20/10/2024
Confessions No:62
Name : Shaharia
"দূর হতে আমি তারে সাধিব,,,গোপনো বিরহ ডোরে বাধিব,,,,,
প্রিয়...
যদিও তোমাকে প্রিয় নামে ডাকার অধিকার আমার নেই... তবুও তুমি আমার প্রিয়।জানো কি, প্রিয়জনের শূন্যতা খুব খারাপ... আর সেই খারাপ টা প্রতিনিয়ত আমায় সঙ্গ দিয়ে যায়।তবে আমার কোন আফসোস নেই.. কারণ আমি এভাবেই অভ্যস্ত হয়ে গেছি। মাঝে মাঝে যখন তোমার সাথে কথা হয় নিজেকে কেমন পরিপূর্ণ লাগে। তোমাকে হাজার বার দেখতে ইচ্ছা করে🙂 হয়তোবা আমার এই কথাগুলো তোমার কাছে awkward লাগতে পারে, কিন্তু আমি তোমাতেই 'মুগ্ধ' । মুগ্ধতা সবার উপর কাজ করে না, আমরা যেমন স্রষ্টার অনেক কিছুই না দেখে বিশ্বাস করি, আমি তেমন চোখ বন্ধ করে অন্ধের মতোই তোমাকে ভালোবাসি।
আমি জানিনা তুমি আমার কতটা আপন,
তবে তুমি আমার মানসিক শান্তির কারণ । খুব ইচ্ছে করে হঠাৎ একদিন তোমার সামনে যেয়ে বলতে....ভালবাসি... তোমাকে আমি পেয়েও পাচ্ছি না আবার হারিয়েও হারাচ্ছি না। তুমি বরং এই অল্প পাওয়ার আশায় আর ক্ষাণিক হারানোর ভয়ের মাঝেই থাকো..
মাঝে মাঝে প্রিন্সেস ডায়ানার একটা বিখ্যাত উক্তির কথা মনে পড়ে "আমি যাকে ভালোবেসেছি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছে..."
পরিশেষে ভালোবাসি বড্ড বেশিই ভালোবাসি সিনিয়র
"আমি তোমারো বিরহে রইবো বিলীনো,,,তোমাতে করিবো বাস,,,
দীর্ঘ দিবসও, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষও মাস"
খুবই অদ্ভুত ভাবে তোমার সাথে পরিচয়
সেই বাস স্টেশনে, দু'জনেরই একটাই কমপ্লেন।আবার কেমনে জানি পাশাপাশি সিটও বরাদ্দ ছিলো 🙂
তখনো জানতাম না তুমি আমার সিনিয়র নাকি জুনিয়র।তুমি যদি আমার সিনিয়র হও তাহলে খুশি হবো, কোন চাপ ছাড়াই বলতে পারবো তুমি আমার জীবন্ত ক্রাশ সিনিয়র। পরে ঠিকি জানলাম তুমি আমার ❣️