
19/03/2023
এরকম বিজ্ঞাপন দেখে সত্যিকার Chatgpt মনে করে অনেকেই নিজের প্রোফাইল বা পেইজ হ্যাকারের হাতে তুলে দিচ্ছেন। এগুলোতে ক্লিক করার আগে দেখে নিবেন এটিই আসল openai এর পেইজ কিনা। নতুবা একদম দরকারি নাই।
এরা এ্যাড চালিয়ে রেখছে, ফেইসবুক সেটা চলতেও দিচ্ছে।
প্রতিমাসে ডলার দিয়ে যেহেতু ব্লু ভেরিফাইড ব্যাজ পাওয়া যাবে, সেই ক্ষেত্রে যে কেউ আসল রূপ ধরে আসতে পারবে।
একটু সাবধানে!