Burirhat High School Crush & Confession

Burirhat High School  Crush & Confession

Write your secrets, crushes, feelings, thoughts about staying at BHS

To: Miraj Hosan প্রিয়,আমি তুমাকে অনেক ভালোবাসি। আমি জানি না কোথা থেকে শুরু করব। তোমাকে যখন প্রথম দেখি, তখনই আমার হৃদয়ের...
28/11/2025

To: Miraj Hosan
প্রিয়,

আমি তুমাকে অনেক ভালোবাসি। আমি জানি না কোথা থেকে শুরু করব। তোমাকে যখন প্রথম দেখি, তখনই আমার হৃদয়ের ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। তোমার হাসি, তোমার কথা বলার ভঙ্গি—সবকিছুই আমাকে যেন অন্য এক জগতে নিয়ে যায়।আমি তোমার ফ্রেন্ডলিস্ট এর ই কেউ,

তুমি আমার জন্য শুধু একজন মানুষ নও, তুমি আমার স্বপ্নের সাথী। প্রতিদিনের জীবনে আমি যত কষ্টই পাই না কেন, তোমার একটুখানি কথা, একটুখানি হাসি সব দুঃখ ভুলিয়ে দেয়।

আমি চাই, তুমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থেকো। সুখে-দুঃখে, হাসি-কান্নায়, সবকিছুতে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—তোমাকে সর্বদা ভালোবাসব, যত্ন করব, সম্মান করব।

আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো, তোমাকে চিরদিন আমার কাছে রাখা। যদি পারো, আমার হাতটা শক্ত করে ধরে রাখবে, কখনো ছেড়ে যেও

তোমাকে আমি অনেক ভালবাসি। 💞

28/11/2025

To : Taslima Islam Faiza
তুমার অচেনা কেউ
তুমি হইত জানোনা তোমার প্রেম এ পড়ে গেছে তেমন কিছু চিনিনা তোমার খুব ভালো ভাবে জানিও তোমাকে কি ভাবে খুঁজে পাবো তোমায় প্লিজ আমার সাথে একবার কন্টাক করো তুমাকে আমার অনেক অনেক অনেক এক আকাশ সমান ভালো লাগে আমার সারা জীবন এর পথ চলাই সাথি হিসাবে তোমাকে চাই❤️💙🥹
আইডি তে মেসেজ দিছি দেখে নাও

28/11/2025

To: Farjanul Hasan
Dear,
আপনি হয়তো বা বুঝতে পারছেন না আমি কী বলছি, তারপরও বলতে হচ্ছে অনেক না বলা কথা। আমি জানি এই কথা গুলো শুনার পর একটু অবাক হবেন, সেই ছোট বেলা থেকে আপনার প্রতি আলাদা একটা দূর্বলতা কাজ করতো, কিন্তু সম্পর্কে আপনি আমার ভাই হবে বলে বলে ভয়ে বলা হয় নাই, আজ তাও এই পেইজের মধ্যে না বলা অনেক কথা বলছি আপনাকে।

আপনাকে অনেক রকম ভাবে বুঝানোর চেষ্টা করছি কিন্তু আপনি বুঝেও না বুঝার ভান করে থাকেন, অনেক রকম ভাবে আপনার কাছে আশার চেষ্টা করছি কিন্তু আপনি দূরে সরে যায়, জানি না কেন আপনি এমন করে। বারবার'ই আপনাকে বলার চেষ্টা করছিলাম কিন্তু বলে গিয়ে কি ভেবে আবার বলা হয় নাই। আজ বলছি শুনেন আপনি ভালো লাগে আপনাকে আমার এক কথায় বলতে গেলে ভালোবাসি ।

আপনি বুঝতে পারবেন না কে বলছে কথা গুলো, আস্তে আস্তে বুঝতে পারবেন। আর শুনেন রাগ-রাগি একটু কম করবেন বেশী রাগ দেখানো ভালো না। আর হে গারি আকাশ দিয়ে না চালিয়ে দেখে শুনে সাবধানে চালাইয়েন

ইতি
Cinben kih!

