খেলা প্রতিদিন

খেলা প্রতিদিন খেলা প্রতিদিন Get More Sports News 24x7

থাইল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশভারতে চলতি বছরের সেপ্টেম্বরে বসবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। ...
10/04/2025

থাইল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভারতে চলতি বছরের সেপ্টেম্বরে বসবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। আট দলের এই টুর্নামেন্টে অংশ নিতে বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকে। পাকিস্তানে গতকাল শুরু হয়েছে এই বাছাই পর্ব।

ছয় দলের প্রতিযোগিতায় আজ (১০ এপ্রিল) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন নিগার সুলতানা, ফারজানা হকরা।

প্রতিপক্ষ থাইল্যান্ডের মেয়েরা।
এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশের মেয়েরা। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

লিগ পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্টে প্রতিটি দল একবার করে মুখোমুখি হবে।

সেই হিসাবে পাঁচটি ম্যাচের মধ্যে অন্তত চারটি জয়ের লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা।
ওয়ানডেতে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামার অভিজ্ঞতা নেই বাংলাদেশ দলের। টি-টোয়েন্টি সংস্করণে দুই দল মুখোমুখি হয়েছে সাতবার।

সেখানে শতভাগ জয়ের রেকর্ড নিগারদের দখলে।

আজও থাইল্যান্ডের বিপক্ষে একই ধারাবাহিকতা ধরে রাখতে চান মেয়েরা।
বাংলাদেশ একাদশ: ইশমা তানজিম, নিগার সুলতানা (অধিনায়ক), শারমিন আক্তার, ফারজানা হক, সোবহানা মোস্তারি, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া আক্তার, নাহিদা আক্তার, জান্নাতুল ফেরদৌস, মারুফা আক্তার।

তাসকিনের চোট কতটা গুরুতর?জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমে...
09/04/2025

তাসকিনের চোট কতটা গুরুতর?

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তার বাম পায়ের অ্যাকিলিস টেন্ডনে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।

এই সমস্যার মূল কারণ হলো অ্যাকিলিস টেন্ডনের নিচে হাড়ে অতিরিক্ত গঠন বা বোন গ্রোথ।

এটি তাসকিনের সমস্যা তৈরি করছে বিপিএলের সময় থেকেই। এমনকি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সময়ও তিনি ব্যথা নিয়ে খেলেছেন। তখন যতটা ভাবা হয়েছিল, এখন সমস্যা তার চেয়ে অনেক বেশি।
বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমরা তাসকিনের এমআরআই করেছি।

তবে সেটা মূলত তথ্য সংরক্ষণের জন্য। যদি বিদেশে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে হয়, তাহলে এগুলো কাজে লাগবে। আমরা আগেই ওর চিকিৎসা শুরু করেছিলাম। সে বিপিএল থেকেই এই সমস্যা নিয়ে খেলছে, এমনকি চ্যাম্পিয়নস ট্রফিতেও।

তিনি আরও বলেন, ‘আমরা এখন বিশ্বাস করি এইভাবে আর খেলা চালিয়ে যাওয়া যাবে না। যদি চালায়, তাহলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ওকে কিছুদিনের জন্য ক্রিকেট থেকে বিরত রাখতে এবং সঠিকভাবে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে। ’

তবে চিকিৎসকরা এখনই অস্ত্রোপচারের পথে হাঁটছেন না। কারণ এতে ঝুঁকি বেশি এবং আগেও এমন সার্জারির পর কেউ সফলভাবে ক্রিকেটে ফিরেছেন, এমন নজির নেই।

ডা. দেবাশীষ বলেন, ‘এখন আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করছি। সার্জারির কথা ভাবছি না। কারণ এটা বড় একটা প্রক্রিয়া। আমার ২৫-৩০ বছরের অভিজ্ঞতায় দেখিনি কেউ এই অপারেশনের পর আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পেরেছে। ’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে এই ধরনের অপারেশন করার মতো সুবিধা বা অভিজ্ঞতা নেই। তাই আমরা এই নিয়ে তাড়াহুড়া করছি না। আপাতত আমরা ব্যথা কমানো ও পুনর্বাসন প্রক্রিয়ার দিকেই মনোযোগ দিচ্ছি। ’

মেসির রেকর্ড ছোঁয়া গোলের দিনে জয়বঞ্চিত মায়ামিপ্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগমুহূর্তে গোল করে ইন্টার মায়ামি সিএফ-এর ইতিহাস...
07/04/2025

