16/06/2025
সাংবাদিকতার মতো মহান সম্মানের পেশাকে যখন কলুষিত করে কিছু কতিপয়শ্রেণীর সাংবাদিক (সাংঘাতিক) হয়ে যায়।
বর্তমান যুগের সব চেয়ে বড় একটা চ্যালেঞ্জিং বিষয় - হলো মিডিয়া পরিচয়ে ব্লাকম্যাকিং। ইউটিউব সাংবাদিক, ফেসবুক সাংবাদিক, গুগল সাংবাদিক, গ্রাম বা শহরের বুকে দাপিয়ে দাপটের সহিত চলার জন্য কিছু লোক আছে সাংবাদিকতার কার্ড নিয়ে ব্যানার নিয়ে চলে। যেখানে সেখানে বামহাত ঢুকিয়ে দেয়। প্রসাশন কে বুড়ো আঙুল দেখিয়ে, তবে আমি আজো জানতে পারিনি সাংবাদিক হতে আসলে কি কি প্রয়োজন?
সাংবাদিক হতে হলে আগে জানতুম সাংবাদিকতা নিয়ে পরাশুনা করতে হয় তারপর এই মহান পেশায় অনেক কষ্ট করে একটি পরিচয় পত্র পাওয়া যায়।
এখন তো দেখি এস,এস,সি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে কিনা সন্দেহ সেও নাকি সাংবাদিক? কত নামি দামি টিভি/পত্রিকার পরিচয় পত্র বহন করে বেড়াচ্ছে।
অবিলম্বে এ ধরনের সাংবাদিক দের তথ্যসংগ্রহ বা প্রচার বন্ধ না করলে দেশের অনেক ক্ষতি কিংবা পারস্পারিক দন্দ, কহল, এমনি মিথ্যা তথ্য প্রচার নিয়েও সমাজের বিভিন্ন স্থরে জটিলতা সৃষ্টি বা পারস্পারিক মেলবন্ধন থেকে বিছিন্ন হবার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এক সময় তা ধীরে ধীরে সংঘাতের রুপ ধারণ করবে।
প্রায়ই দেখা যাচ্ছে সাংবাদিক পরিচয়ে অনেক ধরনের অপরাধ সংঘটিত করছে,চাঁদাবাজি, লুটপাট, কারোর উপর ব্যাক্তি আক্রোশ নিয়ে মিথ্যা তথ্য প্রচার যা কাম্য নয়, এমন ঘটনা হরহামেশাই ঘটতেছে, হচ্ছে বা হয়েছে।
সাংবাদিকতার মতো মহান পেশার সাথে যারা প্রকৃতপক্ষে ন্যায় ও নিষ্টার সাথে যারা সাংবাদিকতা করেন, দেশের জন্য কাজ করেন তাদের প্রতি শ্রদ্ধাশীল, ভালবাসা, সাংবাদিকতা সাংবিধানিক অধিকার, এ পেশাকে ছোট বা অসম্মানজনক, অসৌজন্যমূলক কথা বলার অধিকার আমার নাই।
(বিঃদ্রঃ- ভূল ক্রটি ক্ষমা করবেন - কাউকে উদ্দশ্যে করে বা কাউকে ছোট করার জন্য বা ব্যাক্তি স্বার্থে আঘাত দেয়া উদ্দেশ্য নিয়ে বলিনি)।