Burirhat High School Crush & Confession

Burirhat High School  Crush & Confession

Write your secrets, crushes, feelings, thoughts about staying at BHS

28/06/2025

কি খবর guys

Confession No :70প্রিয় হাসানকখনো কখনো কিছু অনুভূতি শব্দে বাঁধা যায় না, কিন্তু আজ আমি চেষ্টা করব। জানো, তুমি আমার কাছে ...
07/03/2025

Confession No :70
প্রিয় হাসান

কখনো কখনো কিছু অনুভূতি শব্দে বাঁধা যায় না, কিন্তু আজ আমি চেষ্টা করব। জানো, তুমি আমার কাছে কেবল একটা নাম বা একটা চেনা মুখ নও, তুমি একটা অনুভূতি—একটা সুন্দর অভ্যাস হয়ে গেছো। তোমার হাসিটা যেন দিনের আলো, আর তোমার উপস্থিতি আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত।

আমি জানি না, ভালোবাসা কাকে বলে, কিন্তু যদি কারও কথা না ভেবেও তাকে মনে পড়ে, যদি কারও পাশে থাকলে সময় থমকে যায়, আর দূরে থাকলে শূন্যতা গ্রাস করে—তাহলে হ্যাঁ, আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি।

তোমার কাছে আমার কোনো দাবি নেই, শুধু জানতে চাই—আমার এই অনুভূতিগুলো কি একা পথ হাঁটবে, নাকি তোমার হাতটা ধরে এগিয়ে যেতে পারবে?

24/02/2025

কি খবর আপনাদের
ভুলে গেলেন?

Confusion No: 69From: Some oneTO: Nishat Jaman Labonnoঅনেক দিন ধরেই তোমাকে দেখছি।তোমাকে আরো ৫ মাস আগে রিকুয়েস্ট দিয়েছিলা...
19/12/2024

Confusion No: 69
From: Some one
TO: Nishat Jaman Labonno
অনেক দিন ধরেই তোমাকে দেখছি।
তোমাকে আরো ৫ মাস আগে রিকুয়েস্ট দিয়েছিলাম।
সেই রিকুয়েস্ট আজকেও একসেপ্ট করলা না 🙂
আজকে তোমাকে দেখলাম কি সুন্দর নীল পরির মতো লাগতেছিল।
ভাবছিলাম গিয়ে কথা বলব কিন্তু পরে বলা হয়নি।
আমার তোমারে অনেক ভাল্লাগে😭
তোমার এই ছবি টা ফেসবুক থেকে নিছি। না বলে নেয়ার জন্য সরি🙂
তোমার চোখ আর হাসি কেড়ে নিয়েছে আমাকে😭😭
সারাজীবন ভালোবেসে যাব এইভাবেই😭

18/12/2024

Confession No: 68
From: অচেনাতেই থাকি 🙂🙂
To: Mou 💝💖💌

সবাই তো ভালোবাসার কথা বলে। কিন্তু মায়ার কথা কতজনই বা বলে!!!
সত্যি বলতে, আমি তোমার মায়ায় পড়েছি। জানি না,সেটা ঠিক কতটুকু। কিন্তু অদ্ভুত মায়ায় জড়িয়েছি। জানি, তোমাকে পাবো না কখনোই। তবুও মায়াতেই আটকে আছি। ভালোবাসলে হয়তো এতদিনে ভুলে যেতাম,কারণ এলাকায় আসা হয় না অনেকদিন,আর তোমাকে তো দেখি না সেই কবে থেকে। তবুও ভুলতে পারছি না। আমি পড়েছি মায়ায়,ফেরার কোনো রাস্তা নেই। আমার মায়া টা আমার হয়েই থাকুক। ভালো থেকো 🫶🏻। পরিচয় হিসেবে এতটুকুই বলবো আমি তোমার ব্যাচমেট নই; এমনকি তোমার কেউ নই 🥹