মেসির রেকর্ড ছোঁয়া গোলের দিনে জয়বঞ্চিত মায়ামি

প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগমুহূর্তে গোল করে ইন্টার মায়ামি সিএফ-এর ইতিহাসে সবচেয়ে বেশি গোল অবদানের রেকর্ড গড়লেন লিওনেল মেসি। তবে তার এই অর্জনেও জয় ধরা দেয়নি। টরেন্টো এফসির বিপক্ষে রবিবার রাতে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে হেরনসদের।

এই ড্রয়ে শীর্ষস্থান থেকে এক ধাপ নেমে গেছে মায়ামি, ম্যাচ যদিও একটি কম খেলেছে তারা।

তবে এই ফলাফল তাদের জন্যই বেশি হতাশার। অনেক দিন পর প্রথম পছন্দের পুরো দলকে একসঙ্গে শুরুর একাদশে নামাতে পেরেছিলেন কোচ হাভিয়ের মাসচেরানো। গোলকিপার ড্রেক ক্যালেন্ডার ফেরেন চোট কাটিয়ে। সঙ্গে মেসি, জর্দি আলবা, সের্হিও বুসকেতস, লুইস সুয়ারেসরা সবাই ছিলেন।
ঘরের মাঠে এমন দল নিয়েও তারা জিততে পারেনি পয়েন্ট তালিকার তলানিতে থাকা টরেন্টার সঙ্গে।
ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। চতুর্থ মিনিটে বক্সের বাইরে থেকে আলবার দুর্দান্ত ভলি ঠেকিয়ে দেন টরেন্টার গোলকিপার।

ষষ্ঠদশ মিনিটে টরন্টোর ফরোয়ার্ড থিও কর্বেনুর শট ফিরে আসে পোস্টে লেগে।

দুই মিনিট পরই ফেদেরিকো বের্নারদেস্কির দারুণ পাস থেকে লরেন্সো ইনসিনিয়ের শট কোনোরকমে ঠেকান মায়ামির গোলকিপার ক্যালেন্ডার। তবে বল তখনও বিপদমুক্ত হয়নি। বের্নারদেস্কির শট ফিরে আসে মায়ামির একজনের পায়ে লেগে। ফিরতি বলে কর্বেনুর শট আবার ফিরে আগে পোস্টে লেগে।
২৪তম মিনিটে বাঁ প্রান্ত থেকে একজনকে দারুণভাবে কাটিয়ে বিপজ্জনকভাবে বক্সে ঢুকে পড়েন মেসি।

কিন্তু কাছ থেকে নেওয়া তার শট কোনোরকমে ঠেকিয়ে দেন টরন্টোর গোলকিপার। ২৯তম মিনিটে বক্সের বাইরে থেকে তেলাস্কোর সেগোভিয়ার মাপা গড়ানো শট আশ্রয় নেয় জালে। কিন্তু সুয়ারেস অফ সাইডে থাকায় গোল পায়নি মায়ামি।
মিনিট দশেক পর দারুণভাবে শরীর ঘুরিয়ে সঙ্গে থাকা ডিফেন্ডারকে ছিটকে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে উল্লাসে মেতে ওঠেন মেসি। কিন্তু ভিএআর পরীক্ষায় দেখা যায়, আক্রমণের শুরুতে ফাউল করেছিলেন মেসিই। ৪৪তম মিনিটে মেসির ফ্রি-কিক অল্পের জন্য ওপর দিয়ে চলে যায়।

৪৫ মিনিট শেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে টরন্টোকে এগিয়ে নেন বের্নারদেস্কি। ইনসিনিয়ের পাস বক্সের ভেতর নিয়ন্ত্রণে নিয়ে মায়ামির দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জ দারুণভাবে কাটিয়ে আলতো টোকায় গোল করেন ইতালিয়ান উইঙ্গার।

এবারের লিগে সাত ম্যাচে মাত্র দ্বিতীয়বার আগে গোল করতে পারল টরেন্টো। মায়ামি ম্যাচে ফিরতে সময় নেননি খুব একটা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বক্সের ঠিক মাথায় সেগোভিয়ার পাস ডান পায়ে ঠেকিয়ে বাঁ পায়ের ভলিতে মেসি সমতায় ফেরান দলকে। বলের নাগাল পাননি টরন্টোর গোলকিপার।

