28/11/2025
To: Miraj Hosan
প্রিয়,
আমি তুমাকে অনেক ভালোবাসি। আমি জানি না কোথা থেকে শুরু করব। তোমাকে যখন প্রথম দেখি, তখনই আমার হৃদয়ের ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। তোমার হাসি, তোমার কথা বলার ভঙ্গি—সবকিছুই আমাকে যেন অন্য এক জগতে নিয়ে যায়।আমি তোমার ফ্রেন্ডলিস্ট এর ই কেউ,
তুমি আমার জন্য শুধু একজন মানুষ নও, তুমি আমার স্বপ্নের সাথী। প্রতিদিনের জীবনে আমি যত কষ্টই পাই না কেন, তোমার একটুখানি কথা, একটুখানি হাসি সব দুঃখ ভুলিয়ে দেয়।
আমি চাই, তুমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থেকো। সুখে-দুঃখে, হাসি-কান্নায়, সবকিছুতে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—তোমাকে সর্বদা ভালোবাসব, যত্ন করব, সম্মান করব।
আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো, তোমাকে চিরদিন আমার কাছে রাখা। যদি পারো, আমার হাতটা শক্ত করে ধরে রাখবে, কখনো ছেড়ে যেও
তোমাকে আমি অনেক ভালবাসি। 💞