ছে এটাই আশার কথা ও বড় স্বার্থকতা। এর পরিসর গুণ ও মানের সাথে বাড়ুক এমন লক্ষ নিয়েই এগিয়ে যাচ্ছি।

এদিকে কারুশিল্প প্রতিষ্ঠান ‘আহ্লাদ’ এর জুয়েনা ফেরদৌস মিতুল ইতিমধ্যে কাজের স্বীকৃতি স্বরুপ পিকেএসএফ এর দুটি জাতীয় পুরুস্কার পেয়েছেন এবং রংপুর সদর উপজেলা ও জেলা পর্যায়ে হয়েছেন জয়ীতা।

সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে ………. জি এম কাদেররংপুর ব্যুরো পুলিশ ও প্রশাসনকে কাজে লাগাতে না পারলে অন্তর্বর্তী সরকা...
14/07/2025

সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে ………. জি এম কাদের

রংপুর ব্যুরো

পুলিশ ও প্রশাসনকে কাজে লাগাতে না পারলে অন্তর্বর্তী সরকার মব দিয়ে নির্বাচন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বলেন, মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ বাড়ি থেকে বের হয়ে পুণরায় ফিরবে কিনা সংশয় তৈরি হয়েছে, অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। যারা মব তৈরি করে লুটপাট ও পেশীশক্তি দেখিয়েছে এতদিন, তাদের আর নিয়ন্ত্রণ করতে পারছেন না। পুলিশ ও প্রশাসনকে কাজে লাগাতে না পারলে মব দিয়ে নির্বাচন করবে এই সরকার। সেই মবের নির্বাচন কি সমর্থন পাবে? আমরা চাই, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার বাংলাদেশকে পরিচালিত করবে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে রংপুরের পল্লী নিবাসে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে দাবি করে জি এম কাদের বলেন, সংস্কার ও বিচার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বিচারের জন্য আপনি ৫০ বছর অপেক্ষা করতে পারেন না। এই সরকারের সংস্কার কেউ গ্রহণ করছে না। নারী সংস্কার, এনবিআর সংস্কার, মিডিয়ার সংস্কার কেউ গ্রহণ করেনি। কারণ, তারা একটি বৃহত্তর রাজনৈতিক দলকে অর্থাৎ ৫০ ভাগ লোককে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন। একতরফা নির্বাচনের দিকে যাচ্ছেন তারা।

সাবেক এই মন্ত্রী বলেন, আমি আওয়ামী লীগের আমলে বলেছিলাম, বিএনপি-জামায়াতকে ছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে না। সেই নির্বাচন দেশে ও দেশের বাইরে সমর্থন পাবে না। এই সরকারকেও বলবো, আওয়ামী লীগ বর্তমানে আধামরা অবস্থায় আছে, তারপরও আপনি আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন।

এই আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সার্কাস পার্টিতে পরিণত করেছিল, এমন অভিযোগ তুলে ধরে তিনি বলেন, আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে সংসদে জনগণের পক্ষে কথা বলেছিলাম। কিন্তু পরক্ষণে তৎকালীন সরকারের চাপে তাদের পক্ষে বলতে হয়েছে। আমি মনে করি, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত তৎকালীন সরকারের কাছে জিম্মি হয়ে সার্কাস পাটি হয়েছিল জাতীয় পার্টি। এখন বর্তমান সরকারের বিপক্ষে কথা বলছি, তখন সাথে থাকা কয়েকজন সরকারের পক্ষ নিয়ে আমাকে মাইনাস করতে চেয়েছিল। আমি তাদের বহিষ্কার করেছি।

জুলাই আন্দোলন প্রসঙ্গে জি এম কাদের বলেন, আমরা শিক্ষার্থীদের সাথে ছিলাম। রংপুরে জাতীয় পার্টির দুইজন মারা গেছেন। কয়েকজন জেল খেটেছেন। আমাদের নেতাকর্মীদের নামে হত্যা মামলা হয়েছে। আমাদের রংপুরের মেয়রকে তৎকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীর সামনে হেনস্তার শিকার হতে হয়েছিল।