লিগের চলতি মৌসুমে মেসির তৃতীয় গোল এটি। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল হলো ছয়টি। মায়ামিতে যোগ দেওয়ার পর তার মোট গোল হলো ৪০টি। গোলের রেকর্ড তিনি গড়েছেন আগেই। এখন শুধু নিজের অর্জনই সমৃদ্ধ করছেন আরও।

দ্বিতীয়ার্ধের শুরুতে অল্পের জন্য আবার গোল পাননি বের্নারদেস্কি। ৫৩তম মিনিটে ফাঁকা পোস্টে বল জালে পাঠাতে পারেননি সুয়ারেস। এরপরও কিছু সুযোগ আদায় করে দুই দল, মায়ামিই ছিল সেখানে এগিয়ে। কিন্তু ম্যাচে কেউ কাউকে ছাড়াতে পারেনি।

ম্যাচের ৬৭ শতাংশ সময় বল ছিল মায়ামির নিয়ন্ত্রণে। গোলে ২৩টি শট নেয় তার, এর নয়টি ছিল লক্ষ্যে। কিন্তু ওই একটির বেশি গোল আর করতে পারেনি। ছয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে এখন দুই নম্বরে মেসিরা। সাত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস ক্রু। সাত ম্যাচে কোনো জয় নেই টরন্টোর। তিন পয়েন্ট নিয়ে তলানি থেকে দুইয়ে আছে তারা।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়লেন ইমন১৫ বলে হাফসেঞ্চুরি করে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন পারভেজ ...
06/04/2025

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়লেন ইমন

১৫ বলে হাফসেঞ্চুরি করে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন পারভেজ হোসেন ইমন। স্বীকৃত ক্রিকেটে এটি বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড।

রবিবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে শাইনপুকুরের মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড। শাইনপুকুরকে ৮৮ রানে গুটিয়ে দিয়ে মাত্র ৬.৪ ওভারেই ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় আবাহনী।

ছোট লক্ষ্যে পারভেজের টর্নেডো ব্যাটিংয়ে ৪০ বলে ম্যাচ জিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

এ দিন আবাহনীর হয়ে ওপেনিংয়ে নেমে ১৫ বলে অর্ধশতক তুলে নেন ইমন। এ দিন ব্যক্তিগত ইনিংসে ৪ চার ও ৬ ছক্কায় ২৩ বলে ৬১ রান করেন এই টাইগার ব্যাটার।

সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ডটি আগে ছিল শুভাগত হোমের।

২০১৯ সালে ডিপিএল টি-টোয়েন্টিতে শাইনপুকুরের হয়ে মোহামেডানের বিপক্ষে ১৬ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন তিনি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৮ বলে অর্ধশতক আছে ফরহাদ রেজা ও হাবিবুর রহমানের। ২০১৯ সালের প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৮ বলে ফিফটি করেন ফরহাদ। চার বছর পর বাংলাদেশ ক্রিকেট লিগের লিস্ট ‘এ’ সংস্করণে হাবিবুর সমান ১৮ বলে অর্ধশতক করেন

চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লিচেন্নাই সুপার কিংসকে ২৫ রানে হারিয়ে আইপএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দিল...
06/04/2025

চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি

চেন্নাই সুপার কিংসকে ২৫ রানে হারিয়ে আইপএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দিল্লি ক্যাপিটালস। ১৮৪ রানের টার্গেটে খেলতে নেমে ১৫৮ রানে থেমে যায় চেন্নাইয়ের ইনিংস। এ নিয়ে টানা তিন ম্যাচ হেরে তলানীতে চেন্নাই, অপরদিকে তিন ম্যাচ খেলে সবকটিতে জিতে শীর্ষে দিল্লি।

শনিবার দিনের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস।

জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস।
১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চেন্নাই। ৩ রান করে আউট হন রাচিন রাবিন্দ্রা। ১৩ রান করে বিদায় নেন আরেক ওপেনার ডেভন কনওয়ে।

৫ রান করে আউট হন অধিনায়ক ঋুতুরাজ গায়কোয়াড়।
মিডল অর্ডারে একাই লড়াই করেছেন বিজয় শঙ্কর। ৫৪ বলে ৬৯ রান করেন তিনি। শেষ দিকে ২৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি।

কিন্তু পরাজয় এড়াতে পারলেন না। ৫ উইকেট হারিয়ে তারা থেমে যায় ১৫৮ রানে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। ৫১ বলে ৭৭ রান করেন লোকেশ রাহুল। ৩৩ রান করেন অভিষেক পোড়েল।

