Bad luck s

Bad luck s •Delete negative people, forgot your past, accept your mistakes. Restart your life.!🌻
Best life...

19/11/2025

Love is f**k 💔🙂

18/11/2025

Love is f**k💔🙂

22/10/2025

চেষ্টা চালিয়ে যাও, আল্লাহর উপর ভরসা রাখো, ধৈর্য ধরো; সুদিন অবশ্যই আসবে, ইনশাআল্লাহ।

15/10/2025

মা- বাবা জন্ম দিয়ে ডাস্টবিনে ফেলে দিলেও - তাদের ঋণ শোধ করার মতো টাকা দুনিয়ার কোনো ব্যাংকে নেই।
মা বাবা হারায় গেলে জীবনের সব অর্জন বৃথা রে... তাই বাবা মা বেঁচে থাকতে অবহেলা না করে তাদের যত্ন নিন...
এপার ওপার সবখানেই ভালো থাকবেন ইনশাআল্লাহ।

19/09/2025

মানব জীবন বড়ই বিচিত্র। প্রত্যাশা প্রাপ্তির বিষয়গুলো বেশ জটিল। কার জীবনে কখন কীভাবে কী ঘটবে সেটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না। সব সময় যোগ্যতা দক্ষতা আর অভিজ্ঞতা দিয়ে জীবনের সব প্রাপ্তি অর্জন সম্ভব নয়, চেষ্টা করলে মানুষ সব কিছু অর্জন করতে পারে না। তারপরও চেষ্টা করতেই হয়, সব গ্লানিকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে হয় বীরদর্পে। তবেই মিলবে জীবনের সার্থকতা। 🙏 আমি আর দু চার জনের মতো নই,হয় তো ভালো ভাবে কথা গুছিয়ে বলতে পারি না, হুট হাট মনে যেটা আসে বলে দেই,এটাই হয় তো আমার বদ অভ্যাস, তবে মনে কারো জন্য কোন হিংসা ঘৃনা কিছুই নেই, আর মজার ছলে হোক বা এমনিই হোক কখনও কাউকে মানুষের সামনে ছোট করি নি,যাতে সে কষ্ট না পায় এই ভেবে।

17/09/2025

হায়াতের যতো দিন যায়, আমার রুহের ব্যাথা ততোই বাড়ে। 🖤
মৃত্যুকে ভয় পাই না আমি,
তবে রবের সামনে কিভাবে দাঁড়াবো তা ভাবলে আমার শিরা উপশিরা ঠান্ডা হয়ে কুঁকড়ে আসে,,,,
আমরা পাপকে ঘৃণা করলেও আমাদের জীবন মূলত পাপেই ভাসে । 🙂❤️‍🩹

31/08/2025

মূলত আমরা যা প্রকাশ করতে পারি না, সেটাই দূঃখ..😔🙂

11/08/2025

বয়স বাড়লে আমরা বড় হই না,
আঘাত বাড়লে বড় হই 😞

একটা ছোট্ট বাচ্চা পোড়া শরীরে হেঁটে আসতেছে, কেউ ধরতেছে না-কেউ সাহায্যের জন্য হাত বাড়ায়া দিতেছে না!অতটুকু বাচ্চা কি করবে ক...
22/07/2025

একটা ছোট্ট বাচ্চা পোড়া শরীরে হেঁটে আসতেছে, কেউ ধরতেছে না-কেউ সাহায্যের জন্য হাত বাড়ায়া দিতেছে না!
অতটুকু বাচ্চা কি করবে কোথায় যাবে কার কাছে যাবে বুঝতে পারছে না। তার উপর শরীরে কি তীব্র যন্ত্রণা!

ওর বাবা-মা হয়তো ওখানে নেই। বাপ -মা ওখানে থাকলে হয়তো কলিজার ভিতর ঢুকিয়ে নিতো সন্তানকে।

এক বাপ তার সন্তানের পোড়া শরীর কোলে নিয়ে রাস্তা পার হচ্ছে।
প্রাইভেট কার ওখানে সাহায্য তো দূর টান মেরে চলে গেলো উপেক্ষা করে।

04/07/2025

~ জীবনে কোনো মানুষকেই খুব সহজভাবে নিতে নেই;
কেননা মিশে যাওয়া মানুষগুলোই একসময় পিশে দিয়ে চলে যায়!🖤🥀

একটা চরিত্রহীন রূপবতী নারীর সঙ্গেজীবন কাটানোর থেকেএকটা চরিত্রবান অগোছানো নারীর সঙ্গেজীবন কাটানো অনেক ভালোকারণ চরিত্রহীন ...
24/06/2025

একটা চরিত্রহীন রূপবতী নারীর সঙ্গে
জীবন কাটানোর থেকে
একটা চরিত্রবান অগোছানো নারীর সঙ্গে
জীবন কাটানো অনেক ভালো

কারণ চরিত্রহীন নারীরা কখনো ভালোবাসার মূল্য কোন সম্পর্কের মূল্য বোঝেনা তারা বোঝে নিজের স্বার্থ
তাদের ভালোবাসার কোন মূল্য কোন ভবিষ্যৎ থাকে না তারা সব সময় পুরুষকে আবেগের দিয়ে ভালোবাসে
তারা সব সময় তো নিজেকে সাজিয়ে গুছিয়ে
পুরুষের সামনে প্রেজেন্ট হয় যাতে সেই পুরুষ
তার আবেগে পড়ে যায়

একটা চরিত্রহীন নারীর সঙ্গে যদি কোন পুরুষের জীবন জুড়ে যায়
তো সেই পুরুষের জীবন ধ্বংস হতে বেশিক্ষণ সময় লাগেনা
কারণ চরিত্রহীন নারীরা কোন পুরুষের ভালোবাসা মায়া মান সম্মান টাকা পয়সা দুঃখ কষ্ট এসব কিছু বোঝেনা, তারা বোঝে শুধু নিজের স্বার্থ

আর একটা চরিত্রবান অগোছানো নারী
বোঝে ভালোবাসার মূল্য সম্পর্কের মূল্য
তাদেরকে আপনি একটু ভালোবাসা দিলে আপনাকে সে দ্বিগুন ফিরিয়ে দিবে

তাদেরকে একটু সম্মান দিলে আপনাকে সে মাথায় করে রাখবে
আপনার সমস্ত দুঃখ কষ্টের সময় সে পাশে থাকবে
আপনাকে সে নিঃস্বার্থ এ ভালোবাসবে
আপনার ভালোবাসা পাবার জন্য সে হাজারো মানুষের সঙ্গে লড়াই করবে

প্রতিটা সেকেন্ড আপনার মান-সম্মানের রক্ষা করবে
কারণ চরিত্রবান নারীদের কাছে সম্পর্কর মূল্য
আর ভালোবাসার মূল্য অনেক তারা নিজের স্বার্থ বোঝে না তারা বোঝে শুধু ভালোবাসা

তাই জীবনে যদি কাউকে পেতে হয় তবে চরিত্রবান নারীকে পাওয়ার চেষ্টা করেন তাতে করে আপনা
আজীবন সুখে থাকবেন সন্মানের সাথে ❤️

#মনখারাপ

07/06/2025

প্রতিটি উৎসব আমাকে উপলব্ধি করায় যে আমি কতটা একা!

ঈদ মোবারক 🥰

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Bad luck s posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category