17/11/2025

Confession No: 72

Marufa Mou

আজ তোমাকে একটা গল্প শোনাতে ইচ্ছে করছে—
এটা এক নিভৃত প্রেয়সীর গল্প।
রংপুরে আগের মতো যাই না, তাই তোমাকে দেখে ফেলার সেই আকস্মিক সৌভাগ্যও আর ঘটে না।একসময় স্কুলের পথে কিংবা বুড়িহাট রোডের ভিড়ে তোমার একটু দেখা মিলতো—আর সেই ক্ষণিক দেখাই দিনভর আমার মনকে অস্থির করে রাখতো।

তুমি হয়তো জানো না—তোমার আশেপাশে থাকলেই আমার ভেতরে এক অদ্ভুত আলো জ্বলে ওঠে।মনে হয়, আমার পুরো পৃথিবীটাই যেন তোমাকে ঘিরে ঘুরছে।
তোমার একটুখানি তাকানো,একফোঁটা হাসি,শুধু একবার চোখের কোণ তুলে দেখা—এগুলো আমাকে এমনভাবে আলোড়িত করে যে তা ভাষায় প্রকাশ করার শক্তি আমার নেই।

তুমি যখন হাসো, মনে হয়—আমার সব দুঃখ, সব অস্থিরতা, সব ক্লান্তি গলে গিয়েএক নতুন শান্তি জন্ম নেয়।

তারপর হঠাৎই তোমার হারিয়ে যাওয়া—হাওয়ায় ভেসে যাওয়া এক নিঃশব্দ বিদায়ের মতো।কিন্তু সে বিদায় কখনো শেষ নয়;বরং আবার তোমাকে দেখা পর্যন্ত আমি যেন দমবন্ধ অপেক্ষায় থাকি।

আমি সত্যিই জানি না এই অনুভূতির সঠিক নাম কী।তবে একটা প্রশ্ন রেখে যাচ্ছি—

যার উপস্থিতিতে নিজের অস্তিত্ব বদলে যায়,যার এক চিমটি হাসি হৃদয়কে নতুন করে জন্ম দেয়,তাকে কি ভালোবাসা যায় না?

(বি:দ্র: সাহিত্য জানি না, ব্যাকরণ জানি না। শুধু হৃদয়ে যা ছিল, সেই সত্যটুকুই লিখলাম। ভুল হলে ক্ষমা করে দিও।)

ইতিতোমার এক প্রশ্নপ্রার্থী

04/11/2025

Confessions No: 71
From: 🌼
To: Mehejabin Mosaraf Mim 💗

তুমি হয়তো জানো না, কিন্তু তোমাকে প্রথম যেদিন দেখি, তখন থেকেই একটা অজানা টান কাজ করছে। তোমার হাসিটা এমন—একবার দেখলে চোখ ফেরানো যায় না 😅💛
প্রতিবার হঠাৎ দেখলে মনে হয়, সময়টা একটু থেমে যাক… যেন শুধু তুমি আর আমি থাকি সেই মুহূর্তে।

তুমি সত্যিই অন্যরকম—একটা calm, innocent vibe আছে তোমার মধ্যে।
আমি চুপিচুপি তোমার Instagram ঘুরে দেখেছি, তোমার ছবিগুলো একদম vibe দেয়।
তোমার ID পেতে আমাকে একটু কষ্ট হয়েছে, কিন্তু ভয় লাগছে request দিতে… জানিনা তুমি কেমন প্রতিক্রিয়া দেখাবে।

শেষে শুধু একটা কথা—
Sorry 🥺 তোমার পারমিশন ছাড়া তোমার ID stalk করার জন্য,
তুমি হয়তো জানো না, কিন্তু তোমার প্রতি আমার ছোট্ট ভালো লাগাটা এমন যে নিজেকে থামাতে পারিনি।

ইতি,
🌙

28/06/2025

কি খবর guys

Confession No :70প্রিয় হাসানকখনো কখনো কিছু অনুভূতি শব্দে বাঁধা যায় না, কিন্তু আজ আমি চেষ্টা করব। জানো, তুমি আমার কাছে ...
07/03/2025

Confession No :70
প্রিয় হাসান

কখনো কখনো কিছু অনুভূতি শব্দে বাঁধা যায় না, কিন্তু আজ আমি চেষ্টা করব। জানো, তুমি আমার কাছে কেবল একটা নাম বা একটা চেনা মুখ নও, তুমি একটা অনুভূতি—একটা সুন্দর অভ্যাস হয়ে গেছো। তোমার হাসিটা যেন দিনের আলো, আর তোমার উপস্থিতি আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত।

আমি জানি না, ভালোবাসা কাকে বলে, কিন্তু যদি কারও কথা না ভেবেও তাকে মনে পড়ে, যদি কারও পাশে থাকলে সময় থমকে যায়, আর দূরে থাকলে শূন্যতা গ্রাস করে—তাহলে হ্যাঁ, আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি।

তোমার কাছে আমার কোনো দাবি নেই, শুধু জানতে চাই—আমার এই অনুভূতিগুলো কি একা পথ হাঁটবে, নাকি তোমার হাতটা ধরে এগিয়ে যেতে পারবে?

24/02/2025

কি খবর আপনাদের
ভুলে গেলেন?

Address

Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Burirhat High School Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category