বায়ার্নের সঙ্গে মুলারের ২৫ বছরের সম্পর্ক ভাঙছেএকটি দুটি নয়, কেটে গেছে পুরো ২৫টি বছর। বায়ার্ন মিউনিখের জার্সিতে জরিয়ে আছে...
05/04/2025

বায়ার্নের সঙ্গে মুলারের ২৫ বছরের সম্পর্ক ভাঙছে

একটি দুটি নয়, কেটে গেছে পুরো ২৫টি বছর। বায়ার্ন মিউনিখের জার্সিতে জরিয়ে আছে কত ট্রফি জয়ের সুখস্মৃতি, পাওয়ার আনন্দ, হারের বেদনা। সেই ২০০০ সালে বায়ার্নের একাডেমির মাধ্যমে শুরু, ২০০৮ সালে অভিষেক। সেই যাত্রাটা ২০২৫ সালে এসে থেমে যাচ্ছে থমাস মুলারের।

বায়ার্ন ভক্তদের জন্য দুঃসংবাদটা হলো, এবারের মৌসুম শেষে বায়ার্ন ছাড়ছেন এই জার্মান তারকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করছেন মুলার। বায়ার্ন চুক্তি বাড়াতে না চাওয়াতেই বাভারিয়ানদের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক চুকাতে হচ্ছে তাকে।

বায়ার্নের হয়ে হেক্সাজয়ী এই ফুটবলার বলেন, ক্লাব আগামী মৌসুমের জন্য আমার সঙ্গে নতুন চুক্তিতে যেতে চায় না।

যদিও এটা আমার ব্যক্তিগত ইচ্ছার সঙ্গে মেলে না, তবে ক্লাবের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।
তিনি বলেন, আজকের দিনটা আমার অন্য সব দিনের মতো নয়। বায়ার্ন মিউনিখের খেলোয়াড় হিসেবে আমার ২৫ বছরের পথচলা এই গ্রীষ্মে শেষ হতে চলেছে। এটা এক অবিশ্বাস্য যাত্রা ছিল, যা অনন্য সব অভিজ্ঞতা, দুর্দান্ত সব লড়াই এবং অবিস্মরণীয় সব জয়ে ভরা।

গত ১৭ মৌসুমে বায়ার্নের যত অর্জন, সবকিছুর সঙ্গে ছিলেন এই তারকা ফরোয়ার্ড। বায়ার্নের জার্সিতে রেকর্ড ৭৪৩ ম্যাচে মোট ২৪৭ গোল করেছেন মুলার। জিতেছেন ১২টি বুন্দেসলিগা, ছয়টি জার্মান কাপ, আটটি জার্মান সুপার কাপ, দুটি চ্যাম্পিয়নস লিগ, দুটি উয়েফা সুপার কাপ ও দুটি ফিফা ক্লাব বিশ্বকাপ। বায়ার্নের ইতিহাসে গোলসংখ্যায় মুলার আছেন সেরা তিনে। তার চেয়ে বেশি গোল কেবল জার্ড মুলার (৫৬৫) ও রবার্ট লেভানদোভস্কির (৩৪৪)।

আইপিএলের প্রথমবার দেখা গেল এমন কিছুইনিংসের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার অফ স্টাম্পের বাইরের শর্ট বলে বাউন্ডারিতে ধরা পড়লে...
05/04/2025

আইপিএলের প্রথমবার দেখা গেল এমন কিছু

ইনিংসের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার অফ স্টাম্পের বাইরের শর্ট বলে বাউন্ডারিতে ধরা পড়লেন আকাশ দিপ। এই আউটে আইপিএলের দেড় যুগের পথচলায় লেখা হলো নতুন ইতিহাস। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবারের মতো ম্যাচে পাঁচ উইকেটের স্বাদ পেলেন কোনো অধিনায়ক।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে শুক্রবার (৪ এপ্রিল) এই অনন্য কীর্তি গড়েন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক পান্ডিয়া।

ম্যাচে চার ওভারে ৩৬ রানে দিয়ে তার শিকার ৫ উইকেট। আইপিএলে অধিনায়ক হিসেবে এর আগে ম্যাচে ৪টি করে উইকেট ছিল চারজনের- শেন ওয়ার্ন, অনিল কুম্বলে, জেপি দুমিনি ও ইউভরাজ সিং। এর মধ্যে কুম্বলে এই স্বাদ পান দুই দফায়।
২০০৯ আসরে জোহানেসবার্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ডেকান চার্জার্সের বিপক্ষে কুম্বলে ৪ উইকেট নেন ১৬ রানে।