আলোচনা সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। অন্যান্যের মধ্যে প্রেসিডিয়াম সদস্য ও মহানগর জাতীয় পার্টি সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জেলা জাতীয় পার্টির সভাপতি আজমল হোসেন লেবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাগণ বক্তব্য রাখেন।

এর আগে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে কবর জিয়ারত করেন জিএম কাদের।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে জাতীয় পার্টি ও দলের অঙ্গ সংগঠনগুলো।

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তাররংপুর ব্যুরোরংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম...
13/07/2025

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রংপুর ব্যুরো

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম শুভকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সিও বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ইফতেখারুল ইসলাম শুভ রংপুর মহানগরীর মাহিগঞ্জ ধুমখাটিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে আত্নগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ এনে আহত মামুনুর রশিদ মামুন, আহত জয়নাল আবেদীন বাপ্পী, আহত রমজান আলী ও আহত শহিদুল ইসলাম পৃথক পৃথক চারটি মামলা করেছেন।

এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ইফতেখারুল ইসলাম শুভ দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া চারটি মামলার এজহারভুক্ত আসামি। তাকে রোববার দুপুরে আদালতে নেওয়া হয়। তার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রংপুর কোর্টের আইনজীবী নেতা হত্যা মামলায় কারাগারেরংপুর ব্যুরো  রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামা...
13/07/2025

রংপুর কোর্টের আইনজীবী নেতা হত্যা মামলায় কারাগারে

রংপুর ব্যুরো

রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিকের জামিন নামন্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে জুলাই গণঅভুত্থানের সময় তিন হত্যা ও এক হত্যা চেষ্টার মামলা রয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালত বিচারক মোঃ মশিউর রহমান খান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আব্দুল হক প্রামাণিক রংপুরের আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এবং আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরে কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম, স্বর্ণশিল্পী মুসলিম উদ্দিন মিলন, সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা এবং মমদেল হোসেন হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আব্দুল হক প্রামাণিক। এর আগে তিনি উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামিন শুনানিতে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহেদ কামাল ইবনে খতিবসহ তার পক্ষে ২০-২৫ আইনজীবী উপস্থিত ছিলেন।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী রোকনুজ্জামান রোকন। তিনি জানান, আব্দুল হক প্রামাণিকের জামিন নামঞ্জর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

রংপুর নগরীতে  ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তাররংপুর ব্যুরো রংপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ জাহাঙ্গীর আলম (২০) গ্রেপ্তার...
13/07/2025

রংপুর নগরীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রংপুর ব্যুরো

রংপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ জাহাঙ্গীর আলম (২০) গ্রেপ্তার হয়েছে। শনিবার রাতে মহানগরীর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৩ জুলাই) দুপুরে র‌্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব-১৩ জানায়, ভিকটিমের দায়ের করা এজাহার অনুযায়ী, প্রেমের সম্পর্কের ধারাবাহিকতায় এ বছরের ৪ জুলাই বিয়ের প্রলোভনে জাহাঙ্গীর আলম ভিকটিমকে বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের পেছনের একটি বাড়িতে কথা বলবে বলে ডেকে নেয়। পরে সুযোগ বুঝে বাড়িটিতে কেউ না থাকায় ভিকটিমকে জোড় পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে পরদিন ৫ জুলাই বদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করে।

গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলম রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর পাঁচ তেপতি পাইকার পাড়া নামক এলাকার মোঃ মোজাফফর হোসাইনের ছেলে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

26/05/2022

Thanks All Of You.

Address

VIP Road No-01, Khamar Para
Rangpur
5402

Alerts

Be the first to know and let us send you an email when সংবাদ ১২মাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সংবাদ ১২মাস:

Share