Confession No: 67To: জামিল From: চিরচেনা সেই আমি। কেমন আছো?তোমার সাথে অনেক দিন ধরে কথা নই। না আছে দেখা। তবে সময়ের পরিবর...
18/12/2024

Confession No: 67
To: জামিল
From: চিরচেনা সেই আমি।

কেমন আছো?
তোমার সাথে অনেক দিন ধরে কথা নই। না আছে দেখা। তবে সময়ের পরিবর্তনের ফল।
যাই হোক তোমার পাশে বসে তোমার চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে কথা বলার কথা খুব মনে পড়ে।
তুমি কি ভাবো আমার কথা?
ভাবো সেই দিন গুলোর কথা।
যাই হোক সত্যি অনেক ভালবাসি।
তোমার মাথায় হাত বুলিয়ে দিতে আমার ভালোই লাগতো। যদিও তুমি অনেক লজ্জা পেতে।
সত্যি অনেক ভালবাসি।
যদি ভালবাসো আমাকে বলে দিও। অপেক্ষায় রইলাম।

24/11/2024

Confession No : 66

From : The simple boy
To : Nava Nahin

কেমন আছো? আশা করি ভালই আছো। পড়ালেখা ও খুব সুন্দর চলছে। উচ্চতর গণিতের যোগজীকরণ এর অংক যেমন আমার ভালো লাগে, সেরকমই তোমাকে অনেক ভালো লাগে আমার। তোমার সামনে গিয়ে এই কথা বলতে আমার খুব ভয় লাগে ঠিক ওই রকম যেরকম ভয় আমি ইন্টারে উঠে প্রথম বিজ্ঞান বই গুলো দেখে পেয়েছিলাম । কিন্তু আমি আমার ফিলিংস কখনো প্রকাশ করিনি তোমার সামনে বা তোমার সামনেই যায়নি কখনো। ভেবেছিলাম নিজেকে অনেক দূরে রাখবো তোমার থেকে তবুও আমি পারিনি। নিউটনের মহাকর্ষীয় সূত্রের মতো প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করে তেমনি তোমার চোখের মায়ায় আমি আবদ্ধ হয়ে গেছি। তবে মহাকর্ষীয় বল অন্যান্য বলের তুলনায় অনেক ক্ষুদ্র। তবে আমার ভালোবাসা এতো ক্ষুদ্র না। আমার ভালোবাসা স্ট্রং নিউক্লিয়ার বলের মত। আমার ভালবাসা সমযোজী পাই বন্ধন অথবা সিগমা বন্ধন এর মত না। আমার ভালবাসা তো আয়নিকবন্ধনের মতো যা খুবই শক্তিশালী। আমার জন্য কি তোমার মনে একটু জায়গা হবে নাকি তুমি নিষ্ক্রিয় গ্যাসের মত যারা বন্ধন গঠন করে না বললেই চলে? তোমার হৃদয়টা অনেক সুন্দর। এই সুন্দর হৃদয়ের কাজ কি শুধু রক্ত পরিবহন করা?? নাকি আমাকে একটু আশ্রয় দেওয়া। বায়োলজি বলে হার্টের কাজ শুধু রক্ত পরিবহনের মাধ্যমে কার্বন-ডাই-অক্সাইড রিলিজ করা এবং অক্সিজেন প্রোভাইড করা। মহাকর্ষীয় বলের পাল্লা যেমন অসীম তেমনি তোমার সৌন্দর্যের কথা বলতে গেলেও তেমন অসীম হবে। তাই আর কথা বাড়াবো না। শুধু একটা কথাই বলবো। আমি তোমাকে ভালবেসে ফেলেছি।