বিস্ময়করভাবে পরের আসরে মুম্বাইয়ে একই দলের হয়ে একই দলের বিপক্ষে আবারও ১৬ রানেই ৪ উইকেট শিকার করেন তিনি! এতদিন কোনো অধিনায়কের সেরা বোলিং ছিল এই দুটিই।
২০১০ আসরে নাগপুরে ডেকান চার্জার্সের বিপক্ষে ২১ রানে ৪ উইকেট নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক ওয়ার্ন। পরের আসরে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ব্যাট হাতে অপরাজিত ফিফটির পর হাত ঘুরিয়ে ২৯ রানে ৪ উইকেট নেন তখনকার দিল্লি ডেয়ারডেভিলস অধিনায়ক যুবরাজ সিং। এই দলের অধিনায়ক হিসেবেই ২০১৫ আসরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দুমিনির শিকার ছিল ১৭ রানে ৪ উইকেট।

তাদের সবাইকে ছাড়িয়ে এবার নতুন চূড়ায় উঠলেন পান্ডিয়া। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন ভারতের এই পেস বোলিং অলরাউন্ডার। ২০২৩ সালে আহমেদাবাদে ভারতের হয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৬ রানে ৪ উইকেট ছিল তার আগের সেরা বোলিং। আইপিএলে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় কুম্বলেকে ছুঁয়ে ফেললেন পান্ডিয়া, দুইজনেরই উইকেট ৩০টি করে। ৫৭ উইকেট নিয়ে তাদের ওপরে আছেন কেবল শেন ওয়ার্ন।

লক্ষ্ণৌতে এই ম্যাচে টস জিতে বোলিং নেন পান্ডিয়া। প্রথমবার বোলিংয়ে আসেন তিনি নবম ওভারে। এই ওভারে স্লোয়ার ডেলিভারিতে নিকোলাস পুরানকে ফিরিয়ে তার শিকার ধরা শুরু। প্রথম ৮ ওভারে লক্ষ্ণৌ ১ উইকেটে ৮৮ রান তুলে ফেললেও, পান্ডিয়া ওই ওভারে মাত্র ৪ রান দিয়ে নেন একটি উইকেট। নিজের পরের ওভারে প্রথম বলে ছক্কা হজম করলেও, আরেকটি স্লোয়ারে লক্ষ্ণৌর অধিনায়ক রিশাভ পান্তকে বিদায় করেন তিনি। আবার বোলিংয়ে ফেরেন তিনি অষ্টাদশ ওভারে। এবার ফিরিয়ে দেন ফিফটি করা এইডেন মার্করামকে (৩৮ বলে ৫৩)।

শেষ ওভারে তার প্রথম বলে দুই রান নেওয়ার পর টানা ছক্কা ও চার মারেন ডেভিড মিলার। চতুর্থ বলে স্লোয়ারে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে বিদায় করে প্রতিশোধ নেন পান্ডিয়া। পরের বলে আকাশকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করার পাশাপাশি জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা, সেটা না হলেও তার অর্জন কম কিসে!

চলতি আইপিএলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ম্যাচে পাঁচ উইকেট পেলেন পান্ডিয়া। এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৫ রানে ৫ উইকেট নেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক।

মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
05/04/2025

মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক

04/04/2025
ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, দুই ধাপ এগিয়ে ১৮৩ তম অবস্থানে হামজা জামালদের বাংলাদেশ
04/04/2025

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, দুই ধাপ এগিয়ে ১৮৩ তম অবস্থানে হামজা জামালদের বাংলাদেশ

Shout out to my newest followers! Excited to have you onboard! Shahin Alam, Md Mainu
03/04/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Shahin Alam, Md Mainu

আহা কত পরিবর্তন মানুষে'র কিসের এত অ'হং'কা'র.!!🙂
03/04/2025

আহা কত পরিবর্তন মানুষে'র কিসের এত অ'হং'কা'র.!!🙂

Address

Rangpur
Rangpur

Telephone

+8801796788554

Website

Alerts

Be the first to know and let us send you an email when খেলা প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খেলা প্রতিদিন:

Share