তবে কিছু কথা বলে রাখি। এই পোস্টটা দেখার পর তুমি হয়তো কোন না কোন ভাবে আমার সম্পর্কে তথ্য পেয়ে যাবে। যদি আমাকে ভালবাসতে না পারো তাহলে আমার সাথে এই বিষয়ে সামনাসামনি কখনো কথা বলোনা প্লিজ। আর আমার বিষয়ে কাউকে বলো না।
ভালো থেকো।
ইতি তোমার ক্লাস ত্রী থেকে এক সাথে পড়া। (বুড়িরহাট প্রাইমারী) ✨

22/11/2024

Confession No : 65
From: Someone
Dear, Maftahul Jannat 🫶🥹
তোমাকে প্রথমবার দেখার পর থেকেই আমি যেন থমকে গিয়েছিলাম। মনে হয়েছিল, পৃথিবীটা মুহূর্তের জন্য থেমে গেছে, আর আমি শুধু তোমার দিকে তাকিয়ে ছিলাম। তোমার চোখ, তোমার মিষ্টি হাসি—সবকিছু আমার মনে গভীর ছাপ রেখে গেছে। জানি, এটা হয়তো হঠাৎ করে শোনাচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি, কিছু কিছু অনুভূতি এক মুহূর্তেই তৈরি হয়। আমি তোমায় সত্যিই পছন্দ করি, আর সেই প্রথম দেখাতেই তোমাকে আমার হৃদয়ে স্থান দিয়েছি।

17/11/2024

Confession No: 64
To : Sanjida Papri
From: Senior

খুজে দেখো পাবে আমায় আমি সেই চিরচেনা।

তোমাকে সামনাসামনি কিছু বলার মত সাহস এখনো অর্জন করিনি।তাই এইখানে নিজের অনুভুতি গুলোর অস্ফূট আস্ফালন করা ছাড়া আর কোনো উপায় নাই।৭ মাসের জমানো অনুভুতি কিছু মুহূর্তের লেখায় ফুটিয়ে তোলা অসম্ভব।এই অনুভুতি গুলোকে ইন্ট্রিগেশন করলেও মনের খাতায় ফলাফলের কোনো তল খুঁজে পাওয়া সম্ভব না।সৃষ্টিকর্তা তোমাকে কি দিয়ে সৃষ্টি করেছে!পৃথিবীর সব গুনই কি তোমার মধ্যে ঢেলে দিয়েছে?এত চুপচাপ কেন তুমি?সবসময় হাসি লেগে থাকা ওই মুখটার দিকে এক পলকে তাকিয়ে থাকতে পারিনা।কোনো এক বিকালে নদীর পাড়ে দাঁড়িয়ে ২ জন ২ জনের হাত আলতো ভাবে ধরে দাঁড়িয়ে থাকব; প্রবল বাতাস; প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য দিয়ে আমাদের বরণ করে নেবে- এমন স্বপ্নই প্রতিদিন দেখি। জানিনা কোনদিন সত্যি হবে কিনা।।
অপেক্ষায় আছি...... থাকব.... সারাজীবন।

Confession No: 63To: Pikul Ahmed ImranFrom : Junior জানেন!সঞ্জীব চট্টোপাধ্যায় বলেছিলেন, “প্রেম গাছ থেকে পড়া অন্ধ তালের ম...
17/11/2024

Confession No: 63
To: Pikul Ahmed Imran
From : Junior
জানেন!
সঞ্জীব চট্টোপাধ্যায় বলেছিলেন, “প্রেম গাছ থেকে পড়া অন্ধ তালের মতো, কার ঘাড়ে গিয়ে যে কখন পড়ে তা আগেভাগে বলা যায় না”। যদিও তিনি তালটি ঘাড়ে পড়ার পরবর্তী অবস্থার কথা বলেন নি, তবে আন্দাজ করা যায়, যার ঘাড়ে পড়বে তার অবস্থা বেশ সুখকর হবে বলে মনে হয় না।

অনেক দিন ধরেই আপনি আমার ফ্রেন্ডলিস্টে আছেন। দু'একবার কথাও হয়েছে হয়তো তবে সেটা আপনার স্মরণে না থাকাটাই খুব স্বাভাবিক। আমি যে আপনাকে স্টক করেছি সেটাও কিন্তু নয়। আসলে পাঞ্জাবীতে একজন যুবক'কে এত প্রাণবন্ত লাগাটা আমার হৃদয় হরণ করে নেওয়ার দরূন আপনাকে নিয়ে কনফেশন লিখতে বাধ্য করলো। হাসলে আপনাকে স্নিগ্ধ লাগে খেয়াল করেছি। 'ভালো লাগা' শব্দটা অনেকটাই আপেক্ষিক। এটা পিথাগোরাসের উপপাদ্য নয় যে প্রমাণ করা লাগবে। এটা রবীন্দ্রনাথের শেষের কবিতার মতো,উপলব্ধি করতে হয়।

কখনো যদি উপলব্ধি করতে পারেন তবেই সামনে আসবো,আর আপনার চোখে চোখ রেখে শেষ-তম কথা বলবো।

20/10/2024

Confessions No:62

Name : Shaharia

"দূর হতে আমি তারে সাধিব,,,গোপনো বিরহ ডোরে বাধিব,,,,,
প্রিয়...
যদিও তোমাকে প্রিয় নামে ডাকার অধিকার আমার নেই... তবুও তুমি আমার প্রিয়।জানো কি, প্রিয়জনের শূন্যতা খুব খারাপ... আর সেই খারাপ টা প্রতিনিয়ত আমায় সঙ্গ দিয়ে যায়।তবে আমার কোন আফসোস নেই.. কারণ আমি এভাবেই অভ্যস্ত হয়ে গেছি। মাঝে মাঝে যখন তোমার সাথে কথা হয় নিজেকে কেমন পরিপূর্ণ লাগে। তোমাকে হাজার বার দেখতে ইচ্ছা করে🙂 হয়তোবা আমার এই কথাগুলো তোমার কাছে awkward লাগতে পারে, কিন্তু আমি তোমাতেই 'মুগ্ধ' । মুগ্ধতা সবার উপর কাজ করে না, আমরা যেমন স্রষ্টার অনেক কিছুই না দেখে বিশ্বাস করি, আমি তেমন চোখ বন্ধ করে অন্ধের মতোই তোমাকে ভালোবাসি।
আমি জানিনা তুমি আমার কতটা আপন,
তবে তুমি আমার মানসিক শান্তির কারণ । খুব ইচ্ছে করে হঠাৎ একদিন তোমার সামনে যেয়ে বলতে....ভালবাসি... তোমাকে আমি পেয়েও পাচ্ছি না আবার হারিয়েও হারাচ্ছি না। তুমি বরং এই অল্প পাওয়ার আশায় আর ক্ষাণিক হারানোর ভয়ের মাঝেই থাকো..
মাঝে মাঝে প্রিন্সেস ডায়ানার একটা বিখ্যাত উক্তির কথা মনে পড়ে "আমি যাকে ভালোবেসেছি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছে..."
পরিশেষে ভালোবাসি বড্ড বেশিই ভালোবাসি সিনিয়র

"আমি তোমারো বিরহে রইবো বিলীনো,,,তোমাতে করিবো বাস,,,
দীর্ঘ দিবসও, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষও মাস"

খুবই অদ্ভুত ভাবে তোমার সাথে পরিচয়
সেই বাস স্টেশনে, দু'জনেরই একটাই কমপ্লেন।আবার কেমনে জানি পাশাপাশি সিটও বরাদ্দ ছিলো 🙂
তখনো জানতাম না তুমি আমার সিনিয়র নাকি জুনিয়র।তুমি যদি আমার সিনিয়র হও তাহলে খুশি হবো, কোন চাপ ছাড়াই বলতে পারবো তুমি আমার জীবন্ত ক্রাশ সিনিয়র। পরে ঠিকি জানলাম তুমি আমার ❣️

Address

Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Burirhat High